স্বরচিত নতুন একটি কবিতা "চলে যাবো একদিন "

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আজ আবার নতুন একটি কবিতা নিয়ে আসছি। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশ যেনো মুখ ভার করে আছে। কোথাও সোনালী রোদের আভা দেখা যাচ্ছে না। ঠিক কিছু সময় পর থেকে বৃষ্টি শুরু হলো। আর সেই যে বৃষ্টি শুরু হয়েছে অবিরাম ভাবে পরেই যাচ্ছে।বাইরে বৃষ্টি দেখে খুব ভিজতে ইচ্ছা করছিলো। ভাবছিলাম ওকে ডাকবো কিন্তু পরে ভাবলাম ওর ঠান্ডা লাগতে পারে। তাই আর নিজে ও ভিজতে গেলাম না। নিজের ইচ্ছাটা কে মনের ভিতর রেখে দিলাম। এরপর ডায়রী টা খুলে বসলাম কিছু লেখার জন্য কিন্তু কি লিখবো বুঝতে পারছিলাম না। ভাবলাম একটা কবিতা লেখা যায়। একটা অবাক করা কান্ড আমি যখনই ভাবী কবিতা লিখবো ঠিক তখনই স্বাগতা আমাকে মেসেজ করে। বুঝতে পারি না এটা কি ভাবে হয়। যাই হোক আজ একটা অন্য রকম কবিতা লিখছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG-20220717-WA0031.jpg

চলে যাবো একদিন

আমি চলে যাবো, চলার ছন্দে একদিন,
জমা থাকবে শুধু আমাদের ভালোবাসার স্মৃতি।
সেই না বলা কথা আর কবিতার কথাগুলি।
শহর জুড়ে লোডশেডিং, পথে সবাই নামবে...
বহুদূর থেকে ভেসে আসবে শুধু তোমার ডাক, কান্নার ধ্বনি।
আমি চলে যাব একদিন বহুদূরে,
কালো ধোয়ার কুণ্ডলীতে বেজে উঠবে সেই প্রতিধ্বনি
আমাকে গ্রহণ করার সেই মন্ত্র... যদিদং হৃদয়ং!
চলে যাওয়ার পথে ফুল ঝরবে, প্রিয় মাধবীলতা,
মাথা নুইয়ে চোখের জলে ভাসবে, পোষা টিয়া।
কাঁদবে কাঠবিড়ালি হঠাৎ থমকে যাবে সবকিছু,
তবুও যেতেই হবে,এই শহর ছেড়ে, তোমাকে ছেড়ে,
স্বজন ছেড়ে কোন এক নগরে আমি চলে যাব এক্কেবারে
সাজানো ঘর, এত স্বাদের সংসার,বাগান চিলেকোঠা।
সারাজীবনের মতো সবকিছু ছেড়ে,তোমায় ছেড়ে।
নিয়তির অমোঘ সত্যকে মাথায় নিয়ে।
রেখে যাব ঘরের কোণে আমার পায়ের জলছাপ,
বৃষ্টির জলে ভেজা খিল খিল সেই হাসি,
আকাশ জুড়ে নীল রঙের আলপনা,
উজার করা ভালোবাসার কিছু না বলা কথা মালা।
আমি চলে যাবো একদিন বহুদূরে।।

Sort:  
 2 years ago 

বৌদি আপনার চলে যাব কবিতাটা পড়ে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে বাস্তবতা তুলে ধরেছেন যা হৃদয় স্পর্শ করে যায় প্রত্যেকটি লাইন অনেক এত সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার কবিতাগুলো মাঝেমাঝে আমার দেখে মনে হয় যে অনেক গভীরভাবে কবিতাগুলো লেখেন। কারণ ভাবার্থ মানে কঠিন হয়ে থাকে। আজকের কবিতাটি বেশ ভাল লেগেছে বৌদি আমার। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে বহুদূরে। প্রকৃতির নিয়মের কাছে হার মেনে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে সারা জীবনের জন্য। বৌদি আপনি কবিতার মাধ্যমে আমাদের শেষ পরিণতি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এ যেন ঠিক রবি ঠাকুরের" যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে "। প্রতিটা শব্দের ধ্বনি কানে মনে তীরের মত বিঁধল। এভাবেই একদিন সবাইকেই চলে যেতে হবে। খুব ভালো লিখেছো বৌদি। ভালো থেকো।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

এই যে দিদিভাই আপনি বললেই আপনাকে চলে যেতে দেব নাকি! আটকে বেঁধে রেখে দেব। হিহিহিহি। লেখাটা বেশ লাগলো সত্যি। গভীর ভাবে ভাবলে অনেক কিছুই মনে চলে আসে। বড্ড মায়া ভরা লেখা ছিল দিদিভাই। কিন্তু এভাবে ভাববেন না কেমন। আপনি ছাড়া সবকিছু মরুভূমির মত হয়ে যাবে। 🙏🙏

 2 years ago 

এটা কবিতার ভাষা। তবে কারও জন্য কিছু থেমে থাকে না ভাই।

 2 years ago 

আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর কবিতা শেয়ার করে থাকেন বৌদি আপনার কবিতাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এভাবে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করে যাবেন বলে আশা রাখি।

 2 years ago 

দিদি, অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতার প্রতিটি লাইনে মানুষের জীবনের চরম বাস্তবতা ফুটে উঠেছে । কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

কবিতাটি পড়ে সত্যি অনেক আনন্দ পেয়েছি অসাধারণ শব্দগুচ্ছ দিয়ে কবিতাটি কবিতাটি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এর জন্য আমরা সত্যি গর্বিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি এমন চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ,অনেক গভীর ও বেদনাভরা কবিতা লিখেছেন বৌদি।সবকিছুর মাঝে চলে যাওয়াটা নিদারুণ জগতের নিয়ম সকলের জন্য।তখন শুধুই স্মৃতিগুলো বেঁচে থাকবে।তবে আমরা কাউকে হারাতে চাই না।ধন্যবাদ বৌদি,ভালো থাকুন।

 2 years ago 

আপনার কবিতা গুলো পড়তে ভালো লাগে। এই কবিতাটিও বেশ সুন্দর।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66028.29
ETH 2694.36
USDT 1.00
SBD 2.89