"টবের পুদিনা পাতা ও গাছের লেবু দিয়ে ঠান্ডা ঠান্ডা টক দই এর শরবত"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি শরবতের রেসিপি শেয়ার করবো। আমাদের এখানে এই দুই থেকে তিন দিন প্রচন্ড গরম পড়ছে ,আর খুব রৌদ্র। এর এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা টক দই এর শরবত হয় তাহলে মন্দ নয় না। প্রথমে এক বার ভাবছিলাম লাচ্ছি তৈরি করি পরক্ষনেই ভাবলাম আমার তবে তো পুদিনা পাতা আছে তাহলে আর লেবু ও আছে তাহলে শরবত তৈরি করি। আর এই গরমে পুদিনা পাতা শরীরের জন্য খুবই উপকারী। সবকিছু চিন্তা করে তাই শরবত তৈরি করলাম। আর শরবত টি অনেক টেস্টি ছিলো। খাওয়ার পর মনে হচ্ছিলো পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। আর তাই আপনাদের সাথে শেয়ার করি।তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে ফিরে যাই।

IMG_20220621_153723.jpg
উপকরণ:
১. টক দই - ৬ চামচ
২. পুদিনা পাতা - ৭- ৮ টি
৩. চিনি - স্বাদ মতো
৪. লেবু - ১ টি
৫. বিট লবণ - ১ চামচ
৬. কয়েক টুকরা আইস কিউব

IMG_20220621_152523.jpg
পুদিনা পাতা, লেবু ও চিনি

IMG_20220621_152532.jpg
টক দই

IMG_20220621_152550.jpg
বিট লবণ
প্রস্তুত প্রণালী:
১.প্রথমে লেবু থেকে রস বের করে নিতে একটা পাত্রে।

IMG_20220621_152838.jpg

IMG_20220621_153007.jpg

২. এবার ব্লেন্ডার জারে ৬ চামচ টকদই নিতে হবে।টক দইয়ের ভিতরে একে একে পুদিনা পাতা, লেবুর রস, ১ চামচ চিনি ও এক চামচ বিট লবণ দিয়ে দিতে হবে।
এখানে চিনির পরিমাণ কম নিয়েছি।কারণ আমাদের বাড়িতে চিনি কেউ তেমন খায় না।আর আপনাদের দাদা চিনি খায় না।চাইলে আপনারা আপনাদের পছন্দ মত চিনি দিতে পারেন।

IMG_20220621_152726.jpg

IMG_20220621_152746.jpg

IMG_20220621_153029.jpg

IMG_20220621_153038.jpg
৩. এবার সব শেষে পরিমান মতো ঠান্ডা জল দিয়ে ব্লেন্ড করে আনতে হবে।

IMG_20220621_153130.jpg
৪. ব্লেন্ড করা হয়ে গেলে একটা শরবতের গ্লাসে কয়েক টুকরো আইস কিউব নিতে হবে। এরপর ওই গ্লাসে ঢেলে দিতে হবে।এরপর পুদিনা পাতা ও লেবু দিয়ে সাজিয়ে নিলাম।

IMG_20220621_153604.jpg

IMG_20220621_153744.jpg

IMG_20220621_153655.jpg
এবার পরিবেশনের জন্য আমার শরবত টি তৈরি হয়ে গেল ।বাড়তে আত্মীয়-স্বজন আসলে ঝটপট এই শরবত টি তৈরি করে দিতে পারেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

Sort:  
 2 years ago 

আমি মনে করি এই জাতীয় রেসিপিগুলো প্রচন্ড গরমের দিনে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই মাঝেমধ্যেই এসব রেসিপি তৈরি করে পরিবারের সদস্যদের মাঝে শেয়ার করে খেলে অন্যান্য সদস্যরা খুবই খুশি হয়।

পুদিনা পাতা ও লেবু দিয়ে টক দই এর শরবত বানানোর রেসিপি টা সত্যিই উপকারী। এই গরমের দিনে এই শরবত উপকারে আসে। ঠান্ডা ঠান্ডা শরবত তৈরির রেসিপির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন।সামনে আরো নতুন নতুন রেসিপি যেন আমাদের সাথে শেয়ার করতে পারেন দোয়া করি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বৌদি খুবই লোভনীয় একটা রেসিপি শেয়ার করেছেন আজ, সত্যি এই সময়ে গরমের মাঝে হৃদয়টাকে ঠান্ডা করার সেরা উপায়। আর বাড়ীর গাছের পুদিনা পাতা, সাথে লেবু, তাতে কিন্তু আগ্রহটা দ্বিগুণ হয়ে যায়।

আমাদের বাড়ীতে সব সময় টক দই থাকে, ঠিক এভাবে আমিও বাড়ীতে ফিরে একগ্লাস শরবত খাই, শরীরটা দারুণ সতেজ হয়ে যায়। ধন্যবাদ

 2 years ago 

ঠান্ডা ঠান্ডা টক দই এর শরবত রেসিপি দারুন লোভনীয় হয়েছে। এই গরমে এধরনের শরবত খেতে অনেক ভালো লাগে। বৌদি আপনি অনেক সুন্দর ভাবে এই শরবত রেসিপি তৈরি করে সকলের মাঝে শেয়ার করেছেন। মজার এই শরবত রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

 2 years ago 

গরমের দিনে রকম শরবত হলে তো একদম কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে । দই এর সাথে পুদিনা পাতার অসাধারণ কম্বিনেশনে একটি শরবত তৈরি দেখিয়েছেন দিদি । পুদিনা পাতা এমনিতেও আমাদের শরীরের জন্য অনেক উপকারী । এই শরবত খেলে আমাদের শরীরের আসলে অনেক উপকার হবে আমি মনে করি । ধন্যবাদ দিদি আপনাকে আমাদের সাথে চমৎকার একটি শরবত এর রেসিপি শেয়ার করে নেওয়ার জন্য ।

 2 years ago 

গরমের দিনে এগুলোর বেশি বেশি প্রয়োজন। সুযোগ পেলেই বাড়িতে বানাতে হয় দেখছি। তবে দিদি তোমার মতো বাড়ির পুদিনা পাই কই আমাকে সেগুলো বাজার থেকেই কিনতে হবে। 🤗

 2 years ago 

বৌদি একদম সঠিক বলেছেন এই গরমে পুদিনা পাতা যেমন উপকারী ঠিক তেমনি লেবু ও টকদই সমানভাবে উপকারী। আপনি তিনটি অত্যন্ত উপকারী উপাদান দিয়ে লোভনীয় একটি শরবত রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটি দেখে আমার কাছে খুব ভালো লাগলো। সকলের মতো আমি নিজেও টকদই অনেক বেশি পছন্দ করি আমরা গ্রামে গেলে মহিষের দুধের টক দই প্রচুর পরিমাণে খাই। আজকের শরবত রেসিপি টি নিঃসন্দেহে সুস্বাদু হয়েছে বুঝতেই পারছি। এই গরমে অত্যন্ত উপকারী এই শরবত রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

দিদি তোমার এই টক দইয়ের শরবত এর পোস্টটা দেখার অপেক্ষায় ছিলাম। নতুন একটা জিনিস শিখতে পারলাম। খুব তাড়াতাড়ি তোমার এই শরবত এর রেসিপি দেখে বাড়িতে তৈরি করবো। ভালোবাসা নিও ❤️❤️।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর ভাবে এই শরবতটি ডেকোরেশন করেছেন।

এমন ঠান্ডা শরবত খেতে আমার খুবই ভালো লাগে। পাঠিয়ে দেন না একটু আপু😳। যাই হোক আপনি খুব সুন্দরভাবে রেসিপিটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা ও ভালবাসা নেবেন আপু 🥰❣️।

 2 years ago 

কিছুদিন যাবত বাহিরের প্রচন্ড পরিমাণে গরম পরছে তাতে এমন এক গ্লাস পুদিনা পাতা টক দই এবং লেবুর শরবত খেলে খুব ভালো লাগবে। আমার তো দেখেই সব খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আপনার কাছ থেকে নতুনভাবে শরবত রেসিপি শিখে নিয়েছি।আমি অবশ্যই বাসায় ট্রাই করব।আপনাকে অনেক অনেক ধন্যবাদ বৌদি আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60497.39
ETH 2637.52
USDT 1.00
SBD 2.56