সাইনপেন দিয়ে সুন্দর ফুলের টপ আর্ট। ১০% লাজুক খ্যাঁককে।
আসসালামু আলাইকুম
প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আবারও চলে আসলাম নতুন ও ইউনিক পোস্ট নিয়ে। আমার কাছে আর্ট করতে অনেক ভালো লাগে। তারজন্য মাঝে মাঝেই আমি আর্ট করার চেষ্টা করি। হয়তো আপনাদের মতো এত ভালো পারিনা তবে চেষ্টা থামিয়ে রাখিনি। চেষ্টা করলে মানুষ সব পারে। আপনাদের সুন্দর সুন্দর আর্ট দেখতে আমার খুব ভালো লাগে। এই আর্ট করতে আমার খুব বেশি সময় লাগেনি তবে কালার করার সময় খুব বিরক্ত লেগেছে। তার যথেষ্ট কারণ ছিল আমার ছেলে সব সাইনপেন নিয়ে বসে রয়েছে। আমাকে সে দিবেই না পরে অনেক বুঝিয়ে শুনিয়ে আনতে হয়েছিল। যাই হোক চলুন আমার সেই আর্ট আপনাদের দেখিয়ে দেই।
𒆜প্রয়োজনীয় উপকরণ𒆜
★ আর্ট পেপার
★ সাইনপেন
★ পেন্সিল
★ রাবার
★ স্কেল
𒆜আর্টের ধাপসমূহ𒆜
𒆜১ম ধাপ𒆜
প্রথমে আমি স্কেলের সাহায্যে একটি ত্রিভূজ এঁকে নেব।
𒆜২য় ধাপ𒆜
![]() | ![]() |
|---|
এরপর পেন্সিলের সাহায্য সেই ত্রিভূজের উপরে কিছু ডাল পালা এঁকে নেব।
𒆜৩য় ধাপ𒆜
![]() | ![]() |
|---|
এবার ত্রিভূজ সম্পূর্ণ কালো কালার করে নেব।
𒆜৪র্থ ধাপ𒆜
এরপর ডালপালা সবুজ কালার করে নেব।
𒆜৫ম ধাপ𒆜
এবার প্রতিটা ডালের মধ্যে ফোঁটা ফোঁটা দাগ দিয়ে নেব।
𒆜শেষ ধাপ𒆜
![]() | ![]() |
|---|
সবশেষে সবগুলো ডালের মাথায় লাল কালার সাইনপেন দিয়ে সুন্দর ভাবে ফুল এঁকে নেব। ফুলগুলো দেওয়ার পর আরও বেশি সুন্দর লাগছে।
এবার আর্টের মধ্যে আমার সাইন দিয়ে দেব। অনেক দিন পরে এমন আর্ট করে খুব ভালো লেগেছে। এই আর্ট সম্পূর্ণ করার পর আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো আর্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power














.png)
সাইন পেন দিয়ে অনেক সুন্দর করে ফুলের টপ আর্ট করেছেন। দেখে মনে হচ্ছে এটা আপনি একটা ডিজিটাল আর্ট করেছেন। এটা দেখতে এক কথায় জাস্ট অসাধারণ লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আপু আপনার কাছে এত ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু আপনি সাইন পেন দিয়ে কি সুন্দর করে ফুল ও ফুলের টপ এঁকে আমাদের মাঝে শেয়ার করলেন।খুব সুন্দর হয়েছে।আপনার উপস্থাপনা দারুন হয়েছে। আপনি ধাপগুলি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু ফুলের টপটি দেখতে অসাধারণ সুন্দর হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে। সাইন পেন দিয়ে এত সুন্দর করে ড্রয়িং করা যায় দেখে তো আমিও অবাক হয়ে গেছি। ফুলের টপ এবং ফুলের কালার সবগুলো মিলিয়ে অসাধারণ একটি কালার হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে তৈরি করে দেখিয়েছেন ধন্যবাদ আপনাকে।
আপু আপনি সাইনপেন দিয়ে খুব সুন্দর কিছু ফুল সহ একটি টপ আর্ট করে আমাদের মাঝে শেয়ার করলেন। চিত্রটি দেখে আমার কাছে অনেক ভাল লেগেছে। সবুজ কালারের উপরে লাল কালারটা ধারুন লাগছে। ধন্যবাদ আপু।
আপনি সাইনপেন দিয়ে অনেক সুন্দর ফুলের টপ আর্ট করেছেন। আপনার ফুলের টপ আর্ট আমার কাছে অনেক ভালো লাগলো। তবে ছোট বাচ্চা থাকলে তারা এগুলো ফেলে নিয়ে নেই খেলা করার জন্য। অনেক সুন্দর করে ফুলের টপের আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সাইন পেন ব্যবহার করে খুবই চমৎকার একটি ফুলের টব অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। খুবই চমৎকার এই অঙ্কন আপনি তুলে ধরেছেন বিশেষ করে সাইন পেন দিয়ে যেকোনো অঙ্কন করলে অংকন দেখতে খুবই চমৎকার দেখায়। এত সুন্দর একটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।