ডাই : রঙিন কাগজের তৈরি ওয়ালমেট।

in আমার বাংলা ব্লগ8 months ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করলাম।

কাগজ দিয়ে তৈরি করা যেকোনো ধরনের ওয়ালমেট গুলো আমার ভীষণ ভালো লাগে। আমি নিজেও এধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে খুবই পছন্দ করি। তার জন্য আমিও একটা ওয়ালমেট তৈরি করতে বসে পড়ি। যদিও এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে একটু সময় সাপেক্ষ। তারপরেও আমি কিন্তু এই ধরনের ওয়ালমেট গোলাপ তৈরি করতে খুবই পছন্দ করে। পুরো ওয়ারমেট তৈরি করার পর দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তাছাড়া ঘরের দেওয়ালে লাগিয়ে রাখলে কিন্তু ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমি অবশ্য এই ওয়ালমেট তৈরি করে একজনকে গিফট করে দিয়েছি। আশা করি আমার তৈরি করা ওয়ালমেট আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

CollageMaker_20231124132136427.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG_20231115_154330.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কালো কাগজ নিলাম। এরপর কাগজটাকে কেটে নিলাম। এরপরে কাগজ গুলো মুড়িয়ে মুড়িয়ে কয়েকটা কাঠি তৈরি করে নিলাম।

CollageMaker_20231124131016711.jpg

ধাপ - ২ :

এরপরে দুইটা কাঠি দুই দিকে এবং অপরদিকে আরো দুইটা কাঠি দিয়ে একটা ঘরের মতো তৈরি করে নিলাম।

CollageMaker_20231124131033563.jpg

ধাপ - ৩ :

এরপর আমি হলুদ কালারের কাগজ কেটে কতগুলো পাতার মতো তৈরি করে নিলাম।

CollageMaker_202311241311287.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি টিয়া কালার দিয়ে মুড়ি এর ছোট্ট একটা কাঠি তৈরি করে নিলাম।

CollageMaker_20231124131119726.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি একটা কাগজ নিয়ে উপরের অংশে মুড়িয়ে নিলাম।

CollageMaker_20231124131127445.jpg

ধাপ - ৬ :

এরপরে এই কাঠিটাকে পাতার ভেতরে দিয়ে মুড়িয়ে খুব সুন্দর ভাবে তৈরি করে নিলাম।

CollageMaker_2023112413126615.jpg

ধাপ - ৭ :

এইভাবে আমি সবগুলো ফুল তৈরি করে নিয়েছি।

CollageMaker_2023112413121547.jpg

ধাপ - ৮ :

এরপর আমি কাগজ কেটে খুব সুন্দর ভাবে পাতা কেটে নিলাম। পাতাগুলোকে ওই ফুলগুলোর মাঝে জোড়া লাগিয়ে নিয়েছি।

CollageMaker_20231124131223981.jpg

ধাপ - ৯ :

এরপরে কালো কাঠিগুলো উপরের অংশে ফুলগুলো বসিয়ে গাছের মতো তৈরি করে নিলাম।

CollageMaker_202311241316543.jpg

ধাপ - ১০ :

এভাবে আমি খুব সুন্দর ভাবে একটার উপর একটা ফুল বসিয়ে পুরোটা তৈরি করে নিয়েছি।

CollageMaker_20231124131712674.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1700810269058.jpg

1700810269039.jpg

1700810269016.jpg

1700810269091.jpg

1700810269074.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 8 months ago 

হ্যাঁ আপু ধারাবাহিকভাবে আপনি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেন। খুবই ভালো লাগে আজকে দারুন একটা ওয়ালমেট তৈরি করেছেন। যেটা ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করতে পারবেন। এই ধরনের কিছু তৈরি করার মধ্যেও সার্থকতা রয়েছে খুবই সুন্দর হয়েছে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

ঠিক বলেছেন আসলেই সার্থকতা রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 8 months ago 

রঙিন কাগজ থেকে খুবই দক্ষতার সাথে ওয়ালমেট তৈরি করেছেন। এই ওয়ালমেট তৈরি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে এরকম সৌন্দর্যময় ওয়ালমেট ঘরে টানিয়া লাগলে অনেক সৌন্দর্য বৃদ্ধি পায়। তাই আপনার এই পোস্টটি ধাপে ধাপে দেখে শিখেও নিলাম।

Posted using SteemPro Mobile

 8 months ago 

ঠিক বলেছেন ঘরের দেওয়ালে লাগালে বেশি সুন্দর দেখায়। অনেক ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

আপনার কাজগুলি প্রতিনিয়ত দেখি,আমার ভীষণ ভালো লাগে। আপনাকে দেখে আমি ভীষণ পায়, ভালো কাজ করার। আজকে আপনি দারুণ দক্ষতায় রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করছেন।ওয়ালমেট তৈরি করতে যথেষ্ট ধৈর্য লাগে। প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাচ্ছি, ওয়ালমেটটা তৈরি করতে। আপনি ঠিক কথা বলেছেন দেওয়ালে টাঙিয়ে রাখলে ঘরে সৌন্দর্য বৃদ্ধি পায় এবং আমার রুমে অনেক ওয়ালমেট টাঙ্গানো আছে ভীষণ ভালো লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন এবং কালার কম্বিনেশন টি আমার ভীষণ ভালো লেগেছে এবং আপনার উপস্থাপনা করার মাধ্যম গুলি খুবই সুন্দর ছিল। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 8 months ago 

দক্ষতা কি না জানি না চেষ্টা করি সুন্দর কিছু উপস্থাপন করার। অনেক ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

ঠিক বলেছেন আপু কাগজের ওয়ালমেটগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তাছাড়া এরকম ওয়ালমেট তৈরি করতে অনেক বেশি সময় লাগে। আপনার আজকের ওয়ালমেটটি খুব সুন্দর হয়েছে। অনেকগুলো কাগজ কেটে ফুল তৈরি করতে হয়েছে জন্য অনেক সময় লেগেছে বোঝা যাচ্ছে। কিন্তু ফুলের কালারের কারণে ওয়ালমেটটি আরো বেশি আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে।

 8 months ago 

আসলেই ফুলের কালার টা আমার কাছেও ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট গুলো দেখতে অনেক সুন্দর হয়। এখন তো এভাবে ওয়লমেট তৈরি করে সবাই ঘর সাজাতে পছন্দ করে।আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট টা অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটা ডাই পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

ঠিক বলেছেন এখন সবাইকে কিন্তু কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে পছন্দ করে।

 8 months ago 

আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেটটি বেশ হয়েছে সোনিয়া আপু। হলুদ রঙ টি এমনিতেই ঘর সাজানোর জন্য আমার খুব পছন্দের একটি রঙ। মনে হয় এই রঙের মাঝে উদ্দোমতার কিছু একটা সংযোগ রয়েছে৷ সেই হকুদ রঙের একঝাক ফুল দেখে আমার ভীষণ ভালো লাগলো।
আর আপু, পরিচয়ের ওখানে আপনাদের পারিবারিক ছবিটিও রিসেন্ট কয়দিন থেকে লক্ষ করলাম, একসাথে আপনাদের হাসিমাখা ছবি দেখেও ভীষণ ভালো লাগলো। খুব ভালো থাকবেন ❤️

Posted using SteemPro Mobile

 8 months ago 

অনেক ধন্যবাদ আপু , আমাদের পরিবারের এত সুন্দর প্রশংসা করলেন বেশ ভালো লাগলো।

 8 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই দক্ষতার সাথে ওয়ালমেট তৈরি করেছেন। আসলে রঙিন কাগজের ওয়ালমেট গুলো তৈরি করতে অনেক সময় লাগলেও এগুলো দেখতে খুবই সুন্দর হয়।

 8 months ago 

আমার কাছেও কিন্তু সময় লাগলেও খুবই ভালো লাগে তৈরি করতে।

 8 months ago 

আপু শোনেন এত সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো সব আমার জন্য রেখে দিবেন। আমি আসলে সব এক সাথে নিয়ে আসবো কিন্তু। মাঝে মাঝে ভাবী যে আপনার মাথাটা যদি কিনে নিতে পারতাম তাহলে যে কি ভালো হতো। আমিও সব করতে পারতাম। দারুন ছিল আপনার আজকের ওয়ালমেট বানানো।

 8 months ago 

অবশ্যই আপু আপনার জন্য সবকিছুই জমা রাখবো। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64625.84
ETH 3233.39
USDT 1.00
SBD 2.65