স্বরচিত নতুন একটি কবিতা " সাত জন্মের বন্ধন"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এখানে প্রায় সারাদিন মেঘলা থাকে মাঝে মাঝে বৃষ্টি হয়। তার মধ্য কেমন একটা ভ্যাপসা গরম। কিছুদিন ধরে নিজের শরীর খুব একটা ভালো না। মাঝে মাঝে শরীরটা ভীষণ দুর্বল লাগে। আবার মাথাটা একটু একটু ব্যাথা করে। বুঝতে পারছি না কি হচ্ছে। তবে আমি সামান্য কিছুতে ভেঙ্গে পড়ি না। খুব সহজে আমার মানুষটিকে কিছু বলি না। কারণ ও সারাদিন কাজে ব্যাস্ত থাকে। তাই আমি এর ভিতরে ওকে আর টেনশনে রাখতে চাই না। আমি আমার জন্য কেউকে কষ্ট দিতে চাই না। তাই আমি সবকিছু দিয়ে চেষ্টা করি আমার পরিবারের সবাইকে ভালো রাখতে।
আজ সকাল থেকে শরীরটা ভালো লাগছে না। সকালে কাজ করছি আর আমার প্রিয় বোনের সাথে কথা বলতে বলতে একটি কবিতা লিখি। আজ সেই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করছি। হটাৎ করেই এটি লিখা। সামনে রাখি পূর্ণিমা তাই ভাবছিলাম সেটি নিয়ে কিছু আঁকবো সেটা আর হলো না। মাঝে মাঝে যা চিন্তা করি তা আর হয় না। অনেক দিন পর আবার একটি ভালোবাসার কবিতা লিখছি।আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে। যাই হোক কবিতাটি শুরু করা যাক

IMG_20220219_171042.jpg

সাত জন্মের বন্ধন

একে অপরের প্রতি অলিখিত অধিকার হয়ে গিয়েছে নিজেরাই বুঝিনি!
কবে থেকে যেন সম্মোধন পাল্টেছে ,সম্পর্কের ভালোবাসার
কি ভাবে স্বপ্ন শুরু হয় জানিনা, শুধু জানি তোমায় ভালোবাসি।
কত দিন, কত নির্ঘুম রাতে আমি পেয়েছি তোমার ভালোবাসার সেই উত্তাপ,
মান-অভিমানে কাটতে থাকা দিনের শেষে আসে দিনের আলো,
গঙ্গার ঘাটে পাশাপাশি হাতে হাত রেখে হেঁটেছি অনেকটা পথ।
আজও আমাদের প্রতিটি রাত কাটে শুধু ভালোবেসে।

আমায় একটু ঢুকতে দাও তোমার মাঝে
একবার সাঁতরে পার হই, যেখানে জল থই থই
তোমার প্রেম দাড়িয়ে আছে!
আমায় একবার তাকাতে দিও শুধু তোমার পানে,
তোমার শান্ত দিঘির মত গভীর চোখে,
চোখে চোখ রেখে একটিবার বল ,তোমায় ভালোবাসি!
আমি সেই বিশ্বাসে ডানা ঝাপটে যাই তোমার কাছে,
বাঁচতে পারি এভাবে যেন আরো অনেক গুলো বছর,
আমায় একটু সুখ ধার দিও যদি তাতেই ভরে ওঠে জীবন।
শুকিয়ে যাওয়া নদীর জলে নিঃশ্বাসটুকু,
সাত রঙে রঙিন হলো আমাদের দীর্ঘশ্বাসটুকু।
তোমার আমার যে হয়েছে সাত জন্মের বন্ধন।

Sort:  
 2 years ago 

বৌদি প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। এই সময় অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে হয়তো এমনটা হচ্ছে। তবে যাই হোক বৌদি আপনার লেখা কবিতাটি কিন্তু চমৎকার হয়েছে। দারুন একটি কবিতা লিখে সকলের মাঝে শেয়ার করেছেন এবং আমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বৌদি।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

আমায় একটু ঢুকতে দাও তোমার মাঝে
একবার সাঁতরে পার হই, যেখানে জল থই থই
তোমার প্রেম দাড়িয়ে আছে!

আহা প্রেম বুঝি এমনই হয় প্রেমের মাঝে যখন ডুবে যায় মানুষ তখন সাঁতার কাটতেও ভুলে যায়। প্রেম মানুষকে অন্ধ করে ফেলে আর প্রেম ছাড়া মানুষ বাঁচেই বা কি করে।

 2 years ago 

বৌদি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ।আপনার কবিতাগুলো বরাবরই আমার অনেক ভালো লাগে। মনে হয় ইদানিং আপনার অনেক ব্যস্ত সময় কাটছে তাই আগের মত নিয়মিত কবিতা পাচ্ছি না আপনার। ধন্যবাদ বৌদি ভালো থাকবেন সব সময় এই শুভ কামনা করছি।

 2 years ago 

প্রিয় বৌদি, আপনার অসুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আপনাকে যেন খুব দ্রুত সুস্থ করে তোলেন। বৌদি, প্রিয় বোনের সাথে কথা বলতে বলতে খুবই চমৎকার একটি কবিতা লিখে ফেলেছেন। কবিতা লেখায় আপনি খুব পারদর্শী তা আর নতুন করে বলার কিছুই নেই।আজও আমাদের প্রতিটি রাত কাটে শুধু ভালোবেসে। সত্যিই তাই প্রতিটি দিন শুরু হয় ভালোবাসার মানুষকে ভালবেসে এবং প্রতিটি রাত শেষ হয় ভালোবাসার মানুষকে ভালোবেসে। আপনার কবিতার মাধ্যমে খুবই মূল্যবান একটি কথা বলেছেন বৌদি। খুবই চমৎকার একটি ভালবাসার কবিতা উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

বৌদি আপনি খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন।

শুকিয়ে যাওয়া নদীর জলে নিঃশ্বাসটুকু,
সাত রঙে রঙিন হলো আমাদের দীর্ঘশ্বাসটুকু।
তোমার আমার যে হয়েছে সাত জন্মের বন্ধন।

বিশেষ করে কবিতার এই লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সেই সাথে সৃষ্টিকর্তার কাছে আপনার সুস্থতা কামনা করছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

শুকিয়ে যাওয়া নদীর জলে নিঃশ্বাসটুকু,
সাত রঙে রঙিন হলো আমাদের দীর্ঘশ্বাসটুকু।
তোমার আমার যে হয়েছে সাত জন্মের বন্ধন।

বৌদি আপনার শরীর খারাপ এই কথাটি জেনে খুবই খারাপ লাগলো। সৃষ্টিকর্তা যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলেন এই কামনা করি সব সময়। বৌদি আপনার এই অসুস্থতার মাঝেও দারুন একটি মিষ্টি প্রেমের কবিতা লিখে উপহার দিয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সব সময় চাই আপনাদের সাত জন্মের বন্ধন অটুট থাকুক। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। ♥️♥️♥️

 2 years ago 

আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। সত্যিই অসাধারণ কবিতা লিখেছেন বৌদি। এই কবিতার মাধ্যমে জনম জনম ভালোবাসার মানুষটিকে কাছে রাখার অনুভূতি প্রকাশ পেয়েছে, ভালো লাগলো।

 2 years ago 

হ্যা, বৌদি এই বিষয়টি আমি অনেকের মাঝেই দেখেছি, নিজেকে খুব কঠিনভাবে আয়ত্বে রাখে এবং খুব সহজেই ভেঙ্গে পড়ে না, আপনার মাঝেও দারুণ এই গুনটি রয়েছে। সব সময় প্রার্থনা করি ভালো এবং সুস্থ্য থাকুন।

আপনার কবিতা বরাবরের মতোই একটু বেশী আবেগ এবং সাথে ভালোবাসার অনুভূতি, আজকের কবিতাটিও দারুণ ছিলো-

আমি সেই বিশ্বাসে ডানা ঝাপটে যাই তোমার কাছে,
বাঁচতে পারি এভাবে যেন আরো অনেক গুলো বছর,
আমায় একটু সুখ ধার দিও যদি তাতেই ভরে ওঠে জীবন।

 2 years ago 

অসম্ভব সুন্দর ছিল পুরো লেখাটা। সত্যিকারের একটা আবেগ বলা যায়। আমার মনে হয় একদম বিশুদ্ধ মন ছাড়া এমন ধরনের লেখা আসবে না দিদিভাই। আর হ্যাঁ আপনাকে কিন্তু ভালো থাকতেই হবে। আপনি ছাড়া সব কিছু অচল হয়ে যাবে 😊। ভগবান আপনাদের সবাইকে ভালো রাখুক। 🙏🙏

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.032
BTC 63547.08
ETH 3070.13
USDT 1.00
SBD 3.83