স্বরচিত নতুন একটি কবিতা " দোল বসন্ত"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা।আজ আর একটি নতুন কবিতা নিয়ে এসেছি। আজ একটি ভিন্নধর্মী কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। রাত পোহালে দোল। তাই ভাবলাম আজ দোল নিয়ে একটি কবিতা লিখি। তাহলে চলুন শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20220219_165731.jpg

" দোল বসন্ত "

ফাগুন গানে হাওয়ায় দোলে
পলাশ - শিমুল - কৃষ্ণচূড়া,
রঙে রঙে আজ বসন্ত
রাঙিয়ে দিয়ে যায় ধরা।
এই বসন্তে আবির ছোঁয়ায়
লেগেছে বনে বনে দোল,
প্রেমের জোয়ারে উথাল পাথাল
বন্ধ দুয়ার খোলো খোলো।
দূর দিগন্তে রঙ ছড়ালো
ঢেকে গেলো নীল আকাশ,
কোকিলের মনে বসন্তের টানে
ডাকলো কুহু কুহু ডাক।
আবির গালে মিষ্টি হাসি
মাতাল বাতাসে আজ ফাল্গুন,
চকিত হৃদয়ে প্রেমিকের মনে
লেগেছে বসন্তের প্রেম আগুন,
মন উত্তাল হলো দোলের খেলায়
শাড়ির আচল রংবেরঙের ধোঁয়ায়।
কৃষ্ণ রাধা যমুনার জলে
রং এর স্বাদে প্রাণ ভরায়।
রঙে রঙে রঙিন হয়েছে,
আজকের দিবসের বসন্ত ধরায় -
প্রেম রসে জাল বুনে
রং এর গন্ধে সব ভোলায়।
এলো বসন্তে দোলের খেলা
আবির ছুঁয়েছে মনে প্রানে -
এ জীবনের সব রঙিন
একটু ছোঁয়ায় মন জানে।

Sort:  
 2 years ago 

এলো বসন্তে দোলের খেলা
আবির ছুঁয়েছে মনে প্রানে -
এ জীবনের সব রঙিন
একটু ছোঁয়ায় মন জানে।

খুব দারুণ লেগেছে বৌদি কবিতাটি দোল নিয়ে নিজের অনুভূতি বেশ চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন। আপনার কবিতাগুলো সব সময়ই ভালো হয়।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। আপনাদের ভালো লাগলে আমার কবিতা লেখা সার্থক ভাইয়া।

 2 years ago 

বৌদি আপনার কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো।অনেক সুন্দর করে আপনি কবিতাটি লিখেছেন ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago (edited)

যদিও বসন্ত শেষের দিকে তবে ভালই লাগলো শেষের দিকে এসে আপনার কবিতাটি মনে হচ্ছে যেন আবারো নতুন করে বসন্তকে আগমন জানাচ্ছে ভালো লিখেছেন কবিতাটি শুভেচ্ছা রইল ।

 2 years ago 

এই কবিতাটি লেখা আজকের বসন্ত উৎসব নিয়ে ভাইয়া।

 2 years ago 

হায়রে! বসন্ত! বসন্ত যে কত কিছু, তা তোমার কবিতাতেই পুরোটা ভরাট। খুব সুন্দর করে গুছিয়ে কবিতায় বসন্ত এনেছো। অনেক ভালো লাগলো বৌদি ,,😘😘

 2 years ago 

তোমার কবিতা গুলো ও অনেক সুন্দর হয়। আমি তোমার প্রতিটা কবিতা পড়ি। তোমার কবিতা পড়তে আমার ও খুব ভালো লাগে 💖💓💓

 2 years ago 

আহা কবিতা।কবিতা পড়তেই ভালো লাগে।বৌদি আপনার কবিতার শব্দ চয়ন আমার কাছে খুবই ভালো লাগে। বসন্তের চূড়ান্ত রুপ আপনার কবিতায় প্রকাশ পেয়েছে। কোকিলের ডাক,নীল আকাশ, পলাশ, শিমুল ফুলের সমারোহ ঘটেছে আপনার কবিতায়। যাষ্ট ওয়াও।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রথমেই আপু আপনাকে দোলের শুভেচ্ছা রইল। আপনার কবিতাগুলো খুব সহজ সাবলীল হয়।পড়তে খুব ভালো লাগে,তেমনি আজকের কবিতাটাও খুব সুন্দর।

কোকিলের মনে বসন্তের টানে
ডাকলো কুহু কুহু ডাক।
আবির গালে মিষ্টি হাসি
মাতাল বাতাসে আজ ফাল্গুন,
চকিত হৃদয়ে প্রেমিকের মনে
লেগেছে বসন্তের প্রেম আগুন,
মন উত্তাল হলো দোলের খেলায়
শাড়ির আচল রংবেরঙের ধোঁয়ায়

ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 2 years ago 

এ জীবনের সব রঙিন
একটু ছোঁয়ায় মন জানে।

বসন্ত,দোল,রং সব যেনো এক পাতায় নিয়ে এলেন।সবটাই যেনো একে অপরের সাথে জড়িয়ে আছে।কি দারুণ লিখেছেন বৌদি।

 2 years ago 

ধন্যবাদ আপু সময় নিয়ে আমার কবিতাটি পড়ার জন্য।

 2 years ago 

আপনার কবিতা মানেই অসাধারণ কিছু। যেমন ভাব এর গভীরতা ঠিক ততটাই শব্দের ছন্দময় দোলা। খুব সুন্দর ছিল বৌদি আপনার কবিতার প্রতিটি লাইন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। সময় নিয়ে আমার কবিতাটি পড়ার জন্য।

 2 years ago 

প্রকৃতিতে বসন্তের ছোঁয়া, আর মনে আবিরের রং দারুণ বহিঃপ্রকাশ কবিতায়। রঙিন সময় রাঙাতে প্রেমের আবাহন সত্যিই অসাধারণ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 57983.59
ETH 3132.93
USDT 1.00
SBD 2.44