পেন্সিলের সাহায্যে গ্রামের দৃশ্য অংকন।

Sunday, 25 December, 2022
রবিবার, ১০ই পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ


🌼আস‌সালামুআলাইকুম/আদাব🌼

মার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যকে জানাই আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।


IMG_20221225_205325.jpg

অনেকদিন ধরে ভাবছিলাম যে আর্ট করতে বসবো। আর্ট করবো করবো বলে করাই হয় না।প্রায় দুমাস থেকে কোন আর্ট করা হয় না! শেষমেষ আজকে আর্ট করতে বসে গ্রামের একটি সুন্দর দৃশ্য অংকন করে ফেললাম। আজকে আমার আর্টের বর্ণনা এবং আর্টটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। 😌

প্রয়োজনীয় উপকরণ

• 2B,4B,6B,HB পেন্সিল ।
• একটি মিডিয়াম স্কেল ।
• রাবার এবং শার্পনার ।
• একটি ক্লিপবোর্ড ।

ধাপ-১

PXL_20221225_171937720.jpg

সবার প্রথমে A4 সাইজের পেইজে 6B পেন্সিলের সাহায্যে চারপাশে হাফ ইঞ্চি করে মার্জিন টেনে নিয়ে ক্লিপ বোর্ডে পেপারটাকে আটকিয়ে নিই।

ধাপ-২

PXL_20221225_173505682.jpg

তারপর 4B পেন্সিলের সাহায্যে পেইজের বাম পাশে মাঝখান বরাবর মিডিয়াম সাইজের একটি বাড়ি হাত দিয়ে অংকন করি। তারপর বাড়িটিতে হালকা করে পেন্সিলের শেপ দিয়ে নিই।

ধাপ-৩

PXL_20221225_174836625.jpg

এই ধাপে বাড়িটির বাম পাশে পাতাবিহীন একটি মরা গাছ 6B পেন্সিলের সাহায্যে অঙ্কন করি। তারপর পেজের মাঝখান বরাবর আর একটি বর্ডার লাইন টেনে নিই ।

ধাপ-৪

PXL_20221225_175430676.jpg

এইভাবে আমি বাম পাশের অর্ধেকের কিছু কম জায়গা নিয়ে বাড়ির অংশটিকে কেন্দ্র করে মাটির পাড় হাত দিয়ে টেনে নিই।

ধাপ-৫

PXL_20221225_181545569.jpg

এই ধাপে আমি বাড়ির ডান পাশে দুটো নারিকেলের গাছ অঙ্কন করি। তারপর ভূমির অংশটুকুতে পেন্সিলের হালকা শেপ দিয়ে নিই।

ধাপ-৬

PXL_20221225_182346636.jpg

এই ধাপে উপরের অংশটুকুতে আমি একটি সূর্য অংকন করি পেপারের ডান পাশে। উপরের পুরো অংশটুকুতে পেন্সিল দিয়ে হালকা করে পেন্সিলের শেপ দিয়ে নিই।

ধাপ-৭

PXL_20221225_204739900.jpg

তারপর আমি ডান পাশের নিচের ফাঁকা অংশটুকুতে মানে নদীর অংশটুকুতে একটি নৌকা অঙ্কন করি। নৌকার উপরে একজন ছেলে একজন মেয়ে বসে আছে। তারপর নদীর পুরো অংশটুকুতে হালকা করে পেন্সিলের শেপ দিয়ে নিই। সবশেষে পেপারের ঠিক ডান পাশের নিচের কোণে আমার স্বাক্ষর দিয়ে দিই।

ধাপ-৮

PXL_20221225_221128611.NIGHT.jpg

প্রায় দেড় ঘণ্টা ধরে দৃশ্যটি অংকন করার পর চিত্রটির সাথে একটি সেলফি তুলে আর্টের পর্ব এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।


ফোনের মডেলফটোগ্রাফারলোকেশন
Oppo F17মোহাম্মদ তাশিকদিনাজপুর

🌹ধন্যবাদ সবাইকে🌹


😇চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন😇


FacebookInstagramTwitter

আমার সংক্ষিপ্ত পরিচয়

IMG-2224.JPG

IMG_5972 (1).JPG

আমার নাম মোহাম্মদ তাশিক। সবাই আমাকে তাশিক নামেই চেনে😇 আমি একজন মুসলিম এবং আমি বাংলাদেশের নাগরিক। বর্তমানে আমি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। ট্রাভেল এবং ফটোগ্রাফি আমার নেশা। নতুন নতুন জিনিস শেখার প্রতি আমার প্রচুর আগ্রহ রয়েছে। আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি। আমি অনেক মিশুক। একজন বাঙালি হিসেবে আমি গর্বিত।

Sort:  
 2 years ago 
আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি গ্রামের দৃশ্য অংকন করেছেন । আমিও পেন্সিল দিয়ে চিত্র অংকন করতে ভালবাসি। আপনি খুব নিখুঁতভাবে বিভিন্ন ধাপে চিত্র অংকন করেছেন। চিত্রে ঘর, গাছ, সূর্য, নৌকা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তবে চিত্রটি রং করলে আরো সুন্দর লাগত। ধন্যবাদ ভাইয়া।

আমি রঙের ব্যবহার সেরকম জানি না তাই চিত্রতে রং ব্যবহার করিনা। ইনশাআল্লাহ পরবর্তীতে রং এর ব্যবহার করার চেষ্টা করব। এত সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আতিক ভাই। 🥀

 2 years ago 

ভাই আপনার এই আর্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি চেস্টা করবো আপনার এই আর্টটির ডিজিটাল ভার্শন করার জন্য। সত্যি অনেক দারুণ ছবি আঁকেন আপনি। পেনসিল দিয়েও যে এতো সুন্দর আর্ট করা যায় তা আগে জানতাম না। এক কথায় অসাধারন হয়েছে আর্টটি। অনেক ভালো লেগেছে আমার কাছে।

আসলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি খুব ভালোভাবে আর্টটি করার জন্য। আর্টটি যে আপনার এতো ভালো লাগবে সেটা আমি বুঝতে পারিনি। আপনাদের এমন অনুপ্রেরণামূলক মন্তব্য আমাকে আরও সুন্দর সুন্দর আর্ট করতে অনুপ্রেরণা যোগাবে। এত সুন্দর করে গঠনমূলক মন্তব্য করার জন্য রাজু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।🥀

 2 years ago 

আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর করে একটি গ্রামে দৃশ্য অঙ্কন করেছেন।এভাবে পেন্সিল দিয়ে গ্রামের দৃশ্যের অংকন দেখতে বেশ ভালো লাগে।অসংখ্য ধন্যবাদ ভাই আপনার চিত্রটি সুন্দর হয়েছে এভাবে এগিয়ে যান সামনের দিকে।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

নিয়মিত আর্ট করলে হয়তো আরো অনেক ভালোভাবে আর্ট করতে পারবো। যাই হোক আর্টটি আপনাদের ভালো লেগেছে এটা শুনে অনেক ভালো লাগছে। দোয়া করবেন আমার জন্য।

 2 years ago 

পেন্সিল দিয়ে গ্রামের অপরূপ সৌন্দর্যময় দৃশ্য চিত্র অঙ্কন করেছেন। সত্যি গ্রামের দৃশ্য গুলো দেখতে খুবই ভালো লাগে। এই চিত্রটি আমার অনেক ভালো লেগেছে।

দৃশ্যটি আপনার ভালো লেগেছে কথাটি শুনে খুবই ভালো লাগলো। দোয়া করবেন যাতে আরো সুন্দর সুন্দর দৃশ্য অংকন করে আপনাদের সাথে শেয়ার করতে পারি।

 2 years ago 

ভাইয়া সত্যি এত সুন্দর একটি পেন্সিল আর্ট করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি মনে হয় এখনো এত সুন্দর আর্ট করতে পারিনি। এত সুন্দর ভাবে পেন্সিলের সাহায্যে গ্রামের দৃশ্য ফুটিয়ে তুলেছেন যা দেখতে অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার সর্বোচ্চ চেষ্টা করেছি সুন্দরভাবে চিত্রটি অংকন করার জন্য। নিয়মিত হার্ট করলে হয়তো আরো অনেক ভালো করে ফুটিয়ে তুলতে পারতাম দৃশ্যটি। দোয়া করবেন আমার জন্য যাতে পরবর্তীতে আরো অনেক সুন্দর সুন্দর আর্ট আপনাদের মাঝে নিয়ে আসতে পারি।

 2 years ago 

খুব সুন্দর আর্ট করেছেন আপনি। পেন্সিল দিয়ে এভাবে স্কেচ করতে আমার খুব ভালো লাগে। ভালো লেগেছে আপনার এই আর্ট টি। আর্ট করতে করতে আরো সুন্দর আর্ট করতে পারবেন আশা করি। আপনার জন্য শুভকামনা রইল।

পরবর্তীতে আরো সুন্দর করে আর্ট করবো ইনশাআল্লাহ। আপনাদের এমন অনুপ্রেরণামূলক মন্তব্য আমাকে আরও সুন্দর সুন্দর আর্ট করার জন্য অনুপ্রেরণা জোগাবে। ইসরাত আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।🥀

 2 years ago 

চমৎকার এঁকেছেন ভাই ৷ আসলে পেন্সিল আর্ট গুলো আমার দেখতে প্রচুর ভালো লাগে ৷ আপনি অনেক সুন্দর ভাবে পেন্সিল দিয়ে একটি গ্রামের দৃশ্য অঙ্কন করেছেন ৷ অনের সুন্দর হয়েছে আর্ট টি ৷ ভালো লাগলো ৷ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

এত সুন্দর করে গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে নিরব ভাই।🥀

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67130.22
ETH 3466.74
USDT 1.00
SBD 2.73