এসো নিজে করি" কাগজ দিয়ে জন্মদিনের কার্ড তৈরি"

in আমার বাংলা ব্লগ3 years ago

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। কিছুদিন পর আমার সোনা বাবাটার জন্মদিন। আমার সোনা বাবু এবার তিন বছরে পা দিল। করোনা পরিস্তিতির কারণে আগের বছর ও ভালো করে পালন করতে পারিনি।এবার ও একই অবস্থা। কি আর করব আমরা সকলে পরিস্তিতির স্বীকার। তাই আমাদের পরিচিত দুই এক জনকে নিয়ে শুধু কেক কাটা হবে। তাই ভাবলাম আজ জন্মদিনের কার্ড তৈরি করে নিই। আমরা কার্ড সাধারণত বাইরে থেকে তৈরি করা হয়। তো আমি ভাবলাম আজ বাড়ীতে কাগজ দিয়ে কার্ড তৈরি করি।
তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20210909_122430.jpg

IMG_20210909_122603.jpg
উপকরণ:
১. বিভিন্ন রংয়ের কাগজ
২. কেচি
৩. পেনসিল
৪. গাম

IMG_20210909_122011.jpg
প্রস্তুত কারক:
১. প্রথমে একটা গোলাপী কাগজ নিয়ে সেটাকে লম্বা করে ছোটো ছোটো ভাজ দিতে হবে।

IMG_20210909_091728.jpg
২. ভাজ করা হলে তার মাঝ বরাবর আর এক ভাজ করে নিতে হবে এবং গাম দিয়ে লাগিয়ে নিতে হবে । এবার দেখতে ছোটো পাখার মতো হবে।

IMG_20210909_091828.jpg

IMG_20210909_092019.jpg
৩. ওই একই ভাবে আর একটি কাগজের পাখা তৈরি করতে হবে। তাহলে মোট দুটি পাখা হলো।

IMG_20210909_093756.jpg
৪. এবার আর একটি কাগজ নিয়ে তার মাঝ বরাবর ভাজ করে নিতে হবে। এবং নিচের দিকে দুই পাশে দুটো তৈরি করা পাখা গাম দিয়ে লাগিয়ে দিতে হবে।

IMG_20210909_094636.jpg
৫. এবার আর একটি সাদা কাগজ নিয়ে তার মাঝ বরাবর ভাজ করে নিতে হবে।

IMG_20210909_100348.jpg
৬. ভাজ করা কাগজের মাঝ বরাবর ছোটো চৌক
করে কেচি দিয়ে কেটে নিতে হবে। কেটে নেওয়া কাগজ ভিতরের দিকে ভাজ করে নিতে হবে।

IMG_20210909_100638.jpg
৭. এবার ওই গোলাপী কাগজের নিচে ওই সাদা কাগজ গাম দিয়ে লাগিয়ে দিতে হবে।

IMG_20210909_101115.jpg
৮. এবার আমি কিছু আকাশী রঙের কাগজ ও হলুদ রংয়ের কাগজ, গোলাপী কাগজ দিয়ে একটি ছোটো কেক তৈরি করতে হবে।

IMG_20210909_103134.jpg
৯. এবার ওই ছোটো কেক সাদা কাগজের ভিতরের দিকে ছোটো কেক গাম দিয়ে লাগিয়ে দিতে হবে। এবং তার নিচে পেনসিল দিয়ে happy birthday লিখতে হবে।

IMG_20210909_103850.jpg
১০. এবার গোলাপী কাগজ দিয়ে ছোটো ছোটো কয়েকটা ফুল তৈরি করতে হবে।

IMG_20210909_112705.jpg
১১.এবার ওই কার্ডের নিচের দিকে চারপাশে ছোটো ছোটো ফুল গাম দিয়ে লাগিয়ে দিতে হবে।

IMG_20210909_113045.jpg
১২.এবার লাল ও হলুদ রঙের কাগজ নিয়ে তাতে পেনসিল দিয়ে ত্রিভুজ দাগ কেটে নিয়ে সেই দাগের ওপর দিয়ে কেচি দিয়ে কেটে ত্রিভুজ বানিয়ে নিতে হবে।

IMG_20210909_113619.jpg
১৩. ওই ত্রিভুজ করা কাগজ ওপরের দিকে গাম দিয়ে লাগিয়ে দিতে হবে।

IMG_20210909_114134.jpg
১৪. এবার কার্ডের উপর একটা হলুদ কাগজ গাম দিয়ে লাগিয়ে দিতে হবে।

IMG_20210909_114634.jpg
১৫. এখন সাদা কাগজ গোল করে কেটে নিতে হবে। এবং ওই বৃত্তের মাঝে লিখতে হবে।তারপর কার্ডের উপর গাম দিয়ে দিয়ে লাগিয়ে দিতে হবে।

IMG_20210909_114949.jpg

IMG_20210909_115224.jpg
১৬. কার্ড ফিতে দিয়ে বেঁধে দিতে হবে। কিন্তু ফিতে নেই তাই কাগজ দিয়ে বানালাম। একটু কাগজ কেটে ফিতের মতো বানালাম।

IMG_20210909_115651.jpg
১৭. সেই কাগজের ফিতের ওপর দুটো হলুদ ফুল বানিয়ে দিলাম।এবং কার্ড সুন্দর করে বেঁধে দিলাম।
ফুল বানানো অন্য আর একটি পোস্টে দেখাবো।

IMG_20210909_120032.jpg

IMG_20210909_120350.jpg
১৮. এবার কার্ডের উপর কয়েকটি ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের" কাগজ দিয়ে জন্মদিনের কার্ড" । আশা করি, আপনাদের ভালো লাগবে।

IMG_20210909_122430.jpg
এই করোনা পরিস্থিতির কারণে তেমন বাইরে যাওয়া হয় না। তাই এ বছর বাড়ীতে কার্ড তৈরি করলাম।

Sort:  
 3 years ago 

হ্যাপি বার্থডে টিনটিন, বলেই দিলাম আমি।
বেশ সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে, তবে ভেতরের পার্টটি বেশী সুন্দর হয়েছে। বেশ দক্ষতা দেখিয়েছেন আপনি, খুব সুন্দরভাবে প্রতিটি ধাপ সম্পন্ন করেছেন এবং ফিনিশিংটাও যথেষ্ট ভালো হয়েছে। ধন্যবাদ চমৎকার কিছু আামদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

সৃজনশীলতায় হোক আগামী বিশ্বের মূলমন্ত্র। এক টুকরো সাধারন কাগজও গুণী মানুষের হাতের ছোঁয়ায় অসাধারণ হয়ে ওঠতে পারে যার প্রকৃত উদাহরণ আপনার নিজ হাতে গড়া জন্মদিনের এই কার্ডটি। আপনার এই গুণগুলো প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ বৌদি এই কারণে যে, আপনি আপনার গুণগুলো নিজের মধ্যে না রেখে তা সবার সাথে শেয়ার করে যাচ্ছেন। এতে করে নতুন নতুন আইডিয়া সম্পর্কে ধারণা পাচ্ছি। আপনার এই নিরন্তর পথচলা গুলো আরো সহজ এবং সাবলীল হোক, এই প্রত্যাশা করি।

 3 years ago 

অনেক গুণে গুণান্বিত আপনি বৌদি। তারমধ্যে আপনার হাতের কাজ টি অসম্ভব ভালো হয়েছে। কাগজ দিয়ে জন্মদিনের কার্ড তৈরী খুব সুন্দর ।অনেক ধন্যবাদ আপনাকে বৌদি

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর বৌদি । জন্মদিনের কার্ডের ব্যাপারটা এখন পর্যন্ত এক্সেপশনাল। কারো এখন পর্যন্ত এটা আমি দেখিনি ।যাইহোক অনেক ভালো বানিয়েছেন শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। বাবু সোনাটা কেমন আছে? একটু বলবেন।

আপনি সব দিক দিয়েই পারদর্শী দিদি।সকল কাজেই আপনার দক্ষতা রয়েছে শতভাগ।আপনার কাগজের তৈরি জন্মদিনের কার্ড কত সুন্দর হয়েছে সেটা বলাই বাহুল্য।খুব অসাধারণ হয়েছে দিদি।

happy birthday dear Tintin(advance)

টিনটিন বাবুর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।তার আগামী দিন গুলো শুভ হোক।

 3 years ago 

বৌদিকে কি আর আমি এমনিতে বলি যে আপনি রূপে গুণে অন্যন্যা। 😍
এত্তো গুণ আপনার!যেমন রান্নায় পারদর্শী ঠিক তেমন হাতের কাজেও পারদর্শী । যেমন দাদা গুণী ব্যাক্তি ঠিক তেমনটাই বৌদি আপনিও।
কার্ডটা খুব সুন্দর হয়েছে, সত্যিইই। দেখে খুবই ভালো লাগলো আর নতুন কিছু শিখতে পারলাম।

জন্মদিনের কার্ডটি খুব সুন্দর হয়েছে বৌদি।কার্ডের উপরের ডিজাইনটা চমৎকার হয়েছে😍। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য ভালোবাসা রইল।

নিজের তৈরি করা জিনিস গুলো সত্যি অনেক চমকপ্রদ। আপনি রান্না থেকে শুরু করে সকল বিষয়ে বেশ পারদর্শী একজন মানুষ।

সুন্দর উপস্থাপনা করেছেন জন্মদিনের কার্ড, টিনটিন বাবুর জন্য অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সন্তানের জন্য সবথেকে বড় ভালোবাসার জায়গাটা হচ্ছে মা। সন্তান যদি মায়ের মুখে একটু হাসি দেখে তাকে নিয়ে তবে আনন্দে গদ গদ হয়ে যায়। সেখানে এতো সুন্দর একটি জন্ম দিনের কার্ড। তারতো খুশির সীমা থাকবে না। সত্যি অসাধারণ হয়েছে কার্ডটি।
অনেক অনেক শুভকামনা টিনটিন সোনা।♥️

 3 years ago 

বাহ খুব সুন্দর। একেই বুঝি বলে রথ দেখা এবং কলা বেচা একসঙ্গে। DIY এর জন্য একটি পোস্টও হয়ে গেল আবার টিনটিনের জন্য সুন্দর একটি জন্মদিনের কার্ডও তৈরি করা হলো। কার্ডটা খুব ভালো লাগছে দেখতে। এবং উপস্থাপনা টাও খুব সুন্দর ছিল।

আপনার জন্য শুভকামনা।।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 61146.27
ETH 2924.49
USDT 1.00
SBD 3.58