স্বরচিত নতুন একটি কবিতা " এই বৃষ্টিতে তুমি আমি"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আবার নতুন একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। এই কবিতাটি আমি বেশ কিছুদিন আগে লিখছিলাম। সেপ্টেম্বর মাসের দিকে যখন কয়েকদিন ধরে খুব বৃষ্টি হয়েছিলো ঠিক তখনই এই কবিতাটি লেখা। বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে। তবে প্রিয় মানুষটির সাথে একা একা কখনো বৃষ্টিতে ভেজা হয়না। সেদিন যখন বৃষ্টি হয়েছিলো সকল কাজ সেরে তার কাছে গিয়ে বললাম চলো বৃষ্টিতে ভিজে আছি। আজ না অন্য একদিন ভিজবো। কিন্তু সেই দিন আর এলো না।তবে বৃষ্টিতে না ভিজলে ও আমরা দুজনে বারান্দায় দাড়িয়ে টিনটিন বাবু সহ আমরা তিন জনে বৃষ্টি পড়া দেখছিলাম। বারান্দায় দাড়িয়ে প্রিয় মানুষটির হাতে হাত রেখে বৃষ্টি দেখাও কম আনন্দের না। ঠিক তখনই এই কবিতাটি লিখেছিলাম। কিন্তু সময় সুযোগের অভাবে শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম আজ শেয়ার করি। আশা করি, আপনাদের ভালো লাগবে । তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20221015_193510.jpg

এই বৃষ্টিতে তুমি আমি

জানালায় বৃষ্টির ছটা হৃদয়ের কপাট খোলা,
তুমি আমি বসে আছি মুখোমুখি কিছু কথা যায় না বলা।
পাশে বসে হাতখানি ধরো এই বর্ষার ঋতু আগমনে,
নিঃসঙ্গতার রিমঝিম ভেঙ্গে দাও চোখে চোখে প্রেম নিবেদনে।
এভাবেই বসে থাকি আজীবন যতদিন বৃষ্টি না ফুরায়,
ততদিন এই নেশা লেগে থাক যতদিন চোখ না জুড়ায়।
চৌকিতে শীতলপাটি মাটির ঘরে টিনের চালা,
টিপ টিপ বৃষ্টির ফোঁটা খোলা তবু সেই জানালা।
রাত গভীর হলে বাড়ে যেন বৃষ্টির ধারা
শুধু তুমি আমি জেগে রই কথা নয় কাব্য ছাড়া।
সারাদিনের ক্লান্তি ভুলে পাশাপাশি শুই দুজনে,
রিমঝিম বৃষ্টি শব্দে কত কথা পরছে মনে!
কত কথা হয়নি আজও কত স্বপ্নে বিভোর আজ
চোখে চোখে কত কথা হয় শিহরিত মুহূর্ত রাঙ্গা লাজ!
আজ ভালোবাসো গো আমায় মায়া ভেঙে একটু তাকাও,
বর্ষার এই রাতে তুমি আজ আমায় ভেজাও।

Sort:  
 2 years ago 

বৃষ্টিতেই এখনো মনের মাঝে অন্যরকম এখন অনুভূতি সৃষ্টি হয় মনে হয় বৃষ্টিতে ভিজে কিছুটা সময়। কিন্তু অসুস্থ হয়ে যাবো এই কথা ভেবে আর বৃষ্টিতে ভেজা হয়ে ওঠে না। আপনার বৃষ্টিতে ভেজার আগ মুহূর্তের কথাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে যদিও সেদিন বৃষ্টিতে বুঝতে পারেননি তবে প্রিয় মানুষটার হাতে হাত রেখে জানালায় দাঁড়িয়ে বৃষ্টি পড়া উপভোগ করেছেন। প্রিয় মানুষ হাতে হাত রেখে বৃষ্টি দেখার মুহূর্তটা অনেক বেশি রোমাঞ্চকর। রোমাঞ্চকর মুহূর্তে অনেক চমৎকার একটি কবিতা লিখেছেন বৌদি কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে আমার কাছে। পরবর্তীতে এরকম সুন্দর কবিতা আপনার থেকে আশা করব।

 2 years ago 

বৃষ্টির দিন আসলেই কিন্তু প্রিয় মানুষের কথা মনে পড়ে। মন চাই দুজনে একসাথে ভিজি। আপনার এই কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো দিদি।মাটির ঘরের টিনের চালার নিচে থাকলে কিন্তু বৃষ্টিকে অনেক সুন্দর ভাবে অনুভব করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বৃষ্টি আমার কাছেও খুব ভাল লাগে। বৃষ্টি এলেই মন চায় ভিজতে। কিন্তু অসুস্থ হওয়ার ভয়ে এখন আর আগের মত বৃষ্টি ভেজা হয় না একটা সময় ছিল যখন কোন বাধা বিঘ্নতা ছিল না বৃষ্টি এলেই ভিজতে ভিজতে চলে যেতাম। এখনো বৃষ্টি দেখলে ইচ্ছে করে ভালবাসার মানুষের সাথে হাতে হাত ধরে বৃষ্টিতে ভিজি কিন্তু হয়ে উঠে না। দাদা কিন্তু বেশ রোমান্টিক। আপনার সাথে ভিজতে বাইরে না গেলেও ঠিকই বারান্দায় আপনার হাতটি ধরে বৃষ্টি উপভোগ করেছেন। টিনটিনও আপনাদের সাথে বৃষ্টি উপভোগ করেছে জেনে ভাল লাগলো। সেই বৃষ্টিস্নাত দিনে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতায় বৃষ্টির দিনে ভালোবাসার মানুষকে কতটা মনে পড়ে, কতটা ভালোবাসা যায়, কিভাবে বৃষ্টির দিনে তার সাথে সময় কাটানো যায় সেই কথাই উঠে এসেছে। ধন্যবাদ দিদি।

 2 years ago 

আপনার মত আমারও বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে বৌদি। প্রিয় মানুষের সাথে বৃষ্টিতে ভেজার আনন্দটাই অন্যরকম। আমাদের দাদা অবশ্যই সময় করে আপনার সাথে একদিন বৃষ্টিতে ভিজবে এই কামনা করি। তবে বৃষ্টিতে তুমি আমি কবিতাটি খুব সুন্দর করে লিখেছেন বৌদি। কবিতার প্রত্যেকটা লাইন আমার কাছে খুবই ভালো। খুব সুন্দর করে ছন্দ মিলিয়ে লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন বৌদি প্রিয় মানুষের সাথে হাতে হাত রেখে বৃষ্টি দেখার মজাই আলাদা। এ সময়টি আমিও বেশ উপভোগ করি বৌদি। খুব সুন্দর একটা কবিতা লিখেছেন বৌদি বৃষ্টি তুমি আমি। কবিতার নামটি অসাধারণ ছিল। ধন্যবাদ বৌদি এত রোমান্টিক একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালোবাসা রইলো বৌদি।

 2 years ago 

বর্ষা মানেই প্রিয়জনের সাথে বৃষ্টি বিলাস করা।আপনার ইচ্ছে টা খুব শীঘ্রই পূর্ণ হবে।আর প্রিয়জনের হাত ধরে বাইরের অঝোর ধারার বৃষ্টির দিকে তাকিয়ে থাকা এটাও কিন্তু অনেক স্পেশাল মুহুর্ত। আর কবিতার কথা না ই বা বলি।বরাবরের মতই অসাধারণ হয়েছে।

 2 years ago 

আসলেই প্রিয় মানুষটার হাত ধরে বৃষ্টি দেখা সেটাও বা কম কিসে।মাঝে মাঝে বৃষ্টির ফোটা পরতে দেখা এবং শব্দ শুনতে ও ভালো লাগে।যাই হোক কবিতটা বেশ সুন্দর হয়েছে। প্রতিটি লাইন বেশ রোমাঞ্চকর। ধন্যবাদ

 2 years ago (edited)

বৌদি আপনার প্রিয় মানুষটা যত ব্যস্ত থাকে তার কি বৃষ্টিতে ভেজার সময় আছে। আশা করি প্রিয় মানুষের সঙ্গে বৃষ্টিতে ভেজার ইচ্ছা খুব দ্রুতই আপনার পূর্ণ হোক।সেই অনুভূতি ও খুব দ্রুতই আমাদের সঙ্গে শেয়ার করেন। বৃষ্টি দেখতে দেখতে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন । আপনার কবিতা তো বরাবরই খুব চমৎকার হয়।

 2 years ago 

আপু ওর শত ব্যাস্ততার মাঝেও আমার জন্য তার সময় আছে। ওর কাছে আমিই সব থেকে আগে। ও আমার সব ইচ্ছা পূরণ করে হয় আজ নয়তো কাল। ওর এই ব্যস্ততা আমার ভালো লাগে আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি পড়ার জন্য।

 2 years ago 

দাদা আপনার অনেক কেয়ার নেয় তা বোঝাই যায়। আপনি আসলেই ভাগ্যবতী বৌদি। দাদার মত একজন মানুষ পেয়েছেন। দুইজন সারাজীবন এভাবেই ভালোবাসায় আবদ্ধ থাকেন সেই দোয়াই করি।

 2 years ago 

দিদি আপনার কবিতাটা রোমান্টিকতাই ভরপুর। কয়েকবার পড়ার পরেও মনে হচ্ছে যেন আরেকবার পড়ি। আমার কাছে অনেক ভালো লেগেছে কবিতাটি।

 2 years ago 

বৃষ্টিময় দিন আমারও খুব ভালো লাগে। বিশেষ করে বৃষ্টির সময় প্রিয় মানুষ যদি কাছে থাকে তাহলে তো আর আনন্দের শেষ থাকে না।। বৃষ্টিতে ভিজে গোসল করতে সবথেকে বেশি ভালো লাগে ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে বৃষ্টি হলে অনেক সময় ধরে গোসল করতাম অথবা ফুটবল খেলতাম মাঠে।।

বৃষ্টি কে কেন্দ্র করে ভালোবাসা জড়িয়ে খুবই সুন্দর একটি আবেগের কবিতা রচনা করেছেন কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে আমার কাছে।।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63475.77
ETH 3117.23
USDT 1.00
SBD 3.94