"আন্তর্জাতিক বইমেলায় চার দিনে ঘুরতে যাওয়ার আনন্দ ঘন মুহূর্ত

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন।সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা করছি। আপনারা জানেন আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছিলো ২৮ শে ফেব্রুয়ারি আজ তার শেষ দিন ছিলো। আমরা এই পর্যন্ত চার বার বইমেলায় গিয়েছি। প্রথমবার গিয়েছিলাম ২ তারিখ, দ্বিতীয়বার ৭ তারিখ, তৃতীয়বার ১১ তারিখ ও চতুর্থবার ১৩ তারিখ গিয়েছিলাম। আমরা মেলাতে একদিনের বেশি যাই না। এইবার শুধু এতবার যাওয়া হলো। প্রথমদিন মেলাতে গিয়ে তেমন বেশি ঘুরাঘুরি করিনি। আপনারা তো প্রথমদিনের ঘটনা জানেন।প্রথমদিন মেলাতে গিয়ে শুধু বই কিনেছিলাম তাই আর ঘুরাঘুরি করতে পারিনি।শুধু খাওয়া দাওয়া করে বাড়ীতে চলে আসছিলাম।

IMG_20220307_174941.jpg

IMG_20220307_175052.jpg
এরপর দ্বিতীয়দিন আমার মেলাতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। ওই দিন শুধু আমি আর টিনটিন ছাড়া আর সবাই যাবে। তাই আমি সকাল থেকে আমি আমার কাজ করছিলাম। কারণ ঘরে অনেক কাজ রয়েছে। তাই আমি আর আমার শাশুড়ি দুই জনে মিলে কাজ করছিলাম। এমন সময় হঠাৎ করে আমার দেবোর বলে তুমি মেলাতে কেনো যাবে না? আমি বললাম আজ তোমরা যাও আমি অন্য একদিন যাবো। সে শুনতে চাইলো না। আসলে কোথাও ঘুরতে যাওয়ার সময় আমাকে না নিয়ে কোথাও যায় না। তাই সেদিন অনিচ্ছা সত্ত্বেও যেতে হয়েছিলো। তবে সেদিন ঘুরতে যাওয়া বৃথা যায় নি। কারণ ওইদিন মেলাতে গিয়ে আমার এক ছোট বোনের সাথে দেখা হয়ে গেল। সে তো আমাকে দেখে খুব খুশি। আমি ও তাকে দেখে খুব খুশি। এরপর আমি আমার সেই বোন দুইজনে মিলে অনেক ঘুরাঘুরি করলাম। সেই দিন এসেও আমার প্রিয় মানুষটি সে শুধু বই কিনছে। আসলে সে বই দেখলে না কিনে পারে না। কিছু বই কিনে ও ঘুরাঘুরি করে একটু ক্লান্ত হয়ে একটি মঞ্চের সামনে গিয়ে বসলাম।

IMG_20220307_175831.jpg

IMG_20220307_175348.jpg

IMG_20220307_175337.jpg
মঞ্চের চারপাশে দারুন ভাবে ফুল গাছ দিয়ে সাজিয়েছে। এরপর তৃতীয় দিন আমি আমার শাশুড়িকে নিয়ে আবার যেতে চাইলাম। কারণ আমার শাশুড়ি কোলকাতার বইমেলা কোনোদিন দেখি নি তাই ভাবলাম তাকে ও নিয়ে যাই। আসলে আমার শাশুড়ি ও আমার মতো ঘুরতে খুব পছন্দ করে। তাই আমি আমি বলাতে সে রাজি হয়ে গেল। তাই সকাল সকাল কাজ সেরে আমরা প্রায় ৪.৩০ দিকে রওনা হলাম। ওই দিন যাওয়ার আর একটা উদ্দেশ্য ও ছিলো। আর তা হলো দুইজনে একসাথে একটু ঘুড়ার। আমরা বেশ কিছুদিন দুইজনে কোথাও যাওয়া হয়নি। কারণ সারাক্ষণ তার কাজ থাকে। তাই আমি কোথাও যাবার কথা বলি না আর নিজে ও কোথাও যাই না। কারণ আমার রাগ হলে কিছু বলি না চুপচাপ থাকি। তাই সে বুঝতে পেরে নিজেই ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো। কিন্তু
ওইদিন আমাদের যেতে যেতে প্রায় এক ঘণ্টার মতো সময় লেগে গিয়েছিলো। আমরা ৭ নম্বর গেট দিয়ে ঢুকে ছিলাম। এরপর কিছুক্ষন আমার শাশুড়িকে ঘুরে দেখলাম। আর আমরা কিছু বই কিনলাম। এরপর আমার শাশুড়ি ও টিনটিন বাবু আর আমার এক কাকা গিয়েছিলো তাদেরকে কয়েকটি আইসক্রিম কিনে দিলাম। আর কাকাকে টাকা দিয়ে বললাম নিজের পছন্দ মতো খাবার কিনে খেতে বললাম।

IMG_20220311_190614.jpg

IMG_20220311_190532.jpg

IMG_20220311_183348.jpg

IMG_20220311_183340.jpg
এরপর আমরা দুইজনে প্রচুর ঘুরলাম আর বই কিনেছি। সেদিন আসতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিলো।
এরপর গতকাল আমার এক ছোট বোনের অনুরোধে কাল আবার গেলাম। তবে কাল অল্প কিছু সময় মেলার ভিতরে ছিলাম। গতকাল বইমেলায় অনেক লোক হয়েছিলো। এত লোক হয়েছিলো যে এক জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পারিনি। তাই অল্প কিছু ছবি তুলে আর সবার জন্য মিষ্টি পান কিনতে গিয়ে আমি তো লোকের ভীড়ে প্রায় আধমরার মতো অবস্থা হয়ে গিয়েছিলো। যদিও আমি পান খাই না তাই শুধু আমার জন্য বাদে বাকি সবার জন্য কিনা হয়েছিলো।

IMG_20220311_193314.jpg
এবার আমি লেখকের স্বাক্ষর করা একটি বই কিনলাম আর কিছু পেইন্টিং এর ছবি তুললাম। এরপর আমরা ১ নম্বর গেট দিয়ে বেরিয়ে গেলাম। গেট থেকে বেরিয়ে আমরা প্রায় এক ঘণ্টার মতো দাঁড়িয়ে ছিলাম গাড়ির জন্য। চারদিনের ঘটনা একটা পোস্টে লিখা সম্বব নয়। তাই আমি সংক্ষিপ্ত করে লিখলাম। তবে এই চার দিনে অনেক মজা করেছিলাম। আর এবার বইমেলা টিনটিন বাবুর প্রথম বইমেলা ছিলো। বাবু ও খুব আনন্দ পেয়েছে। আর টিনটিন বাবু ও নিজের পছন্দ মতো অনেক গুলো বই কিনেছিলো। আর টিনটিন বাবু বই কিনে আসার সময় সারা পথ বই পড়তে পড়তে এসেছিলো। সত্যি এই চার দিন অনেক মজা করেছিলাম।

IMG_20220313_171917.jpg

IMG_20220313_171622.jpg

IMG_20220311_194112.jpg

Sort:  

Hello, very good work.I see that you like travel and adventures, I would like to take the audacity to invite you to Steem Travelers.There you can share all your expectations, reviews, cultural and historical aspects.

https://steemit.com/trending/hive-111293.

You greet you @rafaelcmontero of Steem-Travelers Team.

 2 years ago 

দিদি তোমার বইমেলায় যাওয়ার চার দিনের অভিজ্ঞতা পড়ে বেশ দারুন লাগলো কিন্তু। আর রবিবার যেহেতু বইমেলার শেষ দিন ছিল সত্যিই খুব ভিড় হয়েছিল আমিও শুনলাম।আর এবারের বইমেলা আমার কাছেও ভীষণ স্পেশাল। অনেক ধন্যবাদ দিদি তোমাকে এত সুন্দর ভাবে বই মেলায় যাওয়ার মুহূর্ত গুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ভালোবাসা নিও।

 2 years ago 

যদিও বৌদি আমি, দাদার পোস্টে গতকাল দেখেছি আপনারা বেশ ভালই ঘোরাঘুরি করেছেন এবং বেশ ভালো সময় দুজনে মিলে কাটিয়েছেন। আমাদের কাছেও বেশ ভাল লেগেছে যে আপনারা পারিবারিক ভাবে বেশ ভালো সময় বইমেলাতে স্বাচ্ছন্দে কাটিয়েছেন ।আপনাদের বইয়ের কালেকশন গুলো অনেক ভাল ছিল ।আমার কাছে বেশী ভালো লেগেছে পেইন্টিং গুলো আর লেখকের কাছ থেকে স্বাক্ষর নিয়েছেন এটাও ভালো একটা দিক ছিল । ধন্যবাদ আপনাদের অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।

 2 years ago 

আপনারা তো প্রথমদিনের ঘটনা জানেন।প্রথমদিন মেলাতে গিয়ে শুধু বই কিনেছিলাম তাই আর ঘুরাঘুরি করতে পারিনি।শুধু খাওয়া দাওয়া করে বাড়ীতে চলে আসছিলাম।

জ্বী বৌদি এটা সত্য, আমরা কিন্তু খালি বই কেনার ক্ষেত্রে স্বাক্ষী হয়েছি বাকিগুলোতে না কিন্তু হা হা হা মজা করলাম একটু। তবে ঘোরাঘুরি আমার কাছে বেশী ভালো লাগে। এগুলো কি পান? বাহ কিন্তু সুন্দর করে সাজিয়েছে আমি খাবো একটা।

 2 years ago 

বইমেলায় যেতে অনেক ভালো লাগে। বিশেষ করে বই মেলায় অনেক ধরনের বই পাওয়া যায়। এমনকি অনেক ভাষার বই ও পাওয়া যায়। আপনি চারদিন ধরে বই মেলায় গিয়েছেন শুনে অবাক হলাম। বইমেলা থেকে অনেকগুলো বই কিনেছেন শুনেও ভালো লাগলো। মনে হচ্ছে এ প্রত্যেকদিন বইমেলায় আলাদা আলাদাভাবে এনজয় করেছেন। আমাদের মাঝেই সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

গতকাল ছিল মেলার শেষ দিন। তাই সত্যি ভীষণ ভিড় হয়েছিল। এবারের বই মেলার শেষ দিন টা সত্যি ভোলার মত নয়। দারুন মজা করে সময় কেটেছে । দিদি তোমার মিষ্টি পানের ছবি দেখে সজীবের কথা খুব মনে পড়লো। আমি পান পছন্দ না করলেও সজীব মিষ্টি খুব পছন্দ করে।

দাদা এত ব্যস্ততার মাঝেও যে এত বই পড়তে পছন্দ করেন এটা সত্যি খুব ভালো লেগেছে গো আমার। অনেক ভালো থেকো। ভালোবাসা নিও।

 2 years ago 

বৌদি একই মেলায় আপনি চারবার গেলেন!! আপনাদের প্রত্যেকের পোস্ট গুলোই পড়লাম। দাদা যে পরিমাণ বই কিনেছে সেটা দেখেই আমার মেলার প্রতি আগ্রহ বেড়ে গেছে। আসলে প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি আর মানষিকতা ভিন্ন। তাই একজনের কাছে হয়ত যেটা ভালো লাগে অন্যজনের কাছে সেটা নাও লাগতে পারে। যাই হোক সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রিয় বৌদি, আপনি একদম ঠিক কথা বলেছেন, চার দিনের মেলায় গিয়ে যে আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন তা কি আর একটি পোস্টের মাধ্যমে তুলে ধরা সম্ভব। তার পরেও যতটুকু সম্ভব হয়েছে ছোট করে হলেও সেই সময়টুকুর বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার পোষ্টটি পড়ে বুঝতে পারলাম এই চারদিনের মেলায় গিয়ে ঠিক কতটা মজা করতে পেরেছিলেন। আমরাও চাই আপনি মেলায় গিয়ে যে আনন্দ উপভোগ করেছেন সেই আনন্দ যেন আপনার প্রতিদিনের সঙ্গী হয়ে থাকে। ভালো থাকবেন, সুখে থাকবেন এই প্রত্যাশা করছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

বই মেলায় কাটানো সুন্দর মুহূর্ত আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন বৌদি। বই মেলায় গিয়ে অনেক আনন্দ করেছেন এবং অনেক ঘোরাঘুরি করছেন এটা বোঝাই যাচ্ছে। আপনার কাটানো সুন্দর মুহূর্ত সকলের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বৌদি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল বৌদি।

 2 years ago 

বইমেলায় কিছু বই কেনা আর একটু ঘোরাফেরা করার মজাটাই অন্যরকম। আমাকেও বইমেলায় ঘুরতে বেশি ভালো লাগে। বৌদি আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। বৌদি আমি মনে করি আপনি আনন্দময় একটি মুহূর্ত কাটিয়েছেন আর কিছু কথা আমাদের মাঝে শেয়ার করেছেন। এজন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। সত্যি অনেক সুন্দর লাগছে বৌদি। আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক ভালোবাসা ও প্রাণঢালা শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 57983.59
ETH 3132.93
USDT 1.00
SBD 2.44