My Pencil art (07-11-23)

in Steem For Bangladesh8 months ago

"বিসমিল্লাহির রাহমানির রাহিম "

আসসালামু আলাইকুম

আমার স্টিমিটের বন্ধুরা আপনারা কেমন আছেন? আমি আজকে আপনাদেরে মাঝে নিয়ে আসলাম একটা পেন্সিল আর্ট। আর এই আর্টের মধ্যে আমি বয়স পেরিয়ে যাওয়ার চিহ্ন ফুটিয়ে তুলেছি আশা করি আপনারা বুঝবেন। এবং আপনাদের কাছে আমার আর্ট টা ভালো লাগবে।বৃদ্ধ বয়স বা জরা মানব জীবনের শেষ ধাপ। বার্ধক্যে পৌঁছোবার বয়স জনে জনে ভিন্ন হতে পারে। মানুষের জীবনের শৈশব, কৈশোর ও যৌবনকাল পার করে বার্ধক্য আসে।

20231105_211335.jpg

প্রথম ধাপ

বৃদ্ধ বয়সে অনেকে নিঃসঙ্গতায় ভোগে। নিঃসঙ্গতা সব সময়ই কষ্টের। কারণ মানুষ একা থাকতে পারে না। মানুষ প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করেছিল এক হয়ে। দল বেঁধে শিকার, পরে কৃষিনির্ভর জীবন মানুষকে দলবদ্ধ হতে বাধ্য করেছে। সমাজ পরিবর্তনের প্রতিটি ধাপেই মানুষ ঐক্যবদ্ধ হয়েছে উন্নততর জীবনের প্রত্যাশায়। মানুষ নিজের প্রয়োজনে গড়ে তুলেছে পরিবার, সমাজ, রাষ্ট্র। সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত সম্পদ জমা হয়েছে ব্যক্তির হাতে।

20231106_195951.jpg

দ্বিতীয় ধাপ

ব্যক্তি হয়ে উঠেছে প্রভু। অশুভ প্রতিযোগিতায় মেতেছে সবকিছুর নিয়ন্ত্রণ নিতে। বিজ্ঞানের অভূতপূর্ণ সাফল্য, চিকিত্সা প্রযুক্তির উন্নতিতে মানুষের গড় আয়ু বেড়ে গেছে অনেক। মানুষ ব্যস্ত হয়ে পড়েছে সম্পদ অর্জনে, ক্ষমতায় অধিষ্ঠিত হতে, নিজের হাতে নিয়ন্ত্রণ নিতে। ফলে তৈরি হচ্ছে মানুষে মানুষে দ্বন্দ্ব-সংঘাত, যুদ্ধ-বিগ্রহ আর অশান্ত পরিবেশ। ফলে কষ্টে পড়ে শিশু, নারী, বৃদ্ধ। জীবিকার জন্য মানুষ সাগর-মহাসাগর পাড়ি দিচ্ছে। কাঁটাতার, গুলি উপেক্ষা করে সীমান্ত অতিক্রম করছে। ক্ষমতার দ্বন্দ্বের কাছে বলি হচ্ছে মানবতা। উপেক্ষা করছে আগামী প্রজন্মের ভবিষ্যত্। ফলে হতাশা, নিঃসঙ্গতা, বিষণ্নতা, দুশ্চিন্তার হাতে মানুষ বন্দি। এই হতাশা, দুশ্চিন্তা মানুষের আয়ু দিন দিন কমিয়ে দিচ্ছে। কিন্তু মানুষ সেই দিকে লক্ষ্য না করে মানুষ ছুটছে সম্পদের পিছনে। যৌবন কাল থেকে সম্পদের পিছনে ছুটতে ছুটতে একসময় বয়স তাদের কে না বলে দেই। প্রাচীন যুগের মানুষের গড় আয়ু একশ এর উপরে ছিল। বর্তমান যুগে মানুষ ষাটের উর্দ্বে যাওয়া তোহ দূরের কথা ত্রিশ এর পর গেলে গড় আয়ু বাড়ানোর জন্য আমাদের চিকিৎসার সহযোগিতা নিতে হচ্ছে।বৃদ্ধ লোকেরা আরো বৃদ্ধ হচ্ছে। অন্য দিকে মানুষের আয়ু বৃদ্ধির ক্ষেত্রে বিপ্লব ঘটছে। গত কয়েক শতক ধরে আমরা যে দীর্ঘজীবনের বিপ্লব দেখছি, এ হচ্ছে তারই সৌভাগ্যজনক ফল। এর কারণ হচ্ছে পরিষ্কার পানি, স্বাস্থ্যব্যবস্থা, বর্জ্য অপসারণ, বিদ্যুৎ, রেফ্রিজারেটর, টিকাদান কর্মসূচি এবং স্বাস্থ্য চর্চার অব্যাহত উন্নয়ন। বহু জনসংখ্যাবিদই বলছেন যে আগামী দশকগুলোতেও মানুষের আয়ু বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে আমরা আয়ু বৃদ্ধি ও স্বাস্থ্যকর জীবন নিয়ে উল্লসিত হলেও বয়োবৃদ্ধ সমাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের ক্ষেত্রে আমাদের হাত গুটিয়ে রেখেছি।

20231106_235633.jpg

তৃতীয় এবং শেষ ধাপ

বৃদ্ধ লোকেরা আরো বৃদ্ধ হচ্ছে। অন্য দিকে মানুষের আয়ু বৃদ্ধির ক্ষেত্রে বিপ্লব ঘটছে। গত কয়েক শতক ধরে আমরা যে দীর্ঘজীবনের বিপ্লব দেখছি, এ হচ্ছে তারই সৌভাগ্যজনক ফল। এর কারণ হচ্ছে পরিষ্কার পানি, স্বাস্থ্যব্যবস্থা, বর্জ্য অপসারণ, বিদ্যুৎ, রেফ্রিজারেটর, টিকাদান কর্মসূচি এবং স্বাস্থ্য চর্চার অব্যাহত উন্নয়ন। বহু জনসংখ্যাবিদই বলছেন যে আগামী দশকগুলোতেও মানুষের আয়ু বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে আমরা আয়ু বৃদ্ধি ও স্বাস্থ্যকর জীবন নিয়ে উল্লসিত হলেও বয়োবৃদ্ধ সমাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের ক্ষেত্রে আমাদের হাত গুটিয়ে রেখেছি।
এইভাবে করে আমাদের জীবনের শেষ সময় টা চলে আসে। আমাদের দিন আর বছর গুলো কিভাবে অতিবাহিত হই আমরা টেরই পাই না। আজকের মত আমি এই পর্যন্ত শেষ করলাম। দোয়া করবেন।

.

My phone details

DeviceLocation
CategoriesPhotography
Camerawide angel
ModelSamsung A54
Photographer@tarminnupur
LocationChittagong , Bangladesh

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyWsw1kHnXVkn7Qp6hme6bwxmeXAsiaziMYqPesnvAxBKoZxpvAxoJGLfGnEUeMr1gEv2DbujLXro4ihMK4nci7VnRSHt.png

ধন্যবাদ সবাইকে আমার পোস্টি পড়ার জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64354.36
ETH 3507.50
USDT 1.00
SBD 2.54