পরকীয়া যেন ভাইরাসের মতো ছড়াচ্ছে
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। নতুন নতুন পোস্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। তারজন্য চেষ্টা করি ভালো কিছু শেয়ার করার জন্য। কিন্তু কি নিয়ে পোস্ট করবো ভাবতে পারছি না। এমন সময় খবরে পরকীয়া নিয়ে সংবাদ দেখতে পেলাম। তখন ভাবলাম এই বিষয় নিয়েই পোস্ট লেখা যাক। এছাড়া এই খবর শুনে একটা কথাও মনে পড়ে গেলো। আপনারা হয়তো আমার টাইটেল দেখে অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্যি। বর্তমানে পরকীয়া ভাইরাসের মতো ছড়াচ্ছে চারদিকে। তারজন্য মানুষের সাজানো গোছানো সংসার ভেঙ্গে তছনছ হয়ে যাচ্ছে।
মানুষের চরিত্র যেমন খারাপ হয়ে যাচ্ছে তেমনি মানুষের মন মানসিকতাও হারিয়ে যাচ্ছে। এর জন্য পরকীয়া যেমন বেড়েছে তেমনি ইভটিজিংও বেড়ে গিয়েছে। একটা সত্য ঘটনা বলি আমার হাসবেন্ড এর পরিচিত এক কলিগ। তাদের বিয়ে হয়েছে সাত বছর হলো। তাদের ঘরে খুব সুন্দর একটি ছেলে রয়েছে। ছেলেকে নিয়ে তার অনেক স্মৃতি রয়েছে। ফেসবুকে গেলেই মা ছেলের খুনসুটি দেখা যেতো। তাদের সুখী পরিবার ও সংসার ছিল।
তাদের সংসারে কোনো অভাব ছিল না। হাসবেন্ডকে যা বলতো তাই দিতে চেষ্টা করতো। মেয়েটি যেখানে ইচ্ছে সেখানেই ঘুরতে যেতো। মেয়েটির হাসবেন্ড বড় একটি কম্পানিতে ম্যানেজার পোস্টে জব করে। এত কিছুর মাঝেও মেয়েটির কিসের অভাব ছিল কেউ জানতো না। কথায় বলে না "সুখে থাকলে ভূতে কিলায়"। এই মেয়েটির অবস্থাও তাই হয়েছে। তার স্বামি যেমন সুন্দর ছিল তেমনি ছেলে একদম রাজপুত্রের মতো ছিল।
কিন্তু মেয়েটি হঠাৎ করে একটি ছেলের হাত ধরে চলে যায়। এমন কি তারা দু'জন বিয়ে করে ফেসবুকে ছবি পোস্ট করেন। ছবি পোস্ট করার কারণ তার হাসবেন্ড এই ছবি দেখে যাতে কষ্ট পায় সেজন্য মূলতো ছাড়া হয়। যেদিন এই ঘটনা ঘটে সেই দিন মেয়েটির হাসবেন্ড ফেসবুক লাইভে এসে অনেক কথা বলে। তিনি যখন পরকীয়ার কথা জানতে পারে তখন সংসার বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেন। একটি ছেলে রয়েছে এই কথা বলে বারবার বুঝানোর চেষ্টা করা হয়। কিন্তু অবশেষে মেয়েটি খুব ঝগড়া করে আর সবকিছু ছেড়ে চলে যায়।
ছেলেটা তার মায়ের জন্য অনেক কান্না করে। এমন কি এই ঘটনার কথা মেয়ের বাবা মা কেও জানানো হয় আর তারা বলে আমার মেয়ে ভালো নয়। যদি ভালো হতো তাহলে এত সুখের সংসার ছেড়ে যেতে পারতো না। মেয়েটি যেমন একজন মানুষের মন ভেঙ্গে চলে গিয়েছে তেমনি একজন সন্তানের মনকেও ভেঙ্গে দিয়েছে। এই সন্তান বড় হলে কখনোই তাকে মা বলে স্বীকার করবে না। যেই মা তাকে এত ছোট অবস্থায় রেখে চলে গিয়েছে তাকে সে কখনো মেনে নিতে পারবে না।
তার স্বামী এতটাই ভালো ছিল সে লাইভে এসে এটাও বলেছে ছেলে তো আর আমার একার নয়। তার উপর দু'জনের অধিকার আছে তোমার যখন খুশি তখন এসে দেখা করতে পারবা আর কথা বলতে পারবা। এমন কি সেই মেয়েটাও বলেছিল তার হাসবেন্ড খুব ভালো কিন্তু কেন এমন করেছে মেয়েটিই ভালো জানে। এরপর বেশ কিছু দিন ফেসবুকে সেই মেয়েকে দেখা যেতো নতুন হাসবেন্ডের সাথে বিভিন্ন ছবি দিতে। কিন্তু হঠাৎ করে তার ফেসবুক দেখা যাচ্ছিলো না আর এরপর তার কি হয়েছে কিছুই জানা নেই। আমার কথা হলো এই মহিলা এমন সুন্দর একটি ছেলে রেখে কিভাবে পারলো এই কাজটা করতে।
একটা সংসার গোছাতে কত সময় লাগে আর সেই সংসার,স্বামী,সন্তানের সাথে কত স্মৃতি জড়িয়ে থাকে। কিন্তু তারা নিমিষেই তা ভেঙ্গে তছনছ করে দেয়। বর্তমানে মিডিয়া জগতে এসব ঘটনা বেশি দেখা যাচ্ছে। মেয়েরা যেমন এই সম্পর্কে জড়িয়ে পড়েছে তেমনি ছেলেরাও একই পথে হেঁটে যাচ্ছে। এই সমস্যার সমাধান কোথায় কেউ কি জানেন? আমার মনে হয় সবার মন মানসিকতার পরিবর্তন করা উচিত তাহলে হয়তো একটু হলেও এই পথ থেকে সরে আসা যাবে।
শত ব্যস্ততার মাঝেও সবাই সবার পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করবেন তাহলে হয়তো সেই সংসারে ফাটল ধরতে পারবে না। এই বিষয় নিয়ে লেখা শুরু করলে শেষই হবে না। তাই আজ এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
সবার আগে মানুষের চরিত্র ঠিক করা উচিত।চারদিকে প্রতিনিয়ত এ ধরনের ঘটনাগুলো ঘটছে। ঠিকই বলেছেন আপনি সুখে থাকতে ভুতে কিলায়। তা না হলে এত সুখের সংসার একটা বাচ্চাকে রেখে সেই মহিলা কখনো এরকম করতে পারতো না। পোস্টটি পড়ে বাচ্চাটির জন্য আমার কাছে খুব খারাপ লেগেছে। এখানে বাচ্চাটির তো কোন দোষ ছিল না।
আপু আপনার মতো আমারও সেই বাচ্চার জন্য কষ্ট হচ্ছে। যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন যেন আমি একদম এই ঘটনা সহ্য করতে পারছিলাম না। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
কিছুদিন ধরে ভাবছিলাম এই বিষয়টা নিয়ে লিখব। আমার গ্রামের প্রায় বেশিরভাগ পরিবারেই এই ভাইরাসটা ছড়িয়ে পড়েছে সেটি হচ্ছে পরকীয়া।আমার গ্রামে কেন প্রত্যেকটা জায়গায়। চোখের সামনে কত পরিবার ধ্বংস হতে দেখছি প্রতিনিয়ত। ধন্যবাদ আপু গুরুত্বপূর্ণ একটি বিষয় সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য।
আপু যেহেতু ভেবেছেন এমন একটি পোস্ট করবেন তাহলে আর দেরি না করে শেয়ার করে নিন আপনার মনের কথা। আপনার সেই পোস্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
আসলে পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যাদের আপনি পৃথিবীর সমস্ত সুখ দিয়ে দেন না কেন তাদের মন কখনোই ভরে না। আর সব থেকে বড় বিষয় হল যাদের চরিত্র এবং মানসিকতা খারাপ তাদের আপনি কোনভাবেই ভালো কিছু সাথে সম্পৃক্ত করতে পারবেন না। আপনার পোষ্টের মাধ্যমে যে মেয়েটির কাহিনী শুনলাম তার পিতা-মাতাও বলছে তার স্বভাব চরিত্র ভালো না। একটা সময় হয়তো ফেসবুকে তার ছবি দেখবেন সে ভীষণ খারাপ অবস্থায় রয়েছে এবং কোন না কোন এক সময় সে অনুতপ্ত হয়ে আবার ফিরে আসার চেষ্টা করবে। এর কারণ হলো যে এত সুখের সংসার ছেড়ে যেতে পারে সে কখনো কোথাও সুখী হবে না। যাইহোক বর্তমান সময়ে পরকীয়া নামক ভাইরাস ছড়িয়ে পড়েছে। আমাদের সতর্ক থাকতে হবে এবং নিজের মানসিকতার সুস্থ প্রয়োগ করতে হবে।
হ্যাঁ ভাইয়া এই ভাইরাস থেকে নিজেকে দূরে রাখতে হবে আর নিজের মন মানসিকতা ঠিক রাখতে হবে। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
পরকিয়া যেন মুড়ি হয়ে গেছে। মুড়ি যেমন করে ছড়িয়ে পড়ে তেমন করে আজকাল পরকীয়া গুলো চারদিকে ছড়িয়ে পড়েছে। কেন যে মানুষ একজনে তৃপ্ত থাকতে পারে না? কি পুরুষ আর কি মহিলা সবারই যেন অন্য কোন মানুষ চাই। একজনের মাঝে কারও কোন তৃপ্তি নাই। আর এই কষাঘাতে পড়ে কত শত শিশুর জীবন যে অনিশ্চিত হয়ে পড়ছে তার হিসেব নেই। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু এই সমস্যার জন্য অনেক নিষ্পাপ শিশুর জীবন নষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
বর্তমান সময়ে সমাজে যে পরিমাণ পরকীয়ার প্রভাব বিস্তার পেয়েছে সত্যিই দুঃখজনক। নিউজ দেখলেই এই ধরনের পরকীয়ার সম্পর্কের কারণে অনেক সংসার প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে । মানুষের বিবেক বুদ্ধি এবং চরিত্র সবই যেন লোপ পাচ্ছে সত্যিই দুঃখজনক ঘটনা ছিল।
হ্যাঁ ভাইয়া বর্তমানে মানুষের সবকিছুই লোভ পেয়েছে। তাই তো এই সমস্যা বেড়ে চলেছে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
প্রতিনিয়ত এরকম ঘটনা আমাদের আশেপাশে ঘটে চলেছে। কিছু কিছু মানুষ রয়েছেন যাদের স্বভাব এমন, তাই তাদের যতই সুখ থাক না কেন জীবনে, তারা তাতেও খুশী নয়। তাদেরকে স্বামী, সংসার সব ছেড়ে অন্য জায়গায় যেতেই হবে। এদের আসলে কিছু বলার ভাষা খুঁজে পাই না।
ঠিক বলেছেন আপু যাদের স্বভাব এমন তারা সুখে থাকলে অন্য দিকে নজর দিবে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
এরকম ঘটনা অহরহ ঘটছে বর্তমানে। এই পরকীয়া সত্যি ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে সমাজে।আসলে এতো সুন্দর বাচ্চার প্রতি কোন মায়া নেই।যদি এমব করে যাবেই তবে বাচ্চা জন্ম দিলেন কেন।বাচ্চাটির হবে কষ্ট। বাবাও তো কখনো না কখনো সংসারের জন্য বিয়ে করবেই তখন কি ওই সৎ মা এসে দেখবে।আসলে কিছু করার নেই।পোস্ট টি পড়ে বাচ্চা টির জন্য খুব খারাপ লাগছে।ধন্যবাদ পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু এখন যত সমস্যা এই বাচ্চার। সে মা ও বাবা কাউকে পাবে না। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
ব্যাপারটা শুনে খারাপ লাগলো আপু! জামাই ভালো একটা জব করছে,বাসায় একটি ছেলে সন্তান আছে! তারপরেও মহিলা কি করে এমন অগৃহীত কাজ করতে পারলো! এতো সুখের সংসারে তার অভাবটাই বা কি ছিল! আসলে পরকীয়া এখন ভাইরাসের মতোই ছড়াচ্ছে! সোস্যাল মিডিয়ার অপব্যবহার আমাদের মানসিকতারও পরিবর্তন করছে। আল্লাহ তায়ালা সবাইকে সুস্থ্য মানসিকতার অধিকারী করে তুলুক
ভাইয়া যখন মানুষের মনের মধ্যে বিষ ডুকে যায় তখন সুখ তার চোখে পড়েনা। তারজন্য হয়তো এই মহিলা এমন কাজ করতে পেরেছে। ধন্যবাদ।
বর্তমান সময়ে আসলে এটা কোন ব্যাপার না। এটা আনাচে কানাচে একদম ভাইরাসের মত ছড়িয়ে পড়েছে আপু। বিশেষ করে ইন্টারনেটের যুগ হওয়ার কারণে এই ভাইরাসটা অনেক বেশি ছড়িয়ে যাচ্ছে। কেন জানিনা এমন করে মানুষেরা। তবে সব মানুষেরা যদি এমন হতো তাহলে সমাজ থাকতো না। দেশের শান্তি থাকতো না। আমার মনে হয় ইন্টারনেট মানুষকে যতটা সুবিধা করে দিয়েছে। তার চেয়ে আরো অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। পড়ে খুব খারাপ লাগলো।
ঠিক বলেছেন আপু ইন্টারনেটের যুগ আসার পর থেকে এটা বেশি ছড়াচ্ছে। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
উনাদের কোন কিছুর অভাব ছিল না তারপরেও এই অবস্থা কিন্তু যাদের সবসময় সমস্যা লেগেই থাকে তাদের অবস্থা কি হবে। আসলে এগুলো সব নিজস্ব ব্যক্তিগত বাজে চিন্তাভাবনা। যে যাওয়া সে এমনিতেই যাবে। আর যে থাকার সে অনেক কিছু থাকলেও থাকবে আবার কিছু না থাকলেও থেকেই যাবে। তবে বর্তমান এই পরকীয়াটা অনেক বেশি ছড়িয়েছে বিশেষ করে যাদের হাজবেন্ড বিদেশ থাকে সেইসব মেয়েদের একটু বেশি পরকীয়ায় লিপ্ত হতে দেখা যায়। দোয়া করি যেন এটা খুব বেশি না ছড়ায়। যাই হোক ধন্যবাদ আপু আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন যে থাকার সে কিছু না থাকলেও থাকবে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।