"স্বরচিত নতুন একটি কবিতা " ফিরে আসা "

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20220706_183037.jpg

ফিরে আসা

চাইলেই একটি নদী শঙ্খচিল হয়ে উড়ে আসে
ফুল ফোটে ,বৃষ্টি হয় কবিতার মত জোসনা ভাসে,
আমি চাইলেই একটি মেঘ কাছে আসে ছায়া দেয়,
দেয়ালে আলোয় ছায়ার খেলায় প্রিয় মানুষটির মুখ দেখা যায়।

আমি এখনো নাগরিক শৃঙ্খল বেরিয়ে ভেঙ্গে দুর্বা ঘাসের স্বপ্ন দেখি,
বিলুপ্ত অরণ্য মৃগয়া ভূমি দেখে থমকে দাঁড়াই,
যখন কচি পাতার বুকে আলো হয়ে আসে কিশোরী সকাল -
আমি দুরন্ত বাতাসের সাথে ফিসফিস করে গল্প করি
আমি কাল্পনিক পাখিদের সাথে তর্ক করে করে করে ক্লান্ত হই।

আমি তোমাদের পোড়া মাটির শহরে প্রাণ খুঁজে পাই না আর
যেখানে নদী ছিল, সেইখানে ইটের পাহাড়!
এই শহরে রঙিন আলোর উৎসব একদিন
কোন এক বাঁধ ভাঙ্গা পূর্ণিমার রাতে যদি মনে লয়
ঈশ্বরের সৃষ্টির পৃথিবীতে আমি ফিরে যাব নিশ্চয়।

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর লিখেছেন দিদি। আপনার এই কবিতা পড়ে জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার কথা মনে পড়ে গেল।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

নদীর স্রোতের কলতান-
মুগ্ধ করে চঞ্চলা করে মন,
আমি মুগ্ধ নয়নে তাকিয়ে রই
ভালোবাসার গভীরে হারিয়ে যাই।

আজ নদী নেই, নেই সেই স্রোতের কলতান কারন ইট পাথড়ের দালানের ভীড়ে সবকিছু চলে যাচ্ছে আড়ালে। খুব সুন্দর অনুভূতি তুলে ধরেছেন বৌদি, ভালো লেগেছে কবিতাটি।

 2 years ago 

ভাইয়া কাল রাতে স্টিমিট এর সমস্যার জন্য দুই বার পোস্ট হয়ে গেছে। ধন্যবাদ ভাইয়া কবিতাটি পড়ার জন্য।আর সুন্দর মন্তব্যের জন্য। আপনার কবিতা ও অনেক সুন্দর হয়।

 2 years ago 
দিদি আপনার কবিতা পড়ে আমার ভাল লেগেছে। অনেক সুন্দর কিছু কথা আপনি এখানে তোলে ধরেছেন। পোড়া মাটির শহর বানাতে গিয়ে নদী বিলীন হয়ে গিয়েছে। ধন্যবাদ সুন্দর কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।
 2 years ago 

চমৎকার লিখেছেন দিদি কবিতাটি। অসাধারণ পংক্তিমালা। শহরে জীবন ও গ্রামীণ জীবনের বিশাল পার্থক্য তুলে ধরা হয়েছে এই কবিতায়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60704.11
ETH 2452.38
USDT 1.00
SBD 2.62