স্বরচিত নতুন একটি কবিতা " রাত কাটে তোমার প্রতীক্ষায়"

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20221015_193510.jpg

রাত কাটে তোমার প্রতীক্ষায়

দিন শেষ হয়ে রাত্রি নামে,
গাঢ় অমানিশার কালো রাত ।
অবশেষে কালরাত্রিও পোহায়,
আরো একটি দিনের সূচনায় ।

অপেক্ষায় আমার সময় কেটে যায়,
শীতঘুমে আচ্ছন্ন এ হৃদয় ।
দিন আসে দিন যায়, রাত্রি নামে রাত্রি পোহায়,
শুধু তুমি আসো না ।

ভোরের সূর্য্যের সোনালী ঊষায়,
মুঠো মুঠো ছড়ায় সোনা রোদ্দুর এ ধরায় ।
সোনালী কিরণ পরশে আমার,
নতুন আশারা স্বপ্ন দেখায় ।

এরপর বেলা যত যায়,
উষ্ণতা হারাতে থাকে আমার হৃদয় ।
পাখির ডানায় ফিকে আবছায়া রোদ,
মুছে যায় আশা যত, শীত ঘুমে ফেরে আবার হৃদয় ।

একটি একটি করে রাত কাটে নির্ঘুম;
বেদনার কাল যতসব রাত্রিগুলো ।
বিরামহীন অপেক্ষায় শুধু বসে থাকা,
প্রহরের পর প্রহর কেটে যায়, তুমি আসো না ।

এই ভাবে দিন যায় রাত আসে,
প্রতীক্ষার প্রহর গুনি বসে,
তবু আশায় থাকি, আশায় বুক বাঁধি,
নীরব অভিমানে, কারো আশায় চেয়ে থাকি ।
শুধু তোমারই জন্য।

Sort:  
 2 years ago 
এত অপেক্ষা কত প্রতীক্ষা শুধু সত্যিকারে ভালোবাসার মানুষের জন্যই করা সম্ভব।কবিতার প্রতিটা লাইনে প্রতীক্ষায় বসে থাকার ব্যাকুলতা ফুটে উঠেছে।ভালোবাসার মানুষের পথ চেয়ে বসে থাকে।কত প্রতীক্ষার প্রহর গুলো গুনে গুনে শেষ হয়ে যায় তবুও ফিরে আসে না ভালোবাসার মানুষ।আপনি অনেক চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ।
 2 years ago 

রাত কাটে তোমার প্রতীক্ষা কবিতাটি সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে বৌদি। কবিতার প্রত্যেকটা লাইনে প্রিয়জনের জন্য প্রতীক্ষায় বসে থাকার ব্যাকুলতা ফুটিয়ে তুলেছেন। কবিতার প্রত্যেকটা লাইন আমার কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ বৌদি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

শুধুমাত্র গভীর ভালোবাসার মানুষের জন্যই এতটা প্রতীক্ষা ও অপেক্ষা করা যায়।দিন ও রাত কেটে যায় তবুও অপেক্ষার যেন শেষ হয় না।তার আশায় পথ চেয়ে নতুন স্বপ্ন দেখা ,সত্যিই অসাধারণ লিখেছেন বৌদি কবিতাটি।ভীষণ ভালো লাগলো,প্রকৃতির সঙ্গে সঙ্গে ভালোবাসার মানুষের জন্য ব্যাকুল মন দারুণভাবে ফুটে উঠেছে কবিতায়।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভালোবাসার মানুষের জন্য এমন অপেক্ষা করাই স্বাভাবিক।যখন দিন শেষ হয়ে রাত নেমে আসে।পাখিরা নীরবতা পালন করে, প্রকৃতি ঘুমিয়ে যায় তখন প্রিয়জনের কথা বেশি মনে পড়ে।দিদি আপনার কবিতা গুলো সব সময়ই সুন্দর হয়।

 2 years ago 

বৌদি তুমিটা কোথায়🤣? এত অপেক্ষা তার জন্য।কবিতার লাইনগুলো অনেক সুন্দর, প্রতিটি লাইন একেক রকম সুন্দর। কত সহজে আপনি সুন্দর করে কবিতা লিখতে পারেন,সত্যি বৌদি আপনার তুলনা হয় না।তবে নিচের এই লাইন গুলো আমার অনেক ভালো লেগেছে।

ভোরের সূর্য্যের সোনালী ঊষায়,
মুঠো মুঠো ছড়ায় সোনা রোদ্দুর এ ধরায় ।
সোনালী কিরণ পরশে আমার,
নতুন আশারা স্বপ্ন দেখায় ।

ধন্যবাদ

 2 years ago 

ভোরের সূর্য্যের সোনালী ঊষায়,
মুঠো মুঠো ছড়ায় সোনা রোদ্দুর এ ধরায় ।
সোনালী কিরণ পরশে আমার,
নতুন আশারা স্বপ্ন দেখায় ।

আশা করি বৌদি, ভালো আছেন? আজকে আপনার রাত কাটে তোমার প্রতীক্ষায় কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আসলে কবিতার প্রতিটি ছন্দ খুবই দুর্দান্ত ছিলো। হৃদয়ের অনুভূতি গুলো চমৎকার ভাবে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। প্রিয় মানুষের জন্য হৃদয় ব্যাকুল হয়ে উঠে। দিন বা ,রাত্রি তার জন্য অপেক্ষা করতে হয়। এত দুর্দান্ত কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন বৌদি।

 2 years ago 

বৌদি নমস্কার,,
আপনিও ঠিক দাদার মতোই বেশ সুন্দর সুন্দর করে কবিতা লিখেন ৷ আর কবিতার প্রতিটি চরণ কি সুন্দর সাজিয়ে উপস্থাপন করেছেন ৷

এই ভাবে দিন যায় রাত আসে,
প্রতীক্ষার প্রহর গুনি বসে,
তবু আশায় থাকি, আশায় বুক বাঁধি,
নীরব অভিমানে, কারো আশায় চেয়ে থাকি ।
শুধু তোমারই জন্য।

হুম ঠিক দিনের পর রাত আবার রাতের পর নতুন একটি দিন ৷ সময় যেন চলছে তার মতো ৷ আর কেউ একজন প্রতিদিন প্রতি মূহুর্ত অপেক্ষা করে তার প্রিয় মানুষটির জন্য ৷

 2 years ago 

আপু কবিতাটি মনে হচ্ছে যেন আপনি আপনার প্রিয়জনের অভাব খুব অনুভব করছেন। তাহার আশায় প্রতীক্ষায় আপনার রাত্রি কাটে দিন কাটে। কিন্তু সে আর আসেনা। ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছে কারো অপেক্ষায় থাকলে দিনশেষে কখন রাত পেরিয়ে যায় বুঝা যায় না ।কারণ তার অপেক্ষায় আপনি মগ্ন হয়ে আছেন। অপেক্ষার সময় আর কাটতে চায় না ‌। রাত কাটে তোমার প্রতীক্ষায় কবিতাটি পড়ে ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ এইরকম একটি কবিতা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বৌদির কবিতা নিয়ে নতুন করে কিছু বলার নেই কারন কবিতাগুলো সব সময়ই দারুণ হয়ে থাকে। আজকের কবিতাটিও বেশ দারুণ ছিলো,

ভোরের সূর্য্যের সোনালী ঊষায়,
মুঠো মুঠো ছড়ায় সোনা রোদ্দুর এ ধরায় ।
সোনালী কিরণ পরশে আমার,
নতুন আশারা স্বপ্ন দেখায় ।

এই লাইনগুলো সত্যি দারুণ লিখেছেন। মনে হচ্ছে দৃশ্যটি সামনে রেখে লাইনগুলো পড়ছি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63968.11
ETH 2756.38
USDT 1.00
SBD 2.66