আর্ট :- একটা মেয়ের পেন্সিল আর্ট।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি একটা মেয়ের পেন্সিল আর্ট করলাম।

কিছুদিন ধরে আমার চোখের সামনে অনেকগুলো পেন্সিল আর্ট পড়েছিল। আসলে মোবাইলে যখন পেন্সিল আর্ট গুলো দেখে ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম আমি নিজেও তাহলে পেন্সিলের আর্ট করব। সে হিসেবে একটা মেয়ের আর্ট করতে বসলাম। তবে আসলে পেন্সিলের আর্ট গুলো করতে আমি মনে করি একটু বেশি সময় লাগে। তারপরেও এই ছবিটাতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে ‌ বিশেষ করে মেয়েটার চুলগুলো আকাঁর পর দেখতে দারুন লেগেছে আমার কাছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই আর্টে আমি পেন্সিল ব্যবহার করেছি। পেন্সিল ছাড়াও আর্ট করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই আর্ট করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।

1693896891763.jpg

আঁকার উপকরণ

• আঁকার বই
• পেন্সিল
• রাবার
• স্কেল
• কাটার

IMG_20230827_172731.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর আমি একটা মুখের আন্দাজ করে মাপ নিয়ে নিলাম।

CollageMaker_20239594742484.jpg

ধাপ - ২ :

এরপর মাপ অনুসারে খুব সুন্দর ভাবে নাক এবং ঠোঁটের অংশ এঁকে নিলাম।

CollageMaker_2023959484729.jpg

ধাপ - ৩ :

এরপর আমি মেয়েটার চোখের মধ্যে খুব সুন্দরভাবে ফুল দিয়ে ডিজাইন করে নিয়েছি।

CollageMaker_20239594815561.jpg

ধাপ - ৪ :

এরপরে আস্তে আস্তে একটু একটু করে মাথার উপরের একটা সেফ এবং চুলের বেনুনির একটা সেফ দিয়ে নিলাম।

CollageMaker_20239594839121.jpg

ধাপ - ৫ :

এবার একটু একটু করে পেন্সিল দিয়ে চুল গুলোকে হাইলাইটস করা শুরু করে। মাথার উপরের চুল গুলো খুব সুন্দর ভাবে এঁকে নিলাম।

CollageMaker_20239594850511.jpg

ধাপ - ৬ :

এরপরে চুলের এক পাশের বিনুনিটা একটু একটু করে এঁকে নিয়েছি।

CollageMaker_2023959496589.jpg

ধাপ - ৭ :

এরপর একটু একটু করে চুলের বাকি অংশটাও খুব সুন্দর ভাবে এঁকে নিলাম।

CollageMaker_20239594922727.jpg

ধাপ - ৮ :

এরপরে গলা এবং শরীরের কিছু অংশ হালকা ভাবে দাগ দিয়ে দিলাম।

CollageMaker_20239594932164.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো আর্ট করা শেষ করি। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1693896891763.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

IMG-20220501-WA0005.jpg

Posted using SteemPro Mobile

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি
Sort:  
 last year 

মানুষ আঁকা সবচেয়ে কঠিন কাজ । আর আপনি সেই কঠিন কাজটি বেশ সুন্দর করে করেছেন। পেন্সিল দিয়ে ছবি আঁকা বেশ কঠিন বিভিন্ন সাইট থেকে কাজ করতে হয়, সেপটি ঠিকঠাকভাবে আনার জন্য। আর আপনি চুল ও বিনুনির কাজটি বেশ দক্ষতার সাথেই করেছেন। বেশ সুন্দর হয়েছে আপনার আঁকা মেয়ের ছবিটি।

 last year 

ঠিক বলেছেন মানুষ আঁকা সবচেয়ে কঠিন কাজ।

 last year 

মোবাইলের পেন্সিল আর্ট গুলো দেখলে মনে হয় যে খুবই সহজ। কিন্তু যখন আর্ট করতে বসা হয় তখন বোঝা যায় কতটা কঠিন। তাছাড়া এরকম পেন্সিল আর্ট গুলো করতে অনেক বেশি সময় লাগে পেন্সিলের অনেক কাজ থাকে ভিতরে। আপনার আজকের মেয়ের পেন্সিল আর্টটি খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর একটি মেয়ের চোখ ফুল দিয়ে কেন ঢেকে দিলেন আপু?

 last year 

আসলে দেখতে যতটা সহজ মনে হয় করাটা ততই কঠিন কাজ।

 last year 

পেন্সিল আর্ট টি চমৎকার ছিল। সুন্দর ধাপে ধাপে সবার মাঝে তুলে ধরাতে আরো বেশি ভালো লাগলো।অনেক অনেক ধন্যবাদ সবার উদ্দেশ্যে এই সুন্দর পেন্সিল আর্টটি উপহার দেওয়ার জন্য ।

 last year 

পেন্সিলের মাধ্যমে পুরোটা করার চেষ্টা করলাম।

 last year 

আপু আপনি আজকে খুবই চমৎকার একটি পেন্সিল আর্ট তৈরি করেছেন। প্রথমে দেখে মনে হচ্ছিল জীবন্ত মানুষকে এখন এখানে ফুটিয়ে তুলেছেন। একটা মেয়ের পেন্সিল আর্ট আপনি এত সুন্দর করে তৈরি করেছেন দেখে আমি মুগ্ধ হয়েছি। একটা মেয়ের পেন্সিল আর তৈরি প্রত্যেকটা ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। পাশাপাশি সুন্দর করে বর্ণনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে জীবন্ত মেয়ে কিনা এটা জানি না, তবে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

 last year 

পেন্সিল আর্ট গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। চমৎকার একটি মেয়ের পেন্সিল আর্ট করেছেন আপনি। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে আর্টটি সম্পন্ন করেছেন। আর্ট করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আমার কাছেও পেন্সিল আর্ট বরাবরই ভালো লাগে।

 last year 

মেয়ের পেন্সিল আর্ট টি দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে আপু। মোবাইলে দেখতে দেখতে কিছুদিন আপনার সামনে এরকম সুন্দর আর্ট গুলো এসেছে বলেই সেখান থেকে উৎসাহ পেয়ে আপনি এই আর্ট টি করেছেন ,আর সেই সুযোগে আমরাও এত সুন্দর আর্ট দেখতে পেলাম। সত্যিই চুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে।

 last year 

আমার কাছেও চুলগুলো দারুন লেগেছিল।

 last year 

পেন্সিল দিয়ে আপনি খুব সুন্দর একটি মেয়ের আর্ট করেছেন। এই প্লাটফর্মে আমরা খুব সুন্দর সুন্দর আর্ট দেখতে পাই। আপনি বিভিন্ন ধরনের আর্ট খুব সুন্দর মেয়ের আর্ট করেছেন। সত্যি বলতে আপনার আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে মেয়েটির মাথার চুলগুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর করে একটি মেয়ের আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার আর্ট এর দিকে আপনি মুগ্ধ হয়ে গেলেন এটা শুনতেই ভালো লেগেছে।

 last year 

সত্যি বলতে আপনাকে আর্টিস্ট বললেই ঠিক হয় এত সুন্দর আপনার হাতের আর্ট।একটা মেয়ের পেন্সিল আর্ট, এ ধরনের আর্ট করতে হলে অনেক দক্ষতা সম্পন্ন হতে হয় আর আপনার পরিপূর্ণ রয়েছে। অনেক নিখুঁতভাবে এখন প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এটা অনেক সময় দিয়ে অংকন করেছি।

 last year 

আপু আপনার আর্টের তুলনা হয় না আজ ও তার ব্যতিক্রম হয়নি। সত্যি এ রকম আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। তবে এ আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আপনি অনেক ধৈর্য ও সময় নিয়ে একটি মেয়ের পেন্সিল আর্ট করেছেন। তবে চুলের বেনি গুলো দেখতে অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পেন্সিল আর আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আসলে এইরকম আর্ট গুলো করতে সময় এবং ধৈর্যের অনেক বেশি প্রয়োজন হয়।

 last year 

আপু আপনার পেন্সিল আর্ট দেখতে ভীষণ ভালো লাগছে। মেয়েটার চোখে ফুল এঁকে দেওয়ার কারণে দেখতে অন্যরকম লাগছে ।আসলেই পেন্সিল আর্ট গুলো করতে একটু সময়ের প্রয়োজন হয় ঠিকই বলেছেন। বেশ ভালো লাগলো আপনার আর্ট টি দেখে। তবে মেয়েটির চুলগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 last year 

মেয়েটার চুল গুলো আপনার কাছে ভীষণ ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65556.02
ETH 2660.30
USDT 1.00
SBD 2.91