স্বরচিত নতুন এক জোড়া কবিতা " শিশির বিন্দু ও মা"
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এক জোড়া কবিতা শেয়ার করবো। তাহলে চলুন শুরু করা যাক।
শিশির বিন্দু
শুনছো ওগো শিশিরবিন্দু
সূর্যকে বলো ডেকে,
ভোরের বেলায় যেমন তুমি
যাও তুমি তেমনি থেকে।
তাপ তোমার স্পর্শ করলে
হিংসা করে খুব,
ইচ্ছা করে চাদর মেলি
ফর্সা হলেই পূব আকাশে সূর্য দেখি।
সূর্য কিরণ প্রথম যখন
ছড়ায় রত্ন ছটা ,
যায়না গোনা ঘাসের ওপর
শিশির বিন্দু কটা।
হাজার হাজার বর্ণ তখন
চোখের মধ্যে ভাসে,
কিছু স্পর্শ বুকে থাকে
থাকে না কোন ইতিহাসে।
"মা"
সকাল থেকে রাত
সংসারে তুমি শক্ত হাত।
ছোটবেলায় আগলে রাখা বুক,
বকুনি খেয়ে কান্না ভেজা ওই কোলেতে মুখ।
ভুল ত্রুটি আমি করেছি যত,
করে দিয়েছো ক্ষমা।
ভালোবাসা গুলো দিন প্রতিদিন করে রাখছি জমা
কত সম্পর্ক আসে যায় এই বন্ধন হবে না কখনো নিরুদ্দেশ,
নাড়ির টানে আটকে থাকা,
তোমায় নিয়ে লিখতে বসে শব্দ হয় না শেষ।
বৌদি আপনার লেখা কবিতাটি অসাধারণ হয়েছে। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমার কাছে ভালো লেগেছে। সত্যি বৌদি আপনার প্রতিভা দেখলে মুগ্ধ হয়ে যাই। আপনার রেসিপি গুলো যেমন ভালো লাগে তেমনি আপনার কবিতা গুলো আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে বৌদি দারুন একটি কবিতা শেয়ার করার জন্য।
বৌদি আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কয়েকটি লাইন আমার মনে বিশেষ ভাবে রেখাপাত করেছে। আসলে মায়েরা সংসারে হাত শক্তভাবে আগলে রাখে। মা নাই গৃহে যার সংসার অরণ্য তার।
শিশির বিন্দু ও মা নিয়ে লেখা আপনার এ কবিতাটি পড়ে সত্যি আমার অনেক অনেক ভালো লেগেছে। একথা চিরন্তন সত্য যে মা হলো সংসারে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য ব্যক্তি। মা ছাড়া সত্যিই জীবন সংসার অপূর্ণ থেকে যায়।
দুটো কবিতা দুরকম । শিশির বিন্দু কবিতা টা অনেক গভীর একটা অনুভূতি নিয়ে লেখা। কবিতার শেষাংশে আছে আসল মজা টা।
আর মাকে নিয়ে লেখা কখনো শেষ হয় না সত্যি। যত লেখা যাবে ততই যেন শব্দ কম পরবে। এক কথায় যদি বলি তাহলে অসাধারন অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে দুইটি কবিতা তেই। অনেক ভালো লাগলো দিদিভাই।
দুটি কবিতা একসঙ্গে অসাধারণ লিখেছেন বৌদি।মায়ের সঙ্গে কারো তুলনা হয় না মা শব্দটি ছোট হলেও অনেক মধুর স্মৃতি জড়ানো।খুব সুন্দর করে মনের ভাব ব্যক্ত করেছেন বৌদি।ধন্যবাদ আপনাকে।
নমস্কার বৌদি।🙏 আপনার লেখা কবিতা অসাধারণ হয়েছে। কবিতার প্রতিটি লাইন পড়ছি আর অনুভব করছি বাস্তবতার সাথে সব কথা গুলো একদম মিলে যাচ্ছে,
"মা সকাল থেকে রাত সংসারে তুমি শক্তহাত"
অসাধারণ বৌদি। অসম্ভব সুন্দর একটি কবিতা লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই বৌদি।🙏🙏
কবিতাটা বেশ সুন্দর। মা কে নিয়ে।
লাইনগুলো দারুন।ধন্যবাদ
বৌদি আপনার জড়ো কবিতা পড়ে হৃদয় শীতল হয়ে গিয়েছে। দারুন লিখেছেন কবিতাটি, আপনার কবিতা অনুপ্রেরণা যোগায়। আমাদেরকে এত সুন্দর জড়ো কবিতা উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।
good
বরাবরের মতোই এই দুটি কবিতাও খুব সুন্দর। কবিতার শব্দচয়ন ও ভাষা কবিতা দুটিকে সাবলীল প্রাণবন্ত করে তুলেছে।