Steem-Bangladesh Contest :The Diary Game by @tanvir612 (Diary-08)

in Steem Bangladesh3 years ago

" আসসালামু আলাইকুম "


  • শুরু করছি মহান আল্লাহ্‌র নামে ,
    আশা করি আল্লাহ্‌র রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি। আজকে আমি @steem-bangladesh কর্তৃক আয়োজিত The Dairy Game কন্টেস্টটিতে অংশ নিতে যাচ্ছি। আমি আজকে একটি ডায়েরি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক।

আজ শনিবার , ২৭ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ, শরৎ-কাল।
সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ।

📖 " আমার ডায়েরি-০৮"📖


⌚ সকাল বেলা:


“যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চাও, তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো”

জর্জ লরমির (আমেরিকান লেখক)"

WhatsApp Image 2021-09-11 at 4.25.13 PM.jpeg

লোকেশন ( কচুরি পানার ফুল)

ঘুম থেকে উঠে দেখলাম ৮ঃ৩০ বাজে। প্রতিদিনের মত দাঁত ব্রাশ গোসল সেড়ে নিলাম।পোষাক পরিধান করে বের হলাম অফিসের উদ্দ্যেশ্যে । যাওয়ার পথে সকালের নাস্তা টা সেড়ে নিলাম হোটেল থেকে। অফিস এ চলে আসলাম ঠিক ৯ টায়। অফিসের এসে ডেস্কে বসে চা খেয়ে নিলাম।অফিসে ২ তো নতুন কম্পিঊটার কেনা হয়েছে সেগুলো সেটাপ করলাম।ও প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করে দিলাম।


⌚দুপুর বেলা:


দুপুর ১ টা বাজতেই অফিস থেকে বের হয়ে পড়লাম । বাসায় এসে দুপুরের লাঞ্চ সেড়ে নিলাম।হঠাৎ কারেন্ট চলে গেলে আর আমি ঘামতে আরাম্ভ করলাম । বাসা থেকে অফিস ফিরলাম। অফিস ফিরার সময় বৃষ্টি হচ্ছিল মাঝ রাস্তায় একটা দোকানে দাড়িয়ে অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার।

WhatsApp Image 2021-09-11 at 5.22.56 PM.jpeg

লোকেশন (বৃষ্টি )

অফিসে এসে একটু রেস্ট নিয়ে কাজে লেগে পরলাম । নতুন একটা ৪ তালা বিল্ডিং এর কস্টিং বের করার কাজ।কাজ টি বেশ সময় সাপেক্ষ কাজ শেষ করতে করতে বিকেল হয়ে এল।


⌚বিকেল বেলা :


আছরের নামাজ শেষ করে একটু প্রজেক্টে গেলাম , কাজের আপডেট জানতে প্রজেক্ট ঘুরে দেখলাম ও কাজের কিছু ছবি সংগ্রহ করলাম । প্রজেক্ট ঘুরে দেখতে সন্ধ্যা হয়ে এল।

WhatsApp Image 2021-09-11 at 4.55.39 PM.jpeg

লোকেশন (প্রজেক্ট থেকে সন্ধে বেলার ছবি )

প্রযেক্ট থেকে বের হবার সময় এই ছবিটি তুললাম।


⌚ রাত:

WhatsApp Image 2021-09-11 at 4.52.22 PM.jpeg

লোকেশন ( ঝাল্মুড়ি খাওয়া)

অফিস শেষ করে বাসা্র পথে রওমা দিলাম। আসার সময় রাস্তার পাশ থেকে ঝালমুড়ি কিনে নিলাম মুড়ি খেতে খেতে বাসায় চলে আসলাম। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম এরপর খানিক ইউটিউব এ গান শুনলাম ও স্টিমিট এর কাজ করলাম ও পোস্ট করলাম।


তো বন্ধুরা এই ছিল আমার আজকের ডায়েরি।। আশা করছি আপনাদের ভাল লেগেছে।আজকে এ পর্যন্তই ভাল থাকবেন সবাই ।

"আল্লাহ হাফেজ"

Sort:  
 3 years ago 

সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন।

 3 years ago 

tnx bro...

অনেক সুন্দর পোস্ট লিখেছেনঃ আকাশের ছবিটা অনেক ভালো লেগেছে। 💙

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Welcome 💙

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 99158.52
ETH 3524.89
USDT 1.00
SBD 3.25