"এসো নিজে করি" (আর্ট) || গাছের ডালে বসে থাকা পাখির মধুবনি ম্যান্ডেলা আর্ট
শুভ সকাল,
প্রিয় ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ সকাল সকাল আবারও ভিন্ন ও নতুন ধরনের একটি আর্ট নিয়ে চলে এসেছি। আর্ট করতে সবসময়ই আমি পছন্দ করি। তারজন্য মাঝে মাঝেই নতুন ও ভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করি। সবসময়ই চেষ্টা করি আমার আর্টের মধ্যে ভিন্নতা আনার জন্য। তাইতো আজ একদমই ভিন্ন আর্ট নিয়ে এসেছি আর এই ধরনের আর্ট আমি প্রথমবার করেছি। এই আর্ট করে আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে কালার করার জন্য সবচেয়ে বেশি ভালো লেগেছে।
একটি পাখির মধুবনি ম্যান্ডেলা আর্ট
এই আর্টের নাম যেমন সুন্দর তেমনি আর্ট দেখতেও খুব সুন্দর। মধুবনি আর্টের মানেই হচ্ছে এর মধ্যে বিভিন্ন রঙের ছোঁয়া থাকবে। বিভিন্ন কালার দিয়ে করা হয় বলে বেশি ভালো লাগে। এই আর্টের মধ্যে আমি বেশ কিছু কালার ব্যবহার করেছি। এই আর্ট করতে অনেক সময় লেগেছিল। এই ধরনের আর্ট বেশি সময় দিয়ে করা হয় বলে দেখতে বেশি ভালো লাগে। অনেক কথা বলেছি চলুন এবার ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. সাদা আর্ট পেপার
২. সাইন পেন
৩. পেন্সিল
৪. রাবার
৫. তুলি
৬.সাদা পোস্টার রং
৭. স্কেল
মধুবনি ম্যান্ডেলা আর্ট এর ধাপসমূহ
🐦১ম ধাপ🐦
প্রথমে পাখির বডি এঁকে নেব।
🐦২য় ধাপ🐦
এবার পাখির পাখা এঁকে নেব।
🐦৩য় ধাপ🐦
এবার পাখির মাথার মুকুট ও ডাল এঁকে নেব। এরপর জানালার মতো এঁকে নেবো।
🐦৪র্থ ধাপ🐦
এবার সম্পূর্ণ আর্ট কালো কালার করে নেব।
🐦৫ম ধাপ🐦
এবার কালো কলম দিয়ে ছোট ছোট ডিজাইন করে নেব।
🐦৬ষ্ট ধাপ🐦
এখন কিছু অংশ আকাশি কালার করে নেব।
🐦৭ম ধাপ🐦
এবার কিছু অংশ লাল কালার করে নেব।
🐦৮ম ধাপ🐦
এবার কিছু অংশ হলুদ কালার করে নেব।
🐦৯ম ধাপ🐦
এবার কিছু অংশ সবুজ কালার করে নেব।
🐦১০ম ধাপ🐦
এবার কিছু অংশ কমলা কালার করে নেব।
🐦১১ তম ধাপ🐦
এবার গাছের ডাল কালার করে নেব।
🐦১২তম ধাপ🐦
এবার আর্টের চারপাশে সাদা কালার পোস্টার রং দিয়ে কালার করে নেব।
🐦 শেষ ধাপ🐦
এবার সম্পূর্ণ আর্টের চারপাশে কমলা কালার করে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের গাছের ডালে বসে থাকা মধুবনি ম্যান্ডেলা আর্ট।
🐦 উপস্থাপনা 🐦
সবশেষে আর্টের মধ্যে আমার সাইন দিয়ে দেব। এই ধরনের সুন্দর ও ইউনিক আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের মাঝে চেষ্টা করেছি প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করতে জানিনা কতটুকু পেরেছি। আশা করি আমার এই আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই আর্টের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো আর্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
গাছের ডালে বসে থাকা পাখির মধুবনি ম্যান্ডেলা আর্টটি দেখতে খুব সুন্দর লাগছে।এই ধরনের আর্ট দেখতে খুবই ভালো লাগে।আপনার আর্টটি খুব দারুণ লাগছে আপু। ধন্যবাদ আপু সুন্দর একটি আর্ট আমদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
আসলেই আর্ট এর নামটাও সুন্দর আর্ট টাও সুন্দর। কালার কম্বিনেশন টাও সুন্দর। আপনি খুব সুন্দর করে এঁকেছেন।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ
হ্যাঁ আপু নামের সাথে আর্টের সম্পূর্ণ মিল রয়েছে বলে আর্ট সুন্দর হয়েছে উঠেছে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
গাছের ডালে বসে থাকা পাখির মধুবনী ম্যান্ডেলা আর্টটি দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। পাখিটির চিত্র অংকনটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। বিশেষ করে পাখিটির বিভিন্ন অংশে চমৎকার ডিজাইন করে দেওয়াটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। অসাধারণ সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার কাছে পাখির বিভিন্ন অংশে সুন্দর ডিজাইন করার জন্য ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
মধুবনী নামটা শুনেই ভাবছিলাম এর অর্থটা কি পরে দেখলাম যে অর্থটা আপনি বুঝিয়ে বলেছেন । ঠিক সেরকম ভাবে আপনি আজকের আর্টটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন । পোস্টের ভিন্নতা আনতে ভিন্ন ধরনের একটি আর্ট করেছেন ভালো লেগেছে আমার কাছে ।
আপনি মধুবনী মানেটা বুঝেছেন জেনে খুশি হলাম। এই নামের সাথে আর্টের সম্পূর্ণ মিল রয়েছে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আপনি একদমই ঠিক বলেছেন আপু! এই মধুবনী আর্টের নামটা যত সুন্দর আর্ট গুলো দেখতেও বেশ সুন্দর! রংবেরঙের কালার ব্যবহার করার জন্য এই আর্টগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনার রংয়ের কম্বিনেশন গুলো দারুন হয়েছে। এ কারণেই পাখিটিও বেশ সুন্দর ফুটে উঠেছে।
হ্যাঁ আপু রংবেরঙের কালচারের জন্যই এই আর্ট গুলো এত ভালো লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
আরে বাহ্ আপনি তো দেখছি গাছের ডালে বসে থাকা পাখির অনেক সুন্দর একটা মধুবনী ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। কালারটা সত্যি একেবারে মনোমুগ্ধকর ছিল। যেটা আমাকে খুবই মুগ্ধ করেছে। নিখুঁত নিখুঁত ডিজাইন এর মাধ্যমে আঁকার কারণে পুরোটা দেখতে বেশি সুন্দর লেগেছে। সত্যি আপনার করা এত সুন্দর একটা আর্ট দেখে আমি তো জাস্ট মুগ্ধ হলাম।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।
পাখির মধুবনি ম্যান্ডেলা আর্ট খুবই ইউনিক একটি পোস্ট তুলে ধরেছেন। আসলে এমন পোস্ট মনে হয় আগে দেখা হয়নি। আপনার ইউনিক আইডিয়া দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
ভাইয়া আমিও এই আর্ট প্রথমবার করেছি আর আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
বিউটি বিউটিফুল আপু আপনার পাখির মধুবনি ম্যান্ডেলা আর্টটি আসলেই বিউটিফুল হয়েছে। আপনার আজ মধুবনি ম্যান্ডেলা আর্টে বিভিন্ন রং এর সাহার্য্যে আমি মধু খুজে গিয়েছি। খুবি সুন্দর কালার কম্বিশনের মাধ্যমে আপনার পাখির মধুবনি ম্যান্ডেলা আর্টটি চমৎকার হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এত প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পর থেকে ম্যান্ডেলা আর্ট অনেক দেখেছি তবে মধুবনী ম্যান্ডেলা আর্ট আপনার পোস্টে প্রথম দেখলাম আপু। অনেক সময় এবং ধৈর্য সহকারে এই মধুবনী আর্ট করেছেন দেখেই বোঝা যাচ্ছে। গাছের ডালে বসে থাকা পাখির মধুবনী আর্ট দেখতে ভীষণ ভালো লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ভাইয়া আমি এই আর্ট প্রথমবার করেছি আর আপনার কাছেও ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ম্যান্ডেলা চিত্র অঙ্কনগুলো যত দেখি ততই ভালো লাগে। আপনি গাছের ডালে বসে থাকা পাখিরে এই অপরূপ সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলেছেন। আপনার দক্ষতা সত্যি অসাধারণ। দেখে তাই খুবই ভালো লাগলো।
ঠিক বলেছেন ভাইয়া ম্যান্ডেলা আর্ট যত দেখি ততই ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।