"সন্ধ্যার খাবার মুচমুচে ভেন্ডির ঝুরী ভাজি"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। বেশ কিছুদিন হলো ব্যাস্ততার কারনে সন্ধ্যায় তেমন কোনো খাবার তৈরি করতে পারি না। মাঝে মধ্যে চিন্তা করি যে কিছু একটা তৈরি করবো কিন্তু তা আর হয়ে ওঠে না।গতকাল রাতে বলছিলো আলুর চপ ও বেগুনী তৈরি করতে। তখন ভাবলাম এগুলোর সাথে আর একটি খাবার তৈরি করি। আর তখনই মাথায় আসলো ভেন্ডি দিয়ে পকোড়া করি। কিন্তু পরক্ষনেই ভাবলাম ভেন্ডি দিয়ে ঝুড়ি ভাজা করি। আসলে এটা আমি আগে কোনদিন করিনি। এই প্রথম বার করছি। কিন্তু ভাজার খেয়ে দেখি সত্যি অনেক টেস্টি হয়। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।এবং এটি তৈরি করা অনেক সহজ।তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20221018_212725.jpg

উপকরণ:
১. ভেন্ডি--২০০ গ্রাম
২. বেসন - হাপ্ কাপ
৩. চালের গুঁড়া -১ কাপ
৪. লবণ - হাপ্ চামচ
৫. হলুদ - হাপ্ চামচ
৬. জিরা গুঁড়া - হাপ্ চামচ
৭. শুকনো মরিচ গুঁড়া - ১ চামচ
৮. সয়াবিন তেল -১ কাপ

IMG_20221018_182729.jpg
ভেন্ডি

IMG_20221018_205107.jpg
বেসন ও চালের গুঁড়া
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে ভেন্ডি গুলো ভালো করে জল দিয়ে পরিস্কার করে ধুয়ে নিবো। এরপর ভেন্ডি গুলো কে ছুরি দিয়ে চার ভাগে ভাগ করে নিতে হবে। আর ভেন্ডির ভিতরের থাকা সাদা অংশ কেটে ফেলে দিতে হবে।

IMG_20221018_204652.jpg

২. এবার একে একে পরিমান মতো বেসন ও চালের গুঁড়া দিয়ে কেটে রাখা ভেন্ডির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে।মেশানোর পর পরিমান মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া ও শুকনো মরিচ গুঁড়া দিয়ে ও সামান্য জল দিয়ে আবারো ভালো করে মেখে নিতে হবে।

IMG_20221018_210117.jpg

IMG_20221018_210216.jpg

IMG_20221018_210243.jpg

IMG_20221018_210956.jpg
৩. এরপর চুলার উপর একটা কড়াই বসিয়ে দিতে হবে । কড়াইতে পরিমান মতো তেল দিয়ে দিতে হবে।তেল গরম হয়ে গেলে মেখে রাখা ভেন্ডি গুলো অল্প অল্প করে তেলের ভিতর দিয়ে দিতে হবে।এবার চুলার আঁচ কমিয়ে নিয়ে ৫ মিনিট ধরে ভেজে নিতে হবে। ভেন্ডির ঝুড়ি গুলো হালকা বাদামি রঙের করে ভেজে নিতে হবে।ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20221018_210941.jpg

IMG_20221018_211033.jpg

IMG_20221018_211101.jpg

IMG_20221018_211338.jpg

IMG_20221018_211330.jpg

IMG_20221018_212719.jpg

এবার তৈরি হয়ে গেল মুচমুচে ভেন্ডির ঝুরী ভাজি। সন্ধ্যায় চা এর সাথে গরম গরম পরিবেশন করতে হবে।

Sort:  
 2 years ago 

ভেন্ডির ঝুরী ভাজা তো কখনও খাওয়া হয়নি।তবে দেখে মনে হচ্ছে বেশ মজার হবে।বৌদি বেসন তো দেখি ভেন্ডির সাথে গায়ে লেগে থাকে না।খেতে মনে হয় মুচমুচে তাই না?।একবার বানিয়ে খেয়ে দেখতে হবে।ধন্যবাদ

 2 years ago 

বৌদিমণি, অনেক দিন পর আপনার রেসিপি পোস্ট দেখলাম। আমার তো খুবই ভালো লেগেছে রেসিপিটি। ভেন্ডি সবসময় ভাজা করেই খাওয়া হয় কিন্তু এভাবে ঝুরিভাজা খাওয়া হয়নি।একদিন ট্রাই করব।

 2 years ago 

প্রিয় বৌদি, মাঝে মাঝে আপনার পোস্টে ভিন্ন ধরনের রেসিপি গুলো দেখতে পেয়ে ভীষণ রকম ভালো লাগে। আপনার রেসিপি মানে নতুনত্বে ভরপুর। নিত্য নতুন রেসিপি দেখলে, ভীষণ খাওয়ার লোভ লেগে যায়। তাই আপনার তৈরি ভেন্ডির ঝুড়ি ভাজি দেখে খুবই খাওয়ার ইচ্ছে করছে। তাই ভাবছি আজ বিকেলেই, আপনার রেসিপিটি অনুসরণ করে তৈরি করে খাব। মুচমুচে ভেন্ডির ঝুরি ভাজি চায়ের সাথে খাওয়া যায় তা আজ প্রথম জানলাম। এত মুখরোচক একটি খাবারের প্রতিটি ধাপ সুন্দরভাবে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

ভেন্ডি দিয়ে এভাবে ঝুড়ি ভাজি কখনো খাই নি। আপনি যে মাঝেমধ্যে এরকম নতুন নতুন রেসিপি ট্রাই করেন এটা খুব ভালো একটা দিক দিদিভাই। বেশ সহজ মনে হলো রেসিপিটা। তবে ওইটুকু ভেন্ডির মাঝে চারবার করে কাটা এই জিনিসটা আমার কাছে বেশ কঠিন মনে হয়েছে 😊,, এমনিতেই ভেন্ডি একটু পিচ্ছিল হয়। চমৎকার ছিল আয়োজনটা। একদিন বাড়িতে ট্রাই করা যেতেই পারে 😊।

 2 years ago 

ভেন্ডির খুব ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন বৌদি। ভেন্ডি সব সময় ভাজি কিংবা ভর্তা করে খাওয়া হয়। এভাবে ঝুরিভাজা কখনো খাওয়া হয়নি। দেখেই বুঝা যাচ্ছে অনেক সুস্বাদু হবে। তবে এটি যে চায়ের সাথে খাওয়া যায় এটা জেনে অবাক হলাম। একদিন ট্রাই করে দেখবো রেসিপিটি। অসংখ্য ধন্যবাদ বৌদি।

 2 years ago 

সেদিন দাদা মিটিং এ বলছিলো এই স্ন্যাকসটার কথা।তখন আমি জিজ্ঞেস ও করেছিলাম খেতে কেমন জানি লাগছেনা? তা।কিন্তু রেসিপি দেখে বুঝলাম ভালোই মজা।

 2 years ago 

বৌদি আমার ইউনিক এর এক রানী করেন নতুন রেসিপি
তাইতো আপনার রেসিপিতে ভিন্ন স্বাদ দেখেছি
ছন্দে ছন্দে গুছিয়ে লেখে কত সুর কবিতা
তাইতো বৌদির মাঝে ভেসে উঠে দাদার ছবিটা
বৌদি আমার লক্ষ্মী আপু ভালোবাসায় ছবিটা
অধীর আগ্রহে বসে থাকি দেখব কখন ইউনিক রেসিপি টা।

বৌদি মুচমুচে ভেন্ডি ভাজির পকোড়া রেসিপি উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

 2 years ago 

প্রিয় বৌদি নমস্কার
আপনি সত্যি একটি নতুন ইউনিক রেসিপি শেয়ার করেছেন ৷
আসলে সত্যি বলতে ভেন্ডি খেতে ভালো লাগে কারন ভেন্ডি অনেক পিচ্ছিল যা আমার কাছে অনেক ভালো লাগে ৷
যা হোক আপনি তো কেটে ধুয়ে তেলের উপরে কি মচমচে ভাজি করেছেন ৷ দেখে ভালো লাগলো ৷সত্যি মনে হয় অনেক টেস্ট হয়েছে ৷
ধন্যবাদ বৌদি

 2 years ago 

ভেন্ডির ঝুরি ভাজি রেসিপি দারুন হয়েছে বৌদি, ভেন্ডি দিয়ে কখনো এ ধরনের রেসিপি খাওয়া হয়নি। ভেন্ডির ঝুড়ি ভাজি দেখে বোঝাই যাচ্ছে খেতে খুবই মুচমুচে ও টেস্টি হয়েছে। অসংখ্য ধন্যবাদ বৌদি, সন্ধ্যার জলখাবার হিসেবে দারুন একটি স্নাক্স রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভেন্ডি দিয়ে এত সুন্দর ঝুরি ভাজি করা যায় সত্যিকথা বলতে মাথায় ই আসেনি কখনো। আমি এই প্রথম দেখলাম আর আমার খুব ইন্টারেস্টিং ও লেগেছে। কুরকুরে মুচমুচে ভেন্ডির ঝুরি ভাজা। 🤤

বাসায় করতে বলবো দেখি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64116.01
ETH 2758.41
USDT 1.00
SBD 2.65