স্বরচিত নতুন একটি কবিতা " আলুর প্রতি ভালোবাসা"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আপনারা কম বেশি সবাই জানেন আমি কবিতা লিখতে ও পড়তে খুব ভালোবাসি। আপনাদের অনুপ্রেরণায় এর আগে বেশ কয়েকটি কবিতা লেখার চেষ্টা করেছি। আজ আমি ভিন্ন রকম কবিতা লিখবো। আসলে আমার একই বিষয় নিয়ে লিখতে ভালো লাগে না। আমি সবকিছু নিয়েই লিখতে বেশি পছন্দ করি। তাই আজ আমি আমাদের সবারই প্রিয় একটু সবজি আলু নিয়ে কবিতা লিখবো। এই কবিতাটি আজ হটাৎ করেই লিখেছি।আজ লিখতে বসে ভাবছিলাম একটু ভিন্ন ধর্মী কিছু লিখবো। কিন্তু কি লিখবো বুঝতে পারছিলাম না। তখনই হটাৎ মনে পড়লো আলু নিয়ে কবিতা লিখি।আশা করি আপনাদের ভালো লাগবে। আজ মজার ছলেই কবিতাটি লিখেছি। অনেক ছোট একটি কবিতা।তাহলে চলুন শুরু করা যাক।

IMG-20220717-WA0006.jpg

আলুর প্রতি ভালোবাসা

প্রজন্ম থেকে প্রজন্ম পাল্টায় না জিন,
সকাল দুপুর রাতে চাই আলু নিত্যদিন
সোনার দাম ঊর্ধ্বমুখী নেই তো তাতে ক্ষতি
আলুর দাম বাড়লে তখন হবেই দুর্গতি।

সকালবেলা প্রথম পাতে আলু চাই চাই,
তেল দিয়ে ভেজে দিলে তুমিই ফ্রেন্স ফ্রাই।
তোমায় ছাড়া তরকারি, চায়েতে চিনি কম,
লুচির সাথে ঝাল ঝাল কষা আলুর দম।

সবজি হলে চাই তোমাকে মুরগির সাথে সেরা,
খাসির সাথে না দেখলে তোমায় রেগে হয় আগুন
গরম ভাতে ঘি এর সাথে প্রিয় আলু সেদ্ধ,
আলুর সাথে বাঙালির জীবন এক অবিচ্ছেদ্য।

Sort:  
 2 years ago 

অসাধারণ একটি কবিতা লিখেছেন দিদি। আপনার লেখা একমাত্র এই কবিতাটি আমি একবারে পড়েই মানে বুঝে গেলাম। তার কারণ আলুর সাথে আমার সম্পর্ক যে অবিচ্ছেদ্য।😂

বাহ্ বৌদি, অসাধারণ সুন্দর একটি কবিতা লিখেছেন। মানুষের জীবনে নিত্য প্রয়োজনীয় তরকারি আলু। তারই গুণগান আপনি অত্যন্ত সুন্দরভাবে কবিতার ছন্দে ছন্দে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতার প্রতিটি লাইনে বাস্তবতা সাথে মিল রয়েছে। ধন্যবাদ বৌদি, এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ওয়াও বৌদি আপনি খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। সত্যি আলু যে আমাদের কাছে কি সেটা বলে বোঝানো যাবে না । আলু না থাকলে বোঝা যায় আলুর মর্ম।
আলুই একমাত্র জিনিস যেটা যে কোন জিনিসের সাথে মিলে যায়।আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার কবিতাটি। ধন্যবাদ বৌদি আপনার কবিতার মাধ্যমে আলুর সম্মান বেড়ে গেছে😁।আলু তো ভাগ্যবান/ভাগ্যবতী যে আপনি আলু কে নিয়ে এত সুন্দর একটি কবিতা লিখেছেন।

 2 years ago 

হা হা,বেশ সুন্দর হয়েছে।আসলেই ভিন্ন রকম কবিতা ছিলো।সোনার দাম বাড়লে কোন সম্যাসা নাই, কিন্তু আলুর দাম বাড়লে বেশ ক্ষতি হবে।ইন্টারেস্টিং কবিতা ধন্যবাদ

 2 years ago 

বৌদি আপনি আলু নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আলু নিয়ে কবিতা লেখার আইডিয়াটা খুবই ইউনিক ছিল বৌদি। সত্যি বাঙালির জীবনে আলু অতপ্রতভাবে জড়িত। বিশেষ করে কবিতার এই চরণগুলো অসাধারণ হয়েছে।

প্রজন্ম থেকে প্রজন্ম পাল্টায় না জিন,
সকাল দুপুর রাতে চাই আলু নিত্যদিন
সোনার দাম ঊর্ধ্বমুখী নেই তো তাতে ক্ষতি
আলুর দাম বাড়লে তখন হবেই দুর্গতি।

শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

প্রিয় বৌদি, আজ আপনি মজা করে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। ভিন্ন ধরনের এই কবিতা সত্যিই আমাদেরকে অনেক অনেক আনন্দ দিয়েছে। বাঙ্গালীদের যেন আলু ছাড়া চলেই না। প্রতিদিনের খাদ্য তালিকায় কোন না কোন ভাবেই আলুর যোগসূত্র রয়েছে। আলু খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আলু নিয়ে এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

বৌদি সত্যি আজকের কবিতাটি একদমই ভিন্নধর্মী এবং বেশ মজারও বটে, কারন আমরা সবাই আলু পছন্দ করি এবং এর দাম বাড়লেই আমরা রেগে আগুন হয়ে যাই।

সোনার দাম ঊর্ধ্বমুখী নেই তো তাতে ক্ষতি
আলুর দাম বাড়লে তখন হবেই দুর্গতি।

এই লাইনগুলো সত্যি একদমই সত্য, আলুর দাম বাড়া যাবে না। ধন্যবাদ

 2 years ago 

বৌদি আপনার লিখা এই কবিতাটি আমার কাছে দারুন লেগেছে। সত্যিই আলু ছাড়া আমাদের চলে না। সকাল থেকে রাত পর্যন্ত কোন এক বেলা হলেও আলু খাওয়া হয়। দারুন ছিল বৌদি আপনার এই ক্রিয়েটিভ আইডিয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

দিদিভাই সত্যি মিষ্টি লাগলো আজকের কবিতা টা। বেশ হাসলাম পড়তে পড়তে। আর সত্যি বলতে এভাবে তো কখনো ভেবেই দেখি নি। অনবদ্য ছিল পুরো ব্যাপারটা।

 2 years ago 

বৌদি আপনি একেবারে ঠিক বলেছেন আলু আমাদের নিত্যদিনের সঙ্গির মতো। প্রতিটি কাজে আলুর মূল্য অপরিসীম। সোনার দাম বাড়লেই তাতে ক্ষতি নেই কিন্তু আলুর দাম বাড়লে পরে মানুষের খাবার উপযোগী জিনিস হারাবে। তাইতো আলু আমাদের কাছে এতটা মূল্যবান।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.027
BTC 54506.20
ETH 2881.76
USDT 1.00
SBD 2.03