"বিবাহ বার্ষিকীতে বিশাল বড় সারপ্রাইজের আয়োজন করা"

in আমার বাংলা ব্লগ11 months ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার বাংলা ব্লগ এর সদস্যদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর কবিতা ও শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাই।আর এক জনের কথা না বললেই নয় সে হলো আমার প্রিয় বোন স্বাগতা। আগে তার সাথে সম্পর্ক এক রকম আর এখন হয়েছে অন্য রকম। আমাদের এই বিশেষ দিনটিকে আরো বেশি সুন্দর করে তুলেছে আমার বোনটি। বিবাহ বার্ষিকী প্রতিটা স্বামী স্ত্রীর কাছে একটি বিশেষ দিন। বিয়ে মানে দুটি মনের মিল ও আত্মার মিল।
একসাথে পথচলা দুজন দুজনের পাশে থেকে সুখ দুঃখ ভাগ করে নেওয়া।

IMG_20231204_122815.jpg
প্রতিবছর এই দিনটিতে আমার প্রিয় মানুষটি বিভিন্ন ভাবে সারপ্রাইজ দেয় আমাকে। এই দিনটি আসার আগেই আমার কাছে জানতে চায়। আমি বিবাহ বার্ষিকীতে কি চাই। সত্যি বলতে এ জীবনে সব থেকে পাওয়া হলো ওই মানুষটির জীবন সঙ্গীনি হওয়া। হয়তো ওই মানুষটি আমার জীবনে না আসলে বুঝতেই পারতাম না ভালোবাসা কি? ও অনেক ব্যাতিক্রম একজন মানুষ। একটু রাগী তবুও ওর মনটা অনেক সুন্দর। যার সাথে এক জনম নয় হাজার জনম থাকা যায়। তাই তো আমি প্রতিবার ওকে বলি তুমি তো আমার বড় পাওয়া। তাই আমার কিছু চাই না। ওর কাছ থেকে না চাইতেই আমি সবকিছু পেয়েছি।প্রতিবছরই আমাকে কিছু না কিছু সারপ্রাইজ তার কাছ থেকে পাবো। আর এবার তো সারপ্রাইজ আরো অনেক বড়। তবে যাই হোক শুধু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যে জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে আমরা চলতে পারি।

IMG-20230928-WA0001.jpg
আপনারা সবাই জানেন আর একটি মানুষ আছে যে আমার সব থেকে ভালো বন্ধু। অনেকেই জানেন কার কথা বলছি। ঠিকই ধরেছেন সে হলো এখন আমার ছোট জা বা আমার বোন স্বাগতা। দুই বছর তার সাথে আমার পরিচয়। আজ সে আমার একমাত্র দেবরের স্ত্রী। আমি ওকে আমার বোনের মতো দেখি।
গত বছরও আমাদের দুজনকে বিশাল এক সারপ্রাইজের আয়োজন করেছিলো। তবে এবার তো আমি সত্যি অবাক হয়ে গেলাম। কারণ প্রথম থেকে দেখছি কেউ কোন কথা বলছে না এই দিনটি নিয়ে। এমনকি আমার প্রিয় মানুষটি ও না।প্রথমে খুব খারাপ লাগছিলো সবাই ভুলে গেলো কি করে।আমার দেবর পর্যন্ত চুপ করে আছে। স্বাগতা ও বাবার বাড়ি আছে। দেবর জানায় এ বছর তো বিবাহ বার্ষিকী পালন করতে পারছি না। আসলে বর্তমান খুবই ব্যাস্ততার মাঝে সময় কাটছে। হাতে সময় ও নেই। আর তার দাদার ও কোন কথা নেই। সে ও তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। তবে প্রতিদিন স্বাগতা আমাদের এখানে আসতো আমি খবর পেতাম কিন্তু সে বাড়ি আসতো না।
যাইহোক স্বাগতা আর আমি আপনাদের দাদা কে সারপ্রাইজ দেওয়ার ব্যাবস্থা করলাম রাত ১২ টার পর। গতদিন সকালে আমার দেবর জানায় ৪ তারিখে একটা ব্রলার মুরগি আনবো এতেই হবে আর চলো নিকো পার্ক গেলে হবে। তার মানে দুইটি আমার অপছন্দের। তো কিছু বললাম না। একটু মন খারাপ হয়েছিলো। তো আপনাদের দাদা বললো ৪ তারিখ বাইরে থেকে বেরিয়ে আসা যাক। গত রাতে স্বাগতা ও বললো চলো সকাল সকাল আমরা বেরোবো। সকাল সকাল রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম। দেখি ড্রাইভার অন্য পথে যাচ্ছে। অবশেষে দেখি স্বাগতা আর আমার দেবর আমার জন্য বিশাল এক সারপ্রাইজের আয়োজন করেছে। আমি কল্পনা ও করিনি যে আমার জন্য এত বড় এক সারপ্রাইজ অপেক্ষা করছে। প্রকৃতির মাঝে সবাইকে নিয়ে বিবাহ বার্ষিকী পালন করার আনন্দই আলাদা। বিশাল এক
আকাশের নিচে আমরা দুজন। চারিদিকে বিভিন্ন ধরনের গাছ গাছালি ও বিভিন্ন ফুলে ফুলে ভরে আছে চারিপাশ।এরই মাঝে গিয়ে দেখি চারদিক বেলুন দিয়ে
সাজানো। প্রথমে আমি দেখে তো অবাক। এভাবে
সাজানো দেখে আনন্দে আমার চোখে জল এসে গিয়েছিলো। এভাবে আমাদের বিবাহ বার্ষিকী পালন করা হবে আমি কোনদিন স্বপ্নেও ভাবিনি। আড়ালে রেখে দুজনে এত কিছুর আয়োজন করেছে। স্বাগতা প্রায়ই বিশেষ দিনগুলোতে কোন না কোন ভাবে সারপ্রাইজ দিয়ে থাকে। প্রথম পরিচয়ে ওকে আমার ভীষণ আপন মনে হতো। আজ এখন সে আমার পরিবারের একজন। আর একটা কথা না বললেই নয় স্বাগতা আমার যেমন বোন তেমনি আমার সবচেয়ে ভালো বন্ধু।
এরকম ভালোবাসার মানুষ গুলো পাশে থাকলে আর একটা মেয়ের কি চাওয়ার থাকতে পারে।

Sort:  
 11 months ago 

দারুণ সময় কাটিয়েছেন তাহলে সবার সাথে। আপনাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে বড় দাদা, ছোট দাদা আর ছোট বৌদির কোন সারপ্রাইজ থাকবেনা সেটা কি মানার কথা। আপনার এই মুহূর্তটাকে আরো বেশি স্পেশাল করার জন্যই মূলত তারা আপনাকে আগে থেকে কিছু জানায় নি। তবে আপনার কথা মতোই স্বাগতা দিদির এত আন্তরিকতা ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এমন একজন মানুষকে কাছের বন্ধু এবং বোন হিসেবে পেয়েছেন দেখে খুব ভালো লাগছে। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। খুব ভালো লাগলো অনুভূতি পড়তে পেরে।

 11 months ago 

বিবাহ বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা । আপনাদের আগামী দিনগুলো আনন্দে ও হাসিখুশীতে ভরে থাকুক এ কামনা করি। বিবাহ বার্ষিকীতে বেশ ভালই সারপ্রাইজ পেলেন বৌদি। এ ধরনের সারপ্রাইজ পেলে মনটা ভরে যায়।বেশ সুন্দর কাটালেন বিবাহ বার্ষিকীতে ।আবার ও জানাই দু'জনকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহ বার্ষিকী।

 11 months ago 

এভাবে সারপ্রাইজ দেয়ার মধ্যেও একটা মজা রয়েছে, সবকিছু চুপচাপ হঠাৎ করেই বিশাল একটা সারপ্রাইজ। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা এভাবে অটুট থাকুক হাজার বছর।

 11 months ago 

তাহলে তো বৌদি আপনি বেশ সুন্দর একটি সারপ্রাইজ পাইলেন। যেহেতু খোলা আকাশের নিচে গাছপালা ফুলে ফুলে ভরা। সেই মাঝে বেলুন দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে। সত্যিই শুনে ভালো লাগলো এত সুন্দর করে আপনাকে সারপ্রাইজ দিল সবাই। বিশেষ করে দাদার কথা কি আর বলবো দাদা তো অনেক ভালো একজন মানুষ। আপনারা দুজনের জন্য শুভকামনা রইল। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। সবাই যেন এভাবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাতে পারেন এক সাথে।

 11 months ago 

প্রথমেই আপনাকে জানাই বৌদি, বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। গতরাতে যখন দাদার সঙ্গে ডিসকর্ডে কথা হচ্ছিল, তখন টুকটাক জানতে পেরেছিলাম যে, আপনারা পার্কে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন পুরো পরিবার নিয়ে। দাদা তো রীতিমতো বল করেছে বেশ ভালই, আপনাদের সময়টা যে আসলেই পারিবারিকভাবে বেশ ভালো কেটেছে, তা কিছুটা হলেও আন্দাজ করতে পারছি, আপনার লেখা পড়ে । আপনাকে এবং দিদিভাই দু'জনকেই খুবই সুন্দর লাগছে দেখতে। আপনাদের পুরো পরিবারের জন্য শুভেচ্ছা রইল। 🙏

 11 months ago 

তাহলে তো দেখছি আপনাকে না জানিয়ে অনেক বড় সারপ্রাইজের ব্যবস্থা করেছিল। এমন সারপ্রাইজ পেলে চোখ দিয়ে জল চলে আসে এটা আমিও লক্ষ্য করে দেখেছি। আপনাকে এবং স্বাগতা দিদিকে দারুন মানিয়েছে দেখে যেন মনে হচ্ছে দুটি বোন।

 11 months ago 

বিবাহ বার্ষিকীতে প্রথমে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বৌদি। বিবাহ মানে দুটি বন্ধনে আবদ্ধ। দুটি মানুষের একত্রে সারাটা জীবন একসঙ্গে চলা। দুটি মানুষের একই হৃদয়ে বহমান অতিবাহিত করা। আপনার বিবাহ বার্ষিকীতে দাদা আপনাকে এত বড় সারপ্রাইজ দিয়েছে এটা পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে কারণ ভালোবাসার মানুষকে খুশি রাখতে পারাটায় এটাই সবচেয়ে বড় কথা। আপনাদের জীবন দীর্ঘ হোক সুখে থাকবে ভালো থাকবেন এই কামনাই করি।

Posted using SteemPro Mobile

 11 months ago 

এক জীবনে এত গুলো ভালোবাসার মানুষ থাকলে তো আর কোন কিছু্র দরকার পড়ে না। দরকার পড়ে না। এত সুন্দর একটি সারপ্রাইজ পার্টি কিন্তু প্রতিটি মেয়েরই স্বপ্ন। বুঝাই যাচ্ছে যে কতটা ভালোবাসলে এমন সুন্দর একটি আয়োজন করতে পারে। ইস্ আমারই তো যেতে মন চাইছে এমন একটি অনুষ্ঠানে। দোয়া করি অটুট থাকুক ভালোবাসা চিরদিন।

 11 months ago 

গতদিন সকালে আমার দেবর জানায় ৪ তারিখে একটা ব্রলার মুরগি আনবো এতেই হবে আর চলো নিকো পার্ক গেলে হবে। তার মানে দুইটি আমার অপছন্দের। তো কিছু বললাম না। একটু মন খারাপ হয়েছিলো। তো আপনাদের দাদা বললো ৪ তারিখ বাইরে থেকে বেরিয়ে আসা যাক। গত রাতে স্বাগতা ও বললো চলো সকাল সকাল আমরা বেরোবো।

বৌদি এই কথা গুলো পড়ে তো আমি হাসতে হাসতে শেষ। সবাই মিলে বেশ ভালোই প্ল্যান করেছে, তাই আপনার সামনে এগুলো বলেছে আর কি😂। আপনাদের পরিবারের বন্ডিংটা আসলেই দারুণ। সবার সাথে সবার কতো মিল। দোয়া করি সবাই যেন এভাবেই হাসিখুশি থাকতে পারেন সবসময়। এমন সারপ্রাইজ পেলে আসলেই খুব ভালো লাগে। খোলামেলা জায়গায় বিবাহ বার্ষিকী পালন করার আইডিয়াটা জাস্ট অসাধারণ। যাইহোক আপনার এবং বড় দাদার ভালোবাসার বন্ধন অটুট থাকুক সারাজীবন সেই কামনা করছি। এতো চমৎকার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা বৌদি। আপনি আর দাদা সারাজীবন এভাবেই একে অপরের পাশে সুখে দুঃখে একসাথে থাকবেন এই কামনাই করছি। সত্যি এই বিশেষ দিনে প্রিয়জনদের কাছ থেকে সারপ্রাইজ পেলে অনেক ভালো লাগে। শুভকামনা রইল আপনাদের আগামী দিনের জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76024.68
ETH 2926.23
USDT 1.00
SBD 2.60