Diy (এসো নিজে করি) ওয়েল পেষ্টাল রং দিয়ে " মা পাখি তার ছানাদের খাবার খাওয়ানোর দৃশ্য অংকন"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে নিজের আঁকা একটি ছবি শেয়ার করবো। অনেক দিন হলো আমি কোনো ড্রইং করতে পারছি না। শুধুমাত্র সময়ের অভাবে কিছু আঁকতে পারিনা। কিছুদিন ধরে আঁকার চেষ্টা করছি কিন্তু পারছি না। তাই আজ সকালে একটু তাড়াতাড়ি উঠে এই ড্রইংটি করছি।বেশ কিছুদিন ধরে আমার প্রিয় মানুষটি বারবার বলছে ড্রইং করার জন্য। তাই একটু সময় বের করে এঁকে নিলাম। আপনারা জানেন আমি খুব
একটা আঁকতে পারিনা। তবুও নিজে একটু আঁকার চেষ্টা করি। জানিনা আপনাদের কেমন লাগবে। আমার
অঙ্খন যদি আপনাদের ভালো লাগবে তাহলে আমার আঁকা সার্থক। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20220512_075318.jpg
উপকরণ:
১.সাদা কাগজ
২. পেনসিল
৩. রবার
৪. ওয়েল পেস্টাল রং

IMG_20220511_155610.jpg
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে পেনসিল দিয়ে একটি পাখির বাসা আঁকতে হবে। এবং বাসার ভিতর কয়েকটি পাখির ছানা এঁকে দিলাম।

IMG_20220511_161344.jpg

IMG_20220511_161504.jpg

IMG_20220511_161936.jpg
২. এবার একটা মা পাখি এঁকে দিলাম। এখানে এবং একটি গাছের ডাল আঁকলাম। গাছের ডালে কয়েকটি ছোট ছোট পাতা এঁকে দিলাম।

IMG_20220511_162028.jpg

IMG_20220511_162513.jpg

IMG_20220511_162519.jpg

IMG_20220511_163000.jpg

IMG_20220511_164752.jpg

IMG_20220511_165657.jpg

৩. এবার রং করে নিতে হবে। প্রথমে আকাশের রং করে নিলাম। পরে পাতায় সবুজ রং করে নিলাম। এরপর গাছটি রং করে নিলাম।

IMG_20220511_170454.jpg

IMG_20220511_172416.jpg

IMG_20220512_072727.jpg

IMG_20220512_073136.jpg

IMG_20220512_073300.jpg

IMG_20220512_073438.jpg

IMG_20220512_074127.jpg
৪.এবার পাখিটি রং করে নিলাম

IMG_20220512_075242.jpg

IMG_20220512_075254.jpg
তৈরি হয়ে গেল আমার অঙ্কন। আশা করি করি আপনাদের ভালো লাগবে।

Sort:  
 2 years ago 

বাহ বৌদি, কী কিউট একটা ছবি এঁকেছ! পাখিগুলোকে অনেক মিষ্টি দেখাচ্ছে। মা পাখি কে তোমার মত মিষ্টি লাগছে বৌদি😊😊

 2 years ago 

বৌদি আপনি অনেক সুন্দর আর্ট করতে পারেন তাই দাদা আপনাকে চিত্র অঙ্কণ করতে বলেছে, আর প্রিয় মানুষ গুলো জন্য কিছু জিনিস তৈরি করলে সত্যি সেটি অনেক সুন্দর হয়, আপনার চিত্র অঙ্কণটি আমার খুবই ভালো লেগেছে বৌদি, চিত্রটিতে খুব চমৎকার ভাবে কালার করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য বৌদি মনি।

 2 years ago 

আপনি ওয়েল পেষ্টাল রং দিয়ে মা পাখি তার ছানাদের খাবার খাওয়ানোর দৃশ্যটি অসাধারণ ভাবে অংকন করেছেন। দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের দৃশ্য আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

মা পাখি তার ছানাদের খাবার খাওয়ানোর দৃশ্য অংকন দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি বৌদি আপনি খুবই দক্ষতার সাথে এই চিত্রটি অঙ্কন করলেন, সত্যি আপনার দক্ষতা প্রশংসা করে শেষ করা যাবেনা। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করলেন। আপনার চিত্রটি আমার খুবই ভালো লেগেছে, শুভকামনা রইল আপনার জন্য, পরবর্তীতে আরো সুন্দর সুন্দর চিত্র আপনার কাছে উপহার পাবে এই আশায় রইলাম।

 2 years ago 

দারুন লাগছে ছবিটি ❣️
বিশেষ করে ছবির থিম ভীষণ সুন্দর ছিল।
বৌদির সবগুলো দিয়েছেন উপর ওয়ালা 🤗
দোয়া রইল 🥀

 2 years ago 

বৌদি আপনার চিত্রাংকন দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। মা পাখি তার ছানাদের খাবার খাওয়াচ্ছে এরকম একটি মধুর দৃশ্য আপনি খুবই সুন্দরভাবে জলরং এর মাধ্যমে তুলে ধরেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বৌদি আমাদের মাঝে এত সুন্দর ভাবে এতো সুন্দর একটি চিত্রাঙ্কন উপস্থাপন করার জন্য।

 2 years ago 

বৌদি আপনি অসম্ভব সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার এই আর্ট দেখতে অনেক অনেক সুন্দর হয়েছে‌। আপনার এই আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম । আপনার আর্টের মধ্যে অনেক সুন্দর একটি জিনিস তুলে ধরেছেন। কত সুন্দরভাবে মা পাখিটি তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছেন দেখতে অসাধারণ লাগছে। কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এককথায় খুব দারুন হয়েছে দিদি ।অয়েল প্যাস্টেল রং দিয়ে যেকোনো কিছু অংকন করতে আমার খুবই ভালো লাগে ।কারণ আমি ছোটবেলা থেকেই এই রং গুলো ব্যবহার করে এসেছি। আর এখনও পর্যন্ত এই রঙের ব্যবহার করে থাকি। আপনি খুব সুন্দর করে এবং দক্ষতার সাথে মা পাখির বাচ্চাদের খাওয়ানোর দৃশ্য ফুটিয়ে তুলেছেন ।খুব ভালো লাগলো আজকে অনেকদিন পর এই চিত্রাংকন টি দেখে।

 2 years ago 

বাহ,খুব সুন্দর হয়েছে অঙ্কনটি বৌদি।পাখি এবং পাখির বাচ্চাগুলো খুবই কিউট দেখতে লাগছে।কালার কম্বিনেশন দারুণ হয়েছে।আর আমরা এই রঙকে মোম রং বলি।ধন্যবাদ বৌদি।

 2 years ago 

সত্যিই অসাধারণ হয়েছে বৌদি। মুগ্ধ হয়ে গেলাম আপনার আজকের ড্রয়িং টি দেখে। বিশেষ করে কালার কম্বিনেশন টা খুব সুন্দর ভাবে করেছেন বৌদি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে গাছের পাতাগুলো। খুব সুন্দর ভাবে গাছের পাতাগুলো রং করেছেন। ধন্যবাদ বৌদি এত সুন্দর একটি ড্রইং আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63330.55
ETH 2645.93
USDT 1.00
SBD 2.82