Diy ( এসো নিজে করি ) " জল রং দিয়ে রাধা কৃষ্ণের অ্যাবস্ট্রাক্ট আর্ট"

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আর একটি নতুন আর্ট শেয়ার করবো। আমি আগে কখনো অ্যাবস্ট্রাক্ট আর্ট করিনি। তবে এই অ্যাবস্ট্রাক্ট আর্ট আমার প্রিয় মানুষ খুব পছন্দ করে। আমি আর্ট করতে বসলেই শুধু বলে অ্যাবস্ট্রাক্ট আর্ট করতে। আমাদের ঘরে ও বেশ কয়েক টি এই ধরনের আর্ট রয়েছে। তাই ওর কথা মতো গতরাতে আমি এই আর্ট টি করেছিলাম। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20220121_021555.jpg

IMG_20220121_021554.jpg
উপকরণ:
১. সাদা কাগজ
২. জল রং
৩. রং তুলি
৪. টেপ
৫. পেনসিল
৬. জল

IMG_20220104_154253.jpg
প্রস্তুত কারক:
১. প্রথমে কাগজের চারপাশে টেপ মারতে হবে।

IMG_20220104_154614.jpg
২. এবার কাগজের পেনসিল দিয়ে রাধা কৃষ্ণের স্কেচ এঁকে দিলাম।

IMG_20220104_170315.jpg

IMG_20220104_170237.jpg
৩. এরপর রাধা কৃষ্ণের মুখে রং করতে হবে।

IMG_20220104_170925.jpg

IMG_20220104_171227.jpg

IMG_20220104_172817.jpg
৪. এরপর আমি নিজের পছন্দ মতো রং করেছি। আসলে এই ধরনের আর্ট এ নির্দিষ্ট রং এর প্রয়োজন হয় না। সব রকম রং মিশিয়ে এই আর্ট টি করেছি।

IMG_20220104_183150.jpg

IMG_20220104_183156.jpg
৫. এরপর কৃষ্ণের মাথার উপরে মুকুট আঁকতে হবে।

IMG_20220104_183441.jpg

IMG_20220104_183912.jpg

IMG_20220104_185126.jpg

IMG_20220104_214814.jpg

IMG_20220104_214825.jpg

IMG_20220104_215103.jpg
৬.এবার মুকুট ও কাপড় ডিজাইন করে দিতে হবে। এবং ছোটো গরুর বাচ্চা এঁকে নিতে হবে।

IMG_20220104_215325.jpg

IMG_20220104_215444.jpg

IMG_20220104_215450.jpg

IMG_20220104_215452.jpg

IMG_20220121_005808.jpg

IMG_20220121_005415.jpg

IMG_20220121_005046.jpg

IMG_20220121_010026.jpg

IMG_20220121_011025.jpg
৭.এবার বিভিন্ন রকমের রং করে ডিজাইন করে দিলাম।এবং রাধা কৃষ্ণের চোখ মুখ এঁকে দিলাম।

IMG_20220121_011034.jpg

IMG_20220121_012720.jpg

IMG_20220121_012403.jpg

IMG_20220121_012301.jpg

IMG_20220121_014020.jpg

IMG_20220121_012835.jpg

IMG_20220121_021255.jpg
৮. এবার টেপ তুলে ফেলতে হবে।

IMG_20220121_021310.jpg

IMG_20220121_021550.jpg
এই আমার আর্ট শেষ। আশা করি আপনাদের ভালো লাগবে।

Sort:  
 3 years ago 

সত্যিই দিদি,খুব সুন্দর আর্ট করেন। আর দাদার পছন্দের আর্ট হলে তো দাদাও অনেক খুশি হবে৷জলরং দিয়ে এভাবে খুব সুন্দর করে আর্ট উপস্থাপন করা যায়। আপনি পূর্বে যে আর্টগুলো করেছেন,সেগুলোও অসাধারণ ছিল।অসংখ্য ধন্যবাদ আপনাকে দিদি,আমাদের সাথে এই সুন্দর আর্টটি শেয়ার করার জন্য।,

 3 years ago 

ওয়াও বৌদি আপনি অনেক সুন্দর করে জল রং দিয়ে রাধা কৃষ্ণের অ্যাবস্ট্রাক্ট আর্ট টি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন, যা ছিল খুবই অসাধারণ একটি চিত্র। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে বৌদি।

 3 years ago 

অ্যাবস্ট্রাক্ট আর্ট আমি খুব একটা ভালো বুঝি না, তবে হ্যা এতোটুকু জানি এখানে বাস্তবতা এবং কল্পনার দারুণ একটা সমন্বয় করা হয়। আপনার আজকের ড্রয়িংটি সত্যি দারুণ হয়েছে, বেশ ড্রয়িং করেছেন বৌদি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া। কল্পনা ও বাস্তবতা মিশিয়ে এই আর্ট টি করা হয়। এই আর্টটির বিস্তারিত আপনাদের দাদা আমাকে বলেছিল। আর সেটি শুনে আমি আর্ট করেছিলাম।

 3 years ago 

শ্রদ্ধেয় বৌদি আশা করি ভাল আছেন? আপনি খুব অসাধারণ আর্টিস্ট করেছেন। আর্টিস্টি খুবই সুন্দর হয়েছে। অনেকগুলো ধাপ আপনি উপস্থাপন করেছেন।এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ।

 3 years ago 

শ্রদ্ধা নিবেন।জলরঙ্গে রাধা কৃষ্ণকে আপনি খুব নিখুঁতভাবে ফুটিয়েছেন।বিশেষ করে,চোখমুখের রঙ এটাকে আকর্ষনীয় করে তুলছে।দেখে মনে হচ্ছে, আপনি একজন পেশাদার আর্টিষ্ট।ধাপে ধাপে উপস্থাপন এটাকে আরো সম্পুর্ন করেছে।আপনাকে ধন্যবাদ শ্রদ্ধেয়,শেখার নতুন সুযোগ করে দিলেন।

 3 years ago 
  • জল রং দিয়ে রাধা কৃষ্ণের অ্যাবস্ট্রাক্ট আর্ট খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে আপনার আর্টটি উপস্থাপন করলেন। আসলে বৌদি আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ। আপনি সকল দিকেই সুপার।খুবই সুন্দর ভাবে আজকে এই আর্ট করেছেন। আপনার কবিতা গুলো খুবই সুন্দর লাগে আর রেসিপি গুলো তো অসাধারণ আজকে আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা।
 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

বৌদি জল রং দিয়ে রাধা কৃষ্ণের অ্যাবস্ট্রাক্ট আর্টটি আমার খুবই ভালো লাগলো। আসলে রং দিয়ে কোনো কিছু ফুটিয়ে তুলা এতো সহজ বিষয় নয়। আপনি খুব সুন্দর ভাবে সৃজনশীলতার সাথে চিত্রটি ফুটিয়ে তুলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি এতো সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

বৌদি অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলো আমি তেমন বুঝি না। তবে এটুকু বুঝি যে পাকা শিল্পী না হলে এগুলো করা যায় না। রং এর ব্যবহার গুলো বেশ ভালো লাগলো। শুভকামনা রইল আপনাদের জন্য

 3 years ago 

অসম্ভব সুন্দর এঁকেছেন বৌদি ছবিটা । কি অসাধারণ লাগছে দেখতে!! আপনার ছবি আঁকাতে প্রচন্ড দক্ষতা রয়েছে বৌদি। এভাবেই সুন্দর সুন্দর চিত্রাঙ্কন করে মাঝে মাঝে আমাদের সাথে শেয়ার করবেন । রাধাকৃষ্ণের ছবিটা সত্যিই অনেক সুন্দর লাগছে ।

 3 years ago 

দিদি তোমার চিন্তা ধারা একদম অন্য লেবেলের গো,,,, যাদের এই চিন্তা শক্তি যত বেশি ভালো তাদের এমন আর্ট করার দক্ষতা অনেক বেশি হয়। খুব খুব সুন্দর করে একেছো গো। এত ভালো রঙের ছোয়া লেগেছে রাধা কৃষ্ণের দিক থেকে চোখ সরাতে পারছি না একদম। 🙏

আমারও আঁকতে ইচ্ছে করে গো দিদি খুব। কিন্তু আমার বাবা সব রং নিয়ে চলে যায় 😥☹️ আমার আর ছবি আঁকা হয় না।

 3 years ago 

আঙ্কেল কে বলো তোমাকে কয়েকটি রং দিতে।এবং সেই রং দিয়ে তুমি ও আর্ট করো।তুমি ও খুব সুন্দর আঁকতে পারো। আমি দেখেছি দিদি। তোমার হাতের কাজ অনেক সুন্দর দিদি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59911.66
ETH 2306.14
USDT 1.00
SBD 2.49