"পড়ন্ত বিকেলে নীল আকাশের মাঝে কিছুটা সময় নিজের সাথে কাটানোর কিছু গল্প"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে মিষ্টি সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বেশ কিছুদিন ধরে আমি খুব ব্যাস্ততার মধ্যে দিয়ে যাচ্ছ। আমি সঠিক সময়ে সঠিক ভাবে কোনকিছু শেয়ার করতে পারছি না। তারপর ও চেষ্টা করি আপনাদের সাথে থাকতে। প্রায় অনেকদিন বাদে আজ আমার শাশুরির অনুরোধে ছাদে হাঁটতে গিয়েছিলাম। বাইরে বেশ সুন্দর হওয়া ছিলো। ছাদে যাওয়ার সাথে মনে হলো যেনো একটা দারুন ঠান্ডা মিষ্টি হওয়া এসে আমাকে আলিঙ্গন করে গেলো। আমার খোলা জায়গায় ঘাসের বসে নীল আকাশ দেখতে ভালো লাগে। কিন্তু শহরে ঘাস পাবো কোথায় তাই বাধ্য হয়ে ছাদে বসে আকাশ দেখি। আর মাঝে মাঝে মনে হয় আমি যদি পাখি হতাম তাহলে ওই দূর নীল আকাশে উড়ে যেতে পারতাম। আকাশ মানেই বিশ্বভরা প্রাণ, সীমার মাঝে অসীম। শত কাজের মাঝে যখন আকাশের দিকে তাকাই তখন মন কেমন যেন আনমনা হয়ে যায়।

IMG_20220312_173529.jpg

আর নীল আকাশে যখন সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় তখন সেই দৃশ্য দেখতে সত্যি খুবই সুন্দর লাগে। উদারতা নিঃস্বার্থ ও সর্বত্যাগী হওয়ার শিক্ষা আকাশ তার বিশালতা গভীরতা দিয়ে বুঝতে পারি আমরা। আকাশের দিকে তাকালে সব কিছু ভুলে যাই। আমার যখন মন
খুব বেশি খারাপ লাগে তখন আমি ছাদে গিয়ে আকাশ দেখি।নীল আকাশে সাদা মেঘের ভেসে বেড়ানো দেখতে আমার খুব ভালো লাগে। বিকালে আমি, আমার শাশুড়ি ও টিনটিন বাবু গিয়েছিলাম। টিনটিন বাবু ও ছাদে ঘুরতে খুব পছন্দ করে। টিনটিন বাবু খেলছিলো আর আমি বসে আকাশ দেখতে দেখতে আমি একটি কবিতা লিখেছিলাম। আমি গ্রামে থাকতে মাঝে মধ্যে ঘাসের ওপর বসে আকাশ দেখছি। আমার মনে হতো ওই নীল আকাশ যেনো আমার সাথে গল্প করতো। আমি ও মাঝে মাঝে ওই নীল আকাশের মাঝে হারিয়ে যেতাম।তাই আজ আমার মনে যা এসেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। জানিনা আপনাদের কেমন লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার লিখা সার্থক হবে। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20220312_173550.jpg

IMG_20220312_173540.jpg

নীল আকাশের মেঘ

নীল আকাশের মেঘ আমি,
আকাশের নীলে নীলে ভাসি।
রৌদ্র ছায়ায় খেলায় আমি,
মাঝে মাঝে অদ্ভুত হাসি
আমার কষ্টও আছে সুখও আছে,
আছে কত যে বেদনা,
আমার সময় থমকে দাঁড়ায়।
প্রাণীরা ফিরে যায় আসে না।
দেশ থেকে দেশান্তরে যাই উড়ে উড়ে,
আমার অবুঝ মন তাকেই খুঁজে মরে।
বৃষ্টি হয়ে মাঝে মাঝে ঝরে যায়,
মনে সবই ভাসল তার কান্নায়,
আমি নিরবে তারে ভাবি
আমার হৃদয়ে আঁকি তার ছবি।

Sort:  
 2 years ago 

ওয়াও! বৌদি আপনার কবিতাটি খুবই চমৎকার হয়েছে। আমার কাছে আপনার কবিতাটি খুব ভালো লেগেছে এত সুন্দর ভাবে কবিতাটির ছন্দগুলো মিলিয়েছেন যা পড়ে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ বৌদি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি নিরবে তারে ভাবি
আমার হৃদয়ে আঁকি তার ছবি।

বিরহের কবিতার মাঝে ঠিক যতটুকু বিরহের ছোঁয়া থাকা উচিত ঠিক ততোটাই যেনো থাকে।যতোটুকু ভালোবাসা থাকা উচিত ততোটুকুই যেনো থাকে।একেবারে সবটা পারফেক্ট।

 2 years ago 

নীল আকাশের মেঘ আমি,
আকাশের নীলে নীলে ভাসি।
রৌদ্র ছায়ায় খেলায় আমি,
মাঝে মাঝে অদ্ভুত হাসি

নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখতে খুবই ভালো লাগে। বৌদি আপনি দারুন একটি কবিতা লিখেছেন। আসলে আপনার লেখা কবিতা আমার সবসময় ভালো লাগে। আপনি আপনার মনের আবেগ দিয়ে কবিতাগুলো আমাদের মাঝে উপস্থাপন করেন। তেমনি আজকেও আপনি দারুণ একটি কবিতা লিখে সকলের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।♥️♥️

 2 years ago 

এইটা সত্য কথা বৌদি, এই কংক্রিটের শহরে যখন ছাদে গিয়ে খোলা আকাশের তাকানো যায়, তখন একটা অন্যরকম অনুভূতি কাজ করে । যদিও আপনি আপনার কল্পনার জগত থেকে বেশ সুন্দর একটা কবিতা লিখেছেন, মুক্ত পরিবেশে চিন্তা করে । ধন্যবাদ আপনার অনুভূতি শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইল।

 2 years ago 

নীল আকাশের মেঘ আমি,
আকাশের নীলে নীলে ভাসি।
রৌদ্র ছায়ায় খেলায় আমি,
মাঝে মাঝে অদ্ভুত হাসি……

অসাধারন বৌদি,,

কবিতাটির ছন্দমিল চমৎকার ছিল এবং আপনি অনেক সুন্দর ভাবে মনের ভাব প্রকাশ করেছেন। মাঝে মাঝে যখন বিকেলে ছাদে যাই তখন শীতল বাতাসে মন জুড়িয়ে যায়। অনেক সুন্দর ভাবে আপনি মনের অনুভূতি ব্যক্ত করেছেন। শুভকামনা রইল আপনার জন্য বৌদি।

 2 years ago 

পোস্টটি আমার কাছে খুব ভালো লেগেছে, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিজের মনে মনে ভাবে কিছুটা গল্প আকারে আবার কিছুটা কবিতা যা সব মিলিয়ে অনেক সুন্দর একটি কন্টেন্ট তৈরি করেছেন আমার বাংলা ব্লগ বাসের মধ্যে। এমন কনটেন্ট তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পড়ন্ত বিকালে আপনি নিজের সাথে সুন্দর সময় কাটিয়েছেন।বৌদি আপনার কবিতাটি খুব ভালো লেগেছে। এমন একটি কবিতা আামাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার এক কাছের মানুষ বলেছিল তোমার যখন খুব একা একা লাগবে তখন অবাক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকবে দেখবে আকাশের বিশালতা তোমার একাকিত্ব কাটিয়ে দিয়েছে। কথাটা সত্যি বলেছিল সে। আপনি অনেকদিন পর গেলেন কিন্তু আমি নিয়মিত যায় ছাদে আকাশ দেখতে। কবিতা তা সুন্দর ছিল বৌদি। এবং ফটোগ্রাফি গুলো ভালো করেছেন।।

 2 years ago 

বৌদি আপনার কবিতা টি পুরোই জোস হয়েছে। প্রতি লাইনে অনেক সুন্দর সুন্দর অর্থ প্রকাশ।অনেক সুন্দর হয়েছে কবিতাটি।শুভকামনা রইল বৌদি

 2 years ago 

নিজের জন্য কিছুটা সময় রাখতে হয়। পড়ন্ত বিকেল এ ছাদে কাটানো মূহুর্তের অনুভূতি আপনি চমৎকার ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন।
সেই সাথে দারুণ একটি কবিতা আমাদের উপহার দিয়েছেন।
ধন্যবাদ বৌদি।শুভ কামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59647.03
ETH 2622.47
USDT 1.00
SBD 2.44