DIY || এসো নিজে করি || বৃষ্টির দিনে একটা মেয়ে ছাতা নিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য পেইন্টিং 🎨 ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

1637145870981.jpg

পেইন্টিং


হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বৃষ্টির দিনে একটা মেয়ে ছাতা নিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য পেইন্টিং। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

1637145828476.jpg

পেইন্টিং


🎨 আঁকার উপকরণ 🎨

• আঁকার বই
• পোস্টার রং
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
• পেন্সিল

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yeNhEkH1HRHCq5cVHkPnkKm6A25rAtkL4r6LVm9cF1bZWnnuftuGxaziCmx8Xoq6z4zEX27RZJcp3hkzcYH7thacAcDt2 (1).jpeg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি ছবি আঁকার জন্য আঁকার বই নিলাম। এরপরে আমি যে ছবিটি আঁকবো পেন্সিল দিয়ে তার একটি স্কেচ এঁকে নিলাম। স্কেচ এঁকে নিলে এরপর ছবি আঁকতে সুবিধা হয়।

1637145234783.jpg

1637145234749.jpg


ধাপ ২ :

এরপরে আমি সাদা রংয়ের সাথে কালো রং মিশিয়ে ছাই কালার করে নিলাম।এবার ছাই রং দিয়ে চারপাশের অংশটা একটু একটু করে রং করা শুরু করি।

1637145234715.jpg


ধাপ ৩ :

এরপর আমি মাঝখানের অংশ ব্যতীত বাপি চারপাশের অংশের সাইকেল দিয়ে রং করে নিলাম।

1637145234598.jpg


ধাপ ৪ :

এরপরে আমি লাল রং দিয়ে ছাতা রং করা শুরু করি। এখানে আমি প্রথমে গারো লাল রং নিলাম। একটু একটু করে রং করতে থাকি।

1637145234528.jpg

1637145234492.jpg

ধাপ ৫ :

এরপরে রং করতে করতে আমি প্রায় অর্ধেক অংশটা রং করে নিলাম। আমি প্রত্যেকটা অংশের আলাদা আলাদাভাবে রং করে নিলাম।

1637145234446.jpg


ধাপ ৬ :

একইভাবে আমি পুরো অংশটার লাল রং করে নিলাম। এরপরে প্রত্যেকটা অংশে ঘরের রং দিয়ে একটু একটু করে রং করলাম।

1637145801255.jpg


ধাপ ৭ :

এরপরে উপর উপর সাদা রং দিয়ে নিলাম। লাল রং দিয়ে চারপাশে ছাতার পেন গুলা বের করে দিলাম। এভাবে আমার ছাতা আঁকা কমপ্লিট হয়ে গেল।

1637145801168.jpg


ধাপ ৮ :

এরপর আমি সাদা রঙের সাথে নীল রং মিশিয়ে আকাশী রং করে নিলাম। এরপর আকাশী রং দিয়ে জামার ভেতরের অংশ রং করতে শুরু করলাম।

1637145801111.jpg

1637145801082.jpg


ধাপ ৯ :

এরপর আমি একটু একটু করে সাদা আকাশী রং দিয়ে জামার অংশটা রং করতে থাকি। আমি এখানে কিছুটা অংশ একটুও সাদা এবং কিছুটা অংশ কিভাবে মিক্স করে রং করলাম।এভাবে জামার অংশটা রং করে নিলাম। এরপর জামার নিচের অংশটা ভালোভাবে সমান করে নিলাম।

1637145801024.jpg


ধাপ ১০ :

এরপরে কালো রং দিয়ে কয়েকটা রং মিশিয়ে স্কিন কালার করে নিলাম। হাতের অংশটা আমি স্কিন কালার দিয়ে রং করে নিলাম। এরপর কালো রং দিয়ে ব্যাগটাকে রং করে নিলাম। সাদা রং দিয়ে ব্যাগ এর দুইটা ফোঁটা এঁকে নিলাম।

1637145800938.jpg


ধাপ ১১ :

এরপরে কফি কালারের সাথে কালো রং মিশিয়ে চুল আঁকা শুরু করি। এভাবে পিছনের অংশে কিছু চুল এঁকে দিলাম।

1637145800904.jpg


ধাপ ১২ :

এর পরের অংশের কালো রং দিয়ে জামার মধ্যে ছোট ছোট ফোঁটা আঁকা শুরু করি। আমি একটু অংশের ফোঁটা এঁকে নিলাম।

1637145800869.jpg


ধাপ ১৩ :

একইভাবে আমি জামার অর্ধেকটা অংশে কালো রং দিয়ে ফোঁটা এঁকে নিলাম।

1637145800832.jpg


শেষ ১৪ :

এভাবে আমি জামা পুরো অংশটাই কালো ফোঁটা এঁকে নিলাম। এভাবে পুরো জামাটার সৌন্দর্য বৃদ্ধি পেলো।

1637145800786.jpg


শেষ ১৪ :

এরপর আমি সাদা রং দিয়ে কোন ছবির মধ্যে বৃষ্টির ফোঁটা এঁকে দিলাম।এভাবে আমি পুরো ছবিটা আঁকা শেষ করি।

1637145828476.jpg


শেষ ধাপ :

এরপর আমি আঁকা শেষ করে ছবিটার কিছু ফটোগ্রাফি করলাম। আশা করি আমার আজকের বৃষ্টির দিনে একটা মেয়ে ছাতা নিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

1637145828476.jpg

1637145870981.jpg

1637145865113.jpg

1637075853296.jpg

1637145856453.jpg


পেইন্টিং সহ আমার একটি ছবি

1637419218844.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 3 years ago 

সত্যিই অনবদ্য একটি চিত্র অঙ্কন।
আমি মুগ্ধ হয়ে গেলাম।♥️
আপনার আঁকার হাত মাশাআল্লাহ।
বৃষ্টির মাঝে মেয়েটি ছাতা ☔ নিয়ে দাঁড়িয়ে 💖
রঙের সামঞ্জস্য কি বলবো অতুলনীয়।
খুব দ্রুত অনেক উন্নতি করেছেন ♥️
ইনশাআল্লাহ ভালো কিছু হবে 👌

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনার পেইন্টিং সবসময়ই অনেক সুন্দর হয়।আমি আপনার পেইন্টিং এর প্রেমে পড়ে গেছি।আপনার নতুন নতুন পেইন্টিং দেখার জন্য অপেক্ষা করি। বৃষ্টির দিনে একটা মেয়ে ছাতা নিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য পেইন্টিংটা জাস্ট অসাধারণ হয়েছে। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও এত সুন্দর পেইন্টিং দেখি আসলেই আমি অনেক মুগ্ধ হয়েছি। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু আলাদা থাকে আপনার এই প্রতিভা টি দেখে আমি আসলেই মুগ্ধ। মাত্র 15 টি ধাপে আমাদের মাঝে অনেক গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু আপনার এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য, ভবিষ্যতে এমন পেন্টিং আরো চাই ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য। অবশ্যই আরো এরকম পেইন্টিং দেখতে পাবেন।

 3 years ago 

আপনার আজকের আর্টটি এতো সুন্দর হয়েছে যে কি আর বলবো!আমার কাছে আপনার আজকের এই আর্টটি অনেক বেশি সুন্দর লেগেছে। আপনাদের দুই বোনের কাজ দেখে আমি জাস্ট অবাক হয়ে যাই।সত্যিই খুব টেলেন্টেড, মাশাল্লাহ।

 3 years ago 

আপনার এত সুন্দর মন্তব্য দেখে খুবই ভালো লাগলো আপু।সামনের দিকে আরো সুন্দর কাজ দেখতে পাবেন।অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আমি তো আপনার কাজ আমি প্রতিদিন দেখি একদিনো মিস করি না কারণ আমার খুবই ভালো লাগে।আপনি এত সুন্দর দক্ষতা নিয়ে আপনি কাজগুলো সম্পন্ন করেন। বৃষ্টির দিনে একটা মেয়ে ছাতা নিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য পেইন্টিং। কি অসম্ভব সুন্দর দক্ষতা নিয়ে আপনি কাছে। এত সুন্দর করে পেইন্টিং করলেন আমার খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন আর কালার কম্বিনেশন সুন্দরভাবে ফুটে উঠেছে

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সব সময় আমার পোস্টগুলো দেখার জন্য এবং পছন্দ করার জন্য। অনেক সুন্দর ভাবে মন্তব্য করেছেন।

 3 years ago 

আপনার চিত্র অংকন অনেক সুন্দর হয়েছে আর কালার কম্বিনেশন দিয়ে বৃষ্টির পুরো ভাবটাই ফুটে উঠেছে। শুভ কামনা রইলো আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

বৃষ্টির দিনে ছাতা নিয়ে হেঁটে যাওয়া মেয়েটিকে দেখে তো আমারই এখন বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। খুবই সুন্দর আর্ট করেছেন আপনি বৃষ্টিভেজা মেয়ের। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে মেয়ের ড্রেস এবং ছাতটি। এত সুন্দর কালার করেছেন ওই যে এক কথায় চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপু। আপনার পেইন্টিং গুলো আমার খুবই ভালো লাগে। আপনার হাতে জাদু রয়েছে। সত্যি কথা বলতে আপনার প্রতিটি পেইন্টিং আমাকে মুগ্ধ করেছে। প্রতিনিয়তই আমাদের সাথে দারুন দারুন পেইন্টিং শেয়ার করেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আমার সব গুলো পোস্ট দেখার জন্য এবং পছন্দ করার জন্য।

 3 years ago 

দিদি আজ তো সকাল সকাল মন ভরিয়ে দিলেন একদম। দারুন থিম নিয়ে ছবিটা এঁকেছেন। মনে হচ্ছে স্বর্গে কোন অপ্সরা হেঁটে যাচ্ছে। মেয়েটির গাউন দারুন হয়েছে। এ ধরনের পোশাক আমার সবসময়ের পছন্দ। গাউন এর জন্য এই মিষ্টি মেয়ের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। ছাতা টার রং ও খুব ভালো লাগছে। সব কিছু মিলিয়ে দুর্দান্ত কাজ।

 3 years ago 

আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো আপু। এত সুন্দর মন্তব্য পেলে খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57806.13
ETH 2453.64
USDT 1.00
SBD 2.36