সরকারি তিতুমীর কলেজের সোনার তরী বাসে যাতায়েতকারী সকলে আমরা একটি পরিবারের মতো ।।
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অন্যতম একটি সেরা কলেজ সরকারি তিতুমীর কলেজ। শিক্ষার মান ও সৌন্দর্যে অন্যান্য কলেজগুলো থেকে এগিয়ে আছে। এই কলেজের যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত। ছাত্রছাত্রীদের জন্য নয়টি বাস আছে। যেগুলো ঢাকা শহরে বিভিন্ন প্রান্ত থেকে চলাচল করে।
সরকারি তিতুমীর কলেজের সোনার তরী বাস মিরপুর রোডে চলাচল করে। মিরপুর-১, সনি সিনেমা হল, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও ও বিজয় স্মরণে হয়ে কলেজে যায়। এবং প্রতিটা স্টপেজে অনেক পরিমাণ ছাত্র ছাত্রী দাঁড়ায়।
লোকাল বাস গুলোতে চলাচল করতে গেলে, অনেক বেশি সময় লাগে, কিন্তু কলেজ কাজগুলোতে চলাচল করার একটি সুবিধা হল, এরা খুবই দ্রুততার সাথে কলেজে যায়। কলেজ বাসগুলো প্রতিটি স্টপেজে ১/২ মিনিটের বেশি দাঁড়ায় না। যার ফলে কলেজে যেতে কোন প্রকার ক্লান্তি আসে না।
বাসের মান অত্যন্ত ভালো, বাসের সিটগুলো অনেক বড় বড় এবং প্রিমিয়াম। দূরপাল্লার বাসগুলোর মতনই উন্নত এই সোনার তরী বাসটি। বাসের ড্রাইভার মামা ছাত্রদের সাথে অত্যন্ত আন্তরিক। বাসের সিনিয়র ভাইয়েরা জুনিয়রদের সাথে খুবই ভালো আচরণ করে।সকলে মিলেমিশে অত্যন্ত আনন্দের সাথে আমরা কলেজে যাই।
কলেজের বাসে প্রচুর পরিমাণে ছাত্র-ছাত্রী থাকে। অনেককে দাঁড়িয়ে যেতে হয়। তবে এই দাঁড়িয়ে থাকার ভিতরে যেন আলাদা একটি আনন্দ আছে, মাঝে মাঝে দাড়িয়ে থাকা ভাই গুলো সুন্দর গান শুরু করে। যা সবাইকেই বিনোদন দেয়।
আগের দিন বাসে প্রচুর ভিড় ছিল, অনেক আপুরা দাঁড়িয়ে ছিল, এটা দেখে অনেকে সিট ছেড়ে দিয়ে তাদের বসার সুযোগ করে দেয়।বিষয়টি আমার কাছে খুবই ভালো লাগে। আমরা যারা ছেলে আছি, আমাদের আপুদের জন্য সিট ছেড়ে দিয়ে তাদের বসার ব্যবস্হা করে দেওয়া উচিৎ। কারণ আমরা ছেলেরা যেভাবে দাঁড়িয়ে যেতে পারি মেয়েরা সেটা পারে না।
কলেজের বাসে করে ক্যাম্পাসে আসতে বেশি সময় লাগে না, ৪০ থেকে ৫০ মিনিটের ভিতরে ক্যাম্পাসে চলে আসছি। ক্যাম্পাসে আসার পর যখন ক্যাম্পাসে বাসটার দিকে তাকায় অন্যরকম একটা শান্তি কাজ করে।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
সর্বোপরি সোনার তরী বাস আমরা যারা চলাচল করি, আমরা সকলে একটি পরিবারের মতো। সকলে মিলে মিশে খুব সুন্দর ভাবে চলাচল করি। আর আমাদের এই সোনার তরী বাসের পরিবারের বন্ধন অটুট থাকুক সারা জীবন।