🖌️DIY আমার করা পাতার উপরে সূর্যাস্তের পেইন্টিং || 🎨 ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

1635668587657.jpg

সূর্যাস্তের দৃশ্য


হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পাতার উপরে সূর্যাস্তের পেইন্টিং পেইন্টিং। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

1635668614687.jpg

সূর্যাস্তের দৃশ্য


🎨 আঁকার উপকরণ 🎨

• কাঁঠাল গাছের পাতা
• পোস্টার রং
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

1635668537668.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটি সুন্দর পাতা নিলাম। এরপর প্রথমে পাতার উপরের অংশে হলুদ রং নিলাম। এরপর ব্রাশ দিয়ে পাতার উপরের অংশে হলুদ রং কিভাবে লাগিয়ে নিলাম।

1635668537646.jpg


ধাপ ২ :

এরপর হলুদ রঙের নিচের অংশে কমলা রং নিলাম। কমলা রং হলুদ রঙের উপরে একসাথে রাখলাম। হলুদ রঙের নিচের অংশে কমলা রং একটু একটু করে লাগানো শুরু করি।

1635668537600.jpg


ধাপ ৩ :

এরপর পাতার নিচের অংশে কমলা রং দিয়ে ভালোভাবে রং করে নিলাম। এরপর উপরের অংশে হলুদ এবং কমলা রং একসাথে মিক্স করে ভালোভাবে রং করে নিলাম।

1635668537556.jpg


ধাপ ৪ :

এরপর রং করা পাতার মাঝখানের অংশে কালো রং দিয়ে একটা পাড় এঁকে নিলাম। এখানে আমি হিমাত খানের অংশটা চিকন এবং দুই পাশে একটু মোটা করে এঁকে নিলাম।

1635668537535.jpg

ধাপ ৫ :

এরপর কালো রংয়ের পাহাড়ের উপরে মাঝখানে হলুদ রং দিয়ে একটা সূর্য এঁকে নিলাম। এখানে সূর্যের অর্ধেক অংশ দেখা যাচ্ছে।

1635668537512.jpg


ধাপ ৬ :

এরপর পাতার বাম পাশে নিচের অংশে কালো রং দিয়ে একটা ছোট পাড় এঁকে নিলাম। এরপর কালো পাড়ের উপরে দুইটা নারিকেল গাছের নিচের অংশ এঁকে নিলাম।

1635668537490.jpg


ধাপ ৭ :

এরপর কালো রং দিয়ে নারিকেল গাছের উপরের অংশে চিকন করে পাতা এঁকে নিলাম। এখানে আমি শুধুমাত্র গাছের ভিতরে রং এঁকে নিলাম।

1635668537469.jpg


ধাপ ৮ :

এরপর কালো রং দিয়ে একটু একটু করে নারিকেল গাছের পাতাগুলোকে সুন্দর ভাবে এঁকে নিলাম। এখানে আমি গাছের পাতাগুলো অনেকটা সময় নিয়ে একটু একটু করে আঁকলাম।

1635668537446.jpg


ধাপ ৯ :

এরপর আমি সূর্যের নিচের অংশে হলুদ রং দিয়ে একটু সূর্যের ছায়া এঁকে নিলাম। এরপর আমি সূর্যের পাশের অংশ কালো রং দিয়ে কয়েকটা পাখি একে দিলাম।

1635668537402.jpg


শেষ ধাপ :

এইভাবে আমি আমার পাতার উপরে সূর্যাস্তের পেইন্টিং আঁকা শেষ করলাম। পেইন্টিং শেষ করে আমি কিছুক্ষণ রং গুলো শুকিয়ে নিলাম। এরপর পেইন্টিং এর কিছু ফটোগ্রাফি করলাম। আশা করি আমার আজকের পাতার উপরে সূর্যাস্তের পেইন্টিং আপনাদের খুব ভাল লাগবে।

1635668587657.jpg

1635668614687.jpg

1635668580552.jpg

1635668568392.jpg

1635668603574.jpg



পেইন্টিং সহ আমার একটি ছবি

1635668627194.jpg
https://w3w.co/bunnies.sitters.barge


ধাপে ধাপে পেন্টিং জিপ উপস্থাপন

20211031_234101.gif

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 3 years ago 

আপনি খুব সুন্দর ভাবে পাতার উপর সূর্যাস্তের চিত্রটি অঙ্কন করেছেন। একদম অন্য ধরনের ভাবনা। আপনার শিল্প দক্ষতার প্রশংসা করতেই হয়। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্ট দেখার জন্য এবং পছন্দ করার জন্য।

 3 years ago 

আমি এই প্রথম এমন একটি পেইন্টিং দেখলাম, সত্যিই অনেক অবাক হয়েছি আপনার পেইন্টিংটি দেখে, আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার পেইন্টিং খুব অসাধারণ হয়েছে। পাতা উপহার উপর খুব সুন্দর করে সূর্যাস্তের দৃশ্য অংকন করেছেন। আপনি খুব সুন্দর ভাবে ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য

 3 years ago 

অসাধারণ একটা প্রিন্ট করেছেন পাতার উপরে। খুবই সুন্দর দেখার মত যেমন চোখ আটকে যায়। আপনি যে পেন্টিং করেছেন সত্যি অতুলনীয় হয়েছে। অনেক সুন্দর করে আমাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করেছেন। আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একটি জিনিস খুব ভালো ভাবে উপলব্ধি করতে পেরেছি প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা চিন্তা দ্বারা পরিলক্ষিত। আপনার গাছের পাতার উপর আঁকিবুঁকির দৃশ্যটি খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলেই পাতার উপর এত সুন্দর পেইন্টিং করা খুব সহজ কাজ নয়। ভালো মানের দক্ষতা ছাড়া এই কাজটি কখনোই করা যায় না। নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া বা সূর্য অস্ত যাওয়ার দৃশ্য অসাধারণ লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন পাতার উপর আঁকা খুবই কঠিন একটা বিষয়। এটা আঁকতে আমার অনেক সময় লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে সময় নিয়ে প্রশংসা করার জন্য।

 3 years ago 

আপু আপনারা আর্টগুলো সব সময় ইউনিক হয়। আপনি ভিন্ন ভিন্ন জিনিসের উপর আর্ট করেন।আপনার পাথর, ঝিনুক এর আর্ট গুলো খুব সুন্দর ছিল। পাতাগুলো আর্ট ও অনেক সুন্দর হচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার সবগুলো পোস্ট দেখার জন্য এবং পছন্দ করার জন্য।

 3 years ago 

কী বলবো আপু জাস্ট অসাধারণ হয়ছে আপনার পেইন্টিং। পাতার উপর কিভাবে সূর্যাস্তের চিত্র অংকন করলেন। প্রসংশা পাওয়ার মতো একটি পেইন্টিং করছেন। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে সময় নিয়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

দেখে মনটা ভরে গেলো।আপু আপনার প্রতিটা পেন্টিং আমি দেখি আমার খুব বেসি ভালো লাগে সত্যি। অনেক ইউনিক কাজ করেন আপনি। আপনার জন্য শুভ কামনা রইলো।প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

 3 years ago 

আমার প্রতিটা পোস্ট দেখার জন্য এবং এত বেশি পছন্দ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.032
BTC 87663.71
ETH 3042.50
USDT 1.00
SBD 2.75