আর্ট :- পদ্ম ফুলের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ18 days ago

IMG-20241109-WA0138.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি পদ্ম ফুলের পেইন্টিং করলাম।

পদ্মফুল আপনাদের কার কার পছন্দের ফুল। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। পেইন্টিং করতে বসলে অনেক বেশি ভাবতে হয় নতুন করে কি পেইন্টিং করবো। পরবর্তীতে অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম পদ্ম ফুলের পেইন্টিং করি। কারণ পানিতে ভাসমান পদ্মফুল গুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। চেষ্টা করেছি এই পেইন্টিং-এ ঐরকম একটা লুক আনার জন্য। কারন আমার কাছে আবার এরকম ছবিগুলো দেখতে বেশি ভালো লাগে। যদিও বুঝতে পারছি না পেইন্টিংটা কিরকম হয়েছে। আশা করি পেইন্টিং টা আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। অ্যাক্রিলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20241109-WA0139.jpg

আঁকার উপকরণ

• আঁকার বোর্ড
• অ্যাক্রিলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG20240509085748.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বোর্ড নিলাম। এরপর পেন্সিল দিয়ে মাঝখানের একটা পদ্ম ফুলের স্কেচ করে নিলাম। এরপর চারপাশের অংশে সবুজ কালারের সাথে কালো রং মিশিয়ে রং করে নিলাম।

IMG-20241120-WA0108.jpg

ধাপ - ২ :

এরপরে ফুলের মধ্যে হালকা গোলাপি কালার দিয়ে রং করা শুরু করি।

IMG-20241120-WA0113.jpg

ধাপ - ৩ :

গাঢ়ো এবং হালকা দুই কালারের কম্বিনেশনে পুরো ফুলটা রং করে নিলাম।

IMG-20241120-WA0112.jpg

ধাপ - ৪ :

এরপরে ফুলের পাপড়িগুলোতে একটু সাদা কালার দিয়ে ফুলটা আরো হাইলাইটস করে নিলাম।

IMG-20241120-WA0109.jpg

ধাপ - ৫ :

এরপর চারপাশের অংশে সবুজ কালার দিয়ে পদ্ম পাতা আঁকা শুরু করি।

IMG-20241120-WA0111.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি টিয়া কালার দিয়ে পদ্ম পাতাগুলোকে আরেকটু হাইলাইস করে এঁকে নিলাম।

IMG-20241120-WA0110.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20241109-WA0139.jpg

IMG-20241109-WA0138.jpg

IMG-20241109-WA0137.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 18 days ago 

ভীষণ সুন্দর দেখতে হয়েছে আপনার এই আর্টটি৷ পদ্ম ফুলের শেডিং টা খুব সুন্দর লাগছে দেখতে। চারপাশে সবুজের যে দৃশ্য আপনি ফুটিয়ে তুলেছেন তার জন্যই পদ্ম ফুলটি আরো উজ্জ্বল লাগছে।

 17 days ago 

পদ্ম ফুলের শেডিং আপনার কাছে বেশি সুন্দর লেগেছে দেখতে, এটা শুনে ভালো লাগলো।

 18 days ago 

Screenshot_2024-12-17-09-50-30-60_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-17-09-46-45-94_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2024-12-16-23-55-50-50_680d03679600f7af0b4c700c6b270fe7.jpg

 18 days ago 

আপনার আর্ট করা পদ্ম ফুলের পেইন্টিং টি দেখে ভাবছিলাম এটি বাস্তবের একটি পদ্ধ ফুলের ফটোগ্রাফি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পদ্ম ফুলের পেইন্টিং করেছেন। আপনার আর্ট করা পদ্ম ফুলের পেইন্টিং অসাধারণ হয়েছে আপু। দেখতে অনেক বেশি সুন্দর লাগছে।

 18 days ago 

আমার পদ্ম ফুলের পেইন্টিং দেখে আপনি বাস্তবের পদ্মফুল মনে করেছেন শুনে ভালো লাগলো।

 18 days ago 

ড্রইং টা দেখে একদম চোখ ধাঁধিয়ে গেল। অপূর্ব এঁকেছেন আপু দেখে মুগ্ধ চোখে তাকিয়ে ছিলাম অনেকক্ষণ। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 18 days ago 

আমার করা এই পেইন্টিং একেবারে চোখ ধাঁধানো ছিল শুনে ভালো লেগেছে।

 18 days ago 

ওয়াও আপনার আর্ট করা পদ্ম ফুলের পেইন্টিং দেখে মুগ্ধ হলাম আপু। খুবই সুন্দর হয়েছে আপনার পদ্ম ফুলের পেইন্টিং টি। এই পেইন্টিং গুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 18 days ago 

আমি চেষ্টা করেছি সুন্দর করে এই পদ্ম ফুলের পেইন্টিংটা করার জন্য।

 18 days ago 

ওয়াও আপু আপনি পদ্মফুলের চমৎকার পেইন্টিং করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুলের দৃশ্য মানেই স্বর্গীয় দৃশ্য দেখে মনটা ভরে যায়। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 18 days ago 

এত সুন্দর করে আমি পদ্ম ফুলের পেইন্টিং করতে পেরে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনাদের মাঝে তুলে ধরতে পেরেও ভালো লাগলো।

 18 days ago 

ঠিক বলেছেন আপু দারুণ সুন্দর লাগে দেখতে বিলের জলে ভাসমান পদ্মফুল।আপনি ঠিক সেইরকম একটি জলে ভাসমান পদ্মফুল আর্ট করেছেন। ধারুন হয়েছে আর্ট টি। ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 18 days ago 

এই পেইন্টিংটা করার পদ্ধতি চমৎকার ছিল শুনে ভালো লেগেছে।

 18 days ago 

আপু আপনি চমৎকার পেইন্টিং করেন।আপনার পেইন্টিং কিংবা আর্ট দুটোই ভীষণ ভালো লাগে আমার।আপনার আজকের পেইন্টিং তো খুব ই চমৎকার হয়েছে।সময় নিয়ে ধৈর্য নিয়ে এতো সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক বেশী অভিনন্দন রইলো।

 18 days ago 

আসলেই সময় নিয়ে এবং ধৈর্য ধরে পেইন্টিং করলে দেখতে অনেক ভালো লাগে।

 18 days ago 

পদ্ম ফুলের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে আপু। অনেক সুন্দর করে আপনি পেইন্টিং করেছেন। ফুলের কালার কম্বিনেশন সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। মনে হচ্ছে যেন জীবন্ত কোন পদ্মফুল ফুটে আছে।

 18 days ago 

এই পদ্ম ফুলের কালার কম্বিনেশন সুন্দর হয়েছে শুনে ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.27
JST 0.042
BTC 98029.48
ETH 3635.16
SBD 2.42