নববর্ষ উপলক্ষে নতুন কবিতা"বৈশাখের নতুন সকাল"

in আমার বাংলা ব্লগ2 months ago

বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। দিনটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে পালিত হয়। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোক উৎসব হিসাবে বিবেচিত।সকাল হলেই নতুন বছরের প্রথম দিন শুরু। পুরাতন কে ছেড়ে নতুন কে বরণ করার দিন। তাইতো নতুন বছরে নতুন কবিতা নিয়ে চলে আসছি।বেশ কিছুদিন শরীর খারাপ থাকায় সেভাবে আপনাদের কিছুই শেয়ার করতে পারি না।তবে এখন আগের তুলনায় একটু ভালো।সকাল থেকেই নতুন বছর শুরু হবে। প্রতিবছর এই নববর্ষ নিয়ে অনেক কিছু পরিকল্পনা করে থাকি। সবার জন্য নববর্ষের নতুন জামা কাপর কেনা। সকালে পান্তা ভাত খাওয়া আর বাড়ির সবার জন্য অনেক প্রকারের ভর্তা তৈরি করা। বিকালে সবাই মিলে ঘুরতে যাওয়া। এবার অসুস্থ্য তার জন্য সেগুলো কিছুই হয়তো করা হবে না। এই যে গতদিন আমার একমাত্র দেবরের জন্মদিন ছিলো আমি তার জন্য কিছুই করতে পারিনি।সবকিছু স্বাগতা করেছে। আমি শুধু কিছুটা সময় সবার সাথে ছিলাম। তারপর থেকেই ঘরে শুয়ে থাকছি। না সবার সাথে থাকতে পারছি , না সবার সাথে আনন্দ করতে পারছি। মাঝে মাঝে খুবই খারাপ লাগে। ঘরে শুয়ে বসে থাকতে থাকতে এখন কিছুই ভালো লাগে না। যাই হোক তাই নতুন বছরে আপনাদের সাথে কবিতা শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20231231_120701.jpg

"বৈশাখের ভোর"
ডাকলো পাখি,জাগলো রাঙ্গা প্রভাত,
দীর্ঘ আঁধারের হলো ইস্তফা।
পুরনোকে দিলাম ছুটি
খুলে গেল আরেকটি নতুন হালখাতা।
নব আলোয় বিতাড়িত হোক ছিল যত নিরাশা আর হতাশা।
মুছে যাক দীর্ঘ দুঃস্বপ্ন প্রাণে জাগুক নতুন আশা।
জগতের অন্ধকার সরে যাক, করুক সবাই আলোর সন্ধান।
এগিয়ে যাক আলোর জয়যাত্রা, আলোর নিশান হোক চির অম্লান।
শীতের পরে প্রকৃতির নিষ্প্রাণ শুকনো পাতার মত,
অঝরে ঝরে পড়ুক পুরনো বছরের পাপ পঙ্কিলতা আছে যত।
ঘুষে যাক জীবনের দুঃখ কষ্ট আছে যত না পাওয়ার বেদনা,
আশার আলো জাগো প্রাণে হিয়ার মাঝে সুপ্ত যত চেতনা।
নতুন করে করবো আবার এই হোক আজকের জীবন বন্ধনা,
জীর্ণ জড়ায় জীবন কাটিয়ে হোক নতুন দিগন্তের সূচনা।
পুরনো সব গ্লানি আর ভুলের অভিশাপ মুছে জীবন হোক সাফ,
তাইতো নতুন দিনের বার্তা নিয়ে আবার এসেছে বৈশাখের ভোর।

Sort:  
 2 months ago 

নববর্ষকে ঘিরে আজকে আপনি আমাদের মাঝে সুন্দর একটি কবিতা রচনা করে শেয়ার করেছেন। আপনার এই নববর্ষের কবিতা আবৃত্তি করা মাত্র বেশ ভাল লাগল আমার। বাংলা নববর্ষে আমাদের সকলের পুরাতন দুঃখ বেদনা দূর হয়ে যাক এবং নতুন করে সবাই যেন আশা নিয়ে পথ চলতে পারি, মহান সৃষ্টিকর্তা যেন সেই সহায়তা প্রদান করে। খুবই ভালো লাগলো আপনার লেখা কবিতাটা।

 2 months ago 

শুভ নববর্ষ বৌদি, নববর্ষ নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। নতুন বছরকে বরণ করার মুহূর্ত সত্যিই অসাধারণ। আর আপনি নতুন বছরের সৌন্দর্যময় সকালের অনুভূতি গুলো কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 months ago 

শুভ নববর্ষ বৌদি। দেখতে দেখতে আরও একটি বছর পার হয়ে গেলো। সকালে ঘুম থেকে উঠেই পান্তা ইলিশ খাওয়ার প্ল্যান করেছি। যাইহোক নববর্ষ উপলক্ষে চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন বৌদি। কবিতার লাইনগুলো এককথায় দুর্দান্ত হয়েছে। নতুন বছরে আমরা পিছনের দুঃখ কষ্ট ভুলে গিয়ে জীবনটাকে নতুনভাবে সাজাবো, সেই কামনা করছি। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি। আপনার পুরো পরিবারের প্রতি অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল বৌদি। ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

 2 months ago 

বছরের প্রথম দিন টা পুরাতন সব স্মৃতিকে ভুলে গিয়ে নতুন ভাবে বছর শুরু করা হয়। দিনগুলোকে পেছনে ফেলে নতুন বছর শুরু করা নিয়ে দারুণ একটি কবিতা লিখেছেন দিদি দারুন লেগেছে। নববর্ষ উপলক্ষে চমৎকার কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 months ago 

প্রথমেই বৌদি আপনাকে নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা। নতুন বছরে হাসি আনন্দে ভরে উঠুক আপনার জীবন। আপনি অসুস্থ জেনে খারাপ লাগছে। তবে কিছুটা সুস্থ্যতা অনুভব করছেন জেনে ভালো লাগলো। যাইহোক, নতুন বছরে নতুন কবিতা পড়ে ভালোই লাগলো বৌদি। ভালো থাকবেন।

 2 months ago 

অনেক দিন পর বৌদি আপনার পোষ্ট দেখলাম, সাতে নববর্ষের সুন্দর একটা কবিতা, বেশ ভালো লেগেছে আমার কাছে। আশা করছি আপনি ভালো এবং সুস্থ্য আছেন।

আজকের এই শুভ দিনে
কত আনন্দ, কত সাজ,
হৃদয়ের আকাশে রঙিন চাঁদ
নানা আয়োজনে সফল প্রভাত,
সংযোগে, সম্পর্কে থাকুক সুস্থ্যতা
ভালোবাসা কৃষ্টিতে আসুক পূর্ণতা।
শুভ নববর্ষ-১৪৩১

 2 months ago 

দাদার থেকে আপনার অসুস্থতার বিষয়টি শুনেছি। অনেক দিন আপনার পোস্ট দেখিনা। গতকালও ভাবছিলাম আপনার পোস্ট পায়না এইটা নিয়ে।। আশাকরি আপনি খুব দ্রুতই সুস্থ‍্য হয়ে যাবেন বৌদি। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। এবারে তো হলো না আশাকরি পরের বার খুব ভালোভাবে উৎযাপন করতে পারবেন বছর টা। আপনার জন্য শুভকামনা বৌদি। পহেলা বৈশাখ নিয়ে কবিতা টা দারুণ লিখেছেন বৌদি। এককথায় চমৎকার। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 2 months ago 

বৌদি আপনার অসুস্থতার কথা শুনেছি দাদার কাছ থেকে। দোয়া রইল সৃষ্টিকর্তার কাছে সৃষ্টিকর্তা যেন আপনাকে দ্রুত সুস্থ করে
তোলেন ।শুভ নববর্ষ বৌদি, নববর্ষকে ঘিরে বেশ দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেকদিন পর আপনার একটি কবিতা উপহার পেলাম পড়ে অনেক ভালো লাগলো। নতুন বছরে পুরাতন দুঃখ বেদনা ভুলে
নতুন আশা নিয়ে যেন সামনের দিকে এগোতে পারি এটাই সৃষ্টিকর্তার কাছে প্রত্যাশা। অনেক ধন্যবাদ বৌদি দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 months ago 

বৌদি ,আপনাকেও জানাই শুভ নববর্ষ এর অনেক অনেক শুভেচ্ছা।বৌদি আপনি সুস্থ হয়ে উঠুন দ্রুত সেই কামনায় করি।আসলেই নতুন বছর অনেক সুন্দরভাবে কাটুক সকলের জীবনে।অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন বৌদি নতুন বছরকে ঘিরে,ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

বৌদি আপনার লেখা বৈশাখের নতুন সকাল শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে পুরনো বছরের সকল প্রকারের ভুল-ত্রুটি, দুঃখ-কষ্টকে ভুলে আমরা নতুন বছরে ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাব এমনটাই আমাদের সকলের প্রত্যাশা হওয়া উচিত। যাহোক চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61577.64
ETH 3448.57
USDT 1.00
SBD 2.53