"পুরনো গাছে নতুন ফুলের আগমন"

in আমার বাংলা ব্লগ7 months ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই শীতের মৌসুমে চারিদিকে বিভিন্ন রকমের ফুল দেখা যায়। নার্সারী থেকে বিভিন্ন রকমের ফুলের চারা এনে বাড়ীর ছাদে বা আঙ্গিনায় লাগায়। আর আপনারা তো জানেন ফুল আমি কতটা পছন্দ করি। তাই তো প্রতি বছর বিভিন্ন ধরনের ফুলের চারা লাগাই। তবে এবার নতুন করে আর কোন গাছ লাগাতে পারিনি। পারিনি বললে ভুল হবে ইচ্ছা করে লাগানো হয় নি। আসলে বলতে পারেন গাছ লাগানো বা বাগান করা আমার শখের কাজ। এগুলো আমি শখে করি। তবে এর ভিতর আমি ফুল গাছটা বেশি লাগাতে পছন্দ করি। আসলে ফুল আমার খুবই প্রিয়। আর ছেলেবেলা থেকেই ফুলের প্রতি আমার দুর্বলতা আছে।ফুল আমাকে ভীষণ ভাবে টানে। ফুলের ভিতর গোলাপ ফুল বেশি পছন্দের। তাই তো আমি গতবছর বিভিন্ন রংয়ের গোলাপ ফুলের গাছ লাগিয়েছিলাম। সেই। গাছ গুলোতে গত বছর অনেক ফুল দিয়েছিলো।
আর কিছু চন্দ্রমল্লিকা গাছ ছিলো। তবে আমার গোলাপ ফুল গাছ গুলোতে সারাবছরই একটা দুইটা করে ফুল দিয়েছিলো। আর চন্দ্রমল্লিকা গাছ গুলোকে আমি জল ও সার দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। কিন্তু আমার জানা ছিলো যে গাছগুলোতে এ বছর ও ফুল দিবে। বেশ
কিছুদিন পর গতকাল ছাদে গেলাম জামা কাপড় মেলতে। গিয়ে দেখি আমার গাছ গুলোতে বেশ কয়েক রকমের ফুল ফুটেছে। পুরনো গাছ গুলোতে নতুন করে ফুল ফুটতে দেখে এত ভালো লাগছিলো। এবার গাছ না লাগানোর কষ্ট কিছুটা কমে গিয়েছিলো।

IMG_20231224_164939.jpg

IMG_20231224_165006.jpg

IMG_20231224_165114.jpg

IMG_20231204_122803.jpg

IMG_20231204_122908.jpg

IMG_20231204_122815.jpg
কয়েক কালারের গোলাপ ফুল। গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয়।সবথেকে লাল গোলাপ দেখতে সুন্দর লাগে। আর লাল গোলাপের চাহিদা বরাবরই বেশি।গোলাপ আমার তো খুবই পছন্দের ফুল।

IMG_20231224_165037.jpg

IMG_20231224_165218.jpg
এই চন্দ্র মল্লিকা গাছ গুলো মরতে মরতে বেঁচে আছে। তাই গাছের পাতা পরে গিয়ে সামান্য কয়েকটি পাতা রয়েছে। সেই গাছে ফুল ফুটছে।তবে এই দুই কালারের চন্দ্র মল্লিকা গাছ আছে।

IMG_20231224_165244.jpg

IMG_20231224_165232.jpg

IMG_20231224_165239.jpg
এই ফুলটির নাম মুকুট ফুল। এই ফুল গাছের গায়ে প্রচুর পরিমাণে কাটা আছে। এই কাটা বেশ সূচালো। তবে ফুল গুলো বেশ সুন্দর লাগে।আমার কাছে এই মুকুট ফুল দুই কালার আছে। একটি লাল ও অন্যটি সাদা । ফুল গুলো দুই বা তিন পাঁপড়ি যুক্ত ছোট ছোট হয়ে থাকে। একবার এই ফুল ফুটলে অনেক দিন পর্যন্ত ফুল গুলো তাজা থাকে। সহজে ফুল গুলো ঝড়ে পড়ে না।

Sort:  
 7 months ago 

নার্সারি থেকে ফুলের চারা কিনে এনে ছাদ বাগানে লাগিয়েছেন সেই গাছে এখন নতুন নতুন ফুল এসেছে দেখতে ভীষণ সুন্দর লাগছে দিদি। গোলাপ ফুল আমার ভীষণ পছন্দের ফুল। অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

বাহ্ বউদি আপনি তো দেখছি দারুন একট পোস্ট আমারদ মাঝে শেয়ার করেছেন।আপনার শেয়ার করা পোস্ট টি পড়ে আর দেখে তো চোখ ফিরানো মুশকিল। তবে গোলাপ কিন্তু আমার কাছে বিষণ ভালো লাগে। বেশ ভালো লাগলো আপনার এত সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 7 months ago 

গত বছর গাছগুলো লাগিয়েছিলেন আর গাছগুলোর যত্ন নিয়েছিলেন বলেই এ বছরে এসেও ফুল দিয়েছে। ফুলের ছবিগুলো অনেক সুন্দর লাগছে বৌদি। হ্যাঁ সবার কাছেই লাল গোলাপের সৌন্দর্যটা বেশি ভালো লাগে আপনার তোলা লাল গোলাপের ছবিটা অনেক সুন্দর ছিল।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনার ছাদ বাগানের পুরনো গাছগুলোতে বেশ চমৎকার ফুল ফুটেছে। যেখানে চন্দ্রমল্লিকা গোলাপ ফুল দেখতে পারলাম। আসলে আমরা কমবেশি ফুল পছন্দ করে থাকি। আর পাশাপাশি ফুলের গাছও লাগানোর চেষ্টা করি সবাই। অবশ্য পুরনো গাছগুলো বেঁচে থাকলে মাঝেমধ্যে দু একটা করে ফুল ফুটবে এটাই স্বাভাবিক। তবে যত্ন নিলে অবশ্যই সে গাছ থেকে অনেক ফুলের আশা করা যায়। যেহেতু আপনি মাঝেমধ্যে যত্ন নিতেন তাই গাছগুলো বেঁচে রয়েছে এবং ফুল ফুটেছে।

 7 months ago 

বৌদি আপনার ফুলের প্রতি ভালোবাসা দেখে ও প্রতি বছর ফুল লাগানোর কথা শুনে নিজের কথা মনে পড়ে গেলো।আমিও প্রচুর ফুল ভালোবাসি এবং এই ফুলের প্রতি ভালোবাসার টানে শীতকালে নানান রকমের ফুল লাগিয়ে থাকি।আপনার ছাদে লাগানো পুরাতন ফুলের গাছে সুন্দর ফুল ফুটেছে। ফুটবেই না কেন এখন তো ফুলে ফুলে চারপাশ ভরে যাওয়ার মতো সময়।লাল গোলাপের চাহিদা বরাবরই অনেক বেশি। মুকুট ফুলকে আমাদের এখানে কাটা মুকুট নামে ডাকে।এই কাটা মুকুট ফুল গুলো দারুণ সুন্দর হয়ে থাকে দেখতে।আমিও লাগিয়ে ছিলাম মরে গেছে। ধন্যবাদ বৌদি সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আমাদের সাথে পোস্ট টি শেয়ার করার জন্য। আরো ফুলে ফুলে ভরে উঠুক আপনার বাগান এই প্রত্যাশা করছি।

 7 months ago 

বেশ দারুণ এবং মুগ্ধকর দৃশ্য বৌদি, সত্যি নিজের বাগানের ফুলের দৃশ্য হৃদয়কে প্রশান্ত করে দেয়। গোলাপের দৃশ্যগুলো দারুণ লেগেছে আমার কাছে। শেষের মুকুট ফুলগুলো দারুণ লাগে আমার কাছেও তবে নামটা আগে জানা ছিলো না। ধন্যবাদ।

এই পড়ুন? আপনি কি বিনিয়োগ, বিটিসি, ফরেক্স, এনএফটি, ক্রেডিট কার্ড ইত্যাদি স্ক্যামের শিকার? আপনি একটি প্রতারণা পত্নী তদন্ত করতে চান? আপনি কি ক্রেডিট মেরামত চান (সমস্ত ব্যুরো)? Gmail এর মাধ্যমে হ্যাকার স্টিভ (ফান্ডস রিকভারি এজেন্ট)-এর সাথে যোগাযোগ করুন: [email protected] শুরু করতে যত তাড়াতাড়ি সম্ভব। তিনি নৈতিক হ্যাকিং, ক্রিপ্টোকারেন্সি, জাল বিনিয়োগ স্কিম, পুনরুদ্ধার কেলেঙ্কারি, ক্রেডিট মেরামত ইত্যাদির সমস্ত ক্ষেত্রে বিশেষজ্ঞ। সেখানে নিরাপদে থাকুন!

 7 months ago (edited)

ফুল আমারও ভীষণ পছন্দ বৌদি। তাইতো প্রায়ই নার্সারিতে গিয়ে বিভিন্ন ধরনের ফুল দেখি এবং ফুলের সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকি। কয়েকদিন আগে আমিও ছাঁদ বাগান করেছি। ১৫/১৬ টা গাছ লাগিয়েছি ইতিমধ্যেই। আশা করি সামনে আরও অনেক গাছ লাগাবো। যাইহোক ফুলের ফটোগ্রাফিগুলো দারুণ লাগছে বৌদি। যেকোনো কালারের গোলাপ ফুল আমার খুব প্রিয়। যাইহোক পোস্টটি দেখে ভীষণ ভালো লাগলো বৌদি। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 7 months ago 

ফুল গুলোর ছবি দারুন হয়েছে বৌদি। বিশেষ করে গোলাপ ফুলগুলি। কিছুটা সাদা আর লালের মিশ্রণ যে গোলাপ ফুলটিতে রয়েছে এই গোলাপটি আমার কাছে দারুন লাগে বৌদি। আর আপনি শেষে যে ফুলটার ছবি দিয়েছেন সেটাকে আমরা বলি কাটামুকুট। আমাদের ছাদেও এই ফুল গাছটা রয়েছে। আমার কাছেও এই ফুলটা দেখতে অসাধারণ লাগে। ধন্যবাদ আপনাকে এই চমৎকার পোস্টের জন্য।

 7 months ago 

পুরনো এই গাছগুলোতে ফুল আসার জন্য তুমি অনেক আনন্দিত হয়েছো , এটা জেনে অনেক ভালো লাগলো বৌদি। ফুল আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। এই ফুলের প্রতি দুর্বলতা কেমন জানি আমাদের সবার মধ্যেই রয়েছে। বিভিন্ন কালারের গোলাপ ফুল,চন্দ্রমল্লিকা ফুল এবং কাটামুকুট ফুলের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগলো দেখে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60420.16
ETH 2609.11
USDT 1.00
SBD 2.60