নাটকের রিভিউ :- "আদরের সন্তান "।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আপনাদের নাটক রিভিউ দেখে আমার কাছেও এখন নাটক রিভিউ দিতে অনেক ভালো লাগে। তারজন্য আজ আবারও চলে আসলাম একটি নাটক রিভিউ নিয়ে। এমন কিছু নাটক থাকে যেখান থেকে অনেক কিছু শেখার থাকে।
আজ একদম বাস্তবধর্মী নাটকের রিভিউ নিয়ে এসেছি। আমি আজ এই নাটক দেখেছি আর আমার কাছে অনেক ভালো লেগেছে। এমনকি এর এমন কিছু কাহিনী রয়েছে যা দেখে চোখে জল চলে এসেছে। বর্তমান যুগ খুবই খারাপ আর এই যুগে নিজেকে ঠিক রাখা খুবই কঠিন। কথায় আছে না "এক হাতে তালি বাজে না"। ঠিক তেমনি সন্তান যখন বড় হয়ে বিয়ে করে তখন সবাই বলে বউ এর কথা ছাড়া পা ফেলে না। আমার কাছে এই কথা একদম অবাস্তব লাগে। তার কারণ কি জানেন? নিজে ভালো থাকলে জগৎ ভালো। আমি যদি সৎ মানুষ হই আর আমার ভিতরে মনুষ্যত্ব থাকে তাহলে আমাকে কেউ হাতের পুতুল বানাতে পারবে না। যাই হোক আশা করি নাটকের রিভিউ পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।
নাটক সম্পর্কে কিছু তথ্য :-
নাম | আদরের সন্তান |
---|---|
রচনা | যৌথ খান |
চিত্রগ্রাহক | হুজাইফা সাব্বির |
অভিনয়ে | নাসরিন সুলতানা,জন এলেক্স রায়, রাহমান আয়াত,সাগর রেইন, প্রিয়া মিম,এম এন শিপু,গোফ রাজু,আর কে রানা। |
সম্পাদনা | শআহ- নেওয়াজ |
সহকারী পরিচালক | আর কে রানা |
প্রধান সহকারি পরিচালক | শাকিল প্রধান |
কাহিনী সারসংক্ষেপ
নাটকের শুরুতে আমরা দেখতে পাচ্ছি গল্পের যে নায়ক তার মা ছেলের বউ এর জন্য অনেক কষ্ট করে রান্না করছে। বউ কে বাহিরে বসে থাকতে দেখে মা তার বউমার জন্য মুড়ি মাখিয়ে নিয়ে গেল। কিন্তু তার শহুরে বউ মা মুড়ি তো খেলোই না। তার উপর রাগ করে মুড়ি ফেলে দিল। শ্বাশুড়ি মুড়ি মাটি থেকে তুলতে গিয়ে কেঁদে দিল।
নায়কের বাবা মারা গিয়েছে বলে তারা গ্ৰামে এসেছিল। কিন্তু এখন তারা স্বামী-স্ত্রী শহরে চলে যাচ্ছ তখন পিছন থেকে মা ডাকে বাবা আমাকে সাথে নিয়ে যা। তখন নায়ক বউ এর কথা শুনে মা এর সাথে অনেক রাগ দেখায়। এরপর তারা চলে যায়। একটি লোক তার রিক্সায় করে অন্য একটি লোককে তার অফিসের সামনে দিয়ে আসে। রিক্সায় বসা লোকটা ভুল করে তার টাকার ব্যাগ রিক্সায় ফেলে চলে যায়। এরপর অফিসে গেলে তার ব্যাগের কথা মনে পড়ে।
ব্যাগের কথা মনে হওয়াতে লোকটি দৌড়িয়ে রাস্তায় নেমে আসে। এসে রিক্সায় ওয়ালাকে দেখে মারতে থাকে। এক পর্যয়ে রিক্সা ওয়ালা হাত ধরে আর তার কথা বলে। রিক্সাওয়ালা চলে যাওয়ার পর লোকটি তার ভুল বুঝতে পারে। এরপর নায়ক অফিস থেকে এসে দেখে তার বউ খুব রেগে আসে। রেগে থাকার কারণ মার্কেটে নিয়ে যায়নি বলে।
এরপর নায়িকা নায়কের সাথে রেডি হয়ে মার্কেটে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। তখন সেই রাস্তা দিয়ে নায়কের বন্ধু রিক্সায় চালিয়ে যাচ্ছে। নায়ক কে দেখে কথা বলতে চায়। কিন্তু নায়ক তার বউ এর জন্য বন্ধুর ও পরিচয় দেয়নি। লোকটি রিক্সা চালিয়ে যাওয়ার পথে নায়কের মা কে রাস্তার পাশে বসে থাকতে দেখে তার বাড়িতে নিয়ে যায়। প্রথমে তার বউ ও রাজি ছিলনা কিন্তু লোকটা বুঝানোর পর বুঝতে পেরেছে।
দুপুর বেলা নায়কের বন্ধুর বউ খেতে বসেছে তখন নায়কের মা দেখে বলে বউ আমাকে একটু ভাত দিবা। তখন সেই বউ তাকে অনেক কথা শুনায়। এরপর নায়কের মা এই বাড়ি ছেড়ে চলে যায়। এরপর লোকটি একলা বসে তার খালার জন্য অনেক কান্না করে। এদিকে নায়িকার চিকেন খেতে ইচ্ছে করছে আর সেই কথা নায়ক কে জানায়। কিন্তু নায়ক তখন কাজে ব্যস্ত ছিল তাই সন্ধায় চিকেন নিয়ে আসে।
কিন্তু এত রাতে আনাতে নায়িকা এক পিস নিচে ফেলে দেয় আর সেই বাড়ির নিচে নায়কের মা বসে ছিল। তার সামনে চিকেন পরাতে তিনি খেয়ে নিলেন। এরপর অফিসে গিয়ে বসতেই জানতে পারলো পুলিশ তাকে ধরতে আসছে। সে ঘুষ খেয়েছিল তারজন্য পুলিশ। এরপর নায়ক বাড়ি এসে যে দৃশ্য দেখলো তাতে সে খুব কষ্ট পায়। তার বউ পরকীয়া করছে। এরপর সে তাঁর মা কে কষ্ট দেওয়ার জন্য এমন হয়েছে এটা বুঝতে পারে। আর সে সব কিছু ছেড়ে চলে যায়। অনেকক্ষণ হেঁটে এক জায়গায় বসেছে। কিন্তু সে জানতো না তার বিপরীত পাশে তার মা বসে আছে।
ব্যক্তিগত মতামত
আমার কাছে এই নাটক দেখতে অনেক ভালো লেগেছে। এই নাটকের কাহিনী খুবই শিক্ষনীয়। এখানে এটাই বুঝাতে চেয়েছে মা কে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারেনি। সে যদি মা আর বউ একসাথে নিয়ে নিজের বুদ্ধি দিয়ে সৎ পথে থেকে সংসার চালাতো তাহলে তার জীবন খুবই সুন্দর হতো। এমন ঘটনা আমাদের সমাজে অনেক দেখা যায়। আপনারা সময় পেলে অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে।
ব্যক্তিগত রেটিং
১০ /১০
নাটকের লিংক
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power

অনেক চমৎকার একটি নাটকের রিভিউ করেছেন আপু। আসলে এই ধরনের নাটক থেকে অনেক কিছু শেখা যায়। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ভাবে রিভিউটি তুলে ধরার জন্য ভালো থাকবেন।
হ্যাঁ ভাইয়া এই ধরনের নাটক থেকে অনেক কিছু শেখা যায়। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
মাঝেমধ্যে নাটক দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার এই নাটকের রিভিউ পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে মাকে কষ্ট দিয়ে কেউ কোনদিন সুখী হতে পারে না। নাটকটি আমার এখনো দেখা হয়নি। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। নাটকের রিভিউ পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।সময় পেলে দেখে নেবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।
আসলে প্রতিটি মায়ের কাছে তার সন্তান আদরের। এই নাটকটিতে আসলে খুবই চমৎকার কিছু শেখার আছে। কাহিনীটি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝেই নাটকটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
একদম বাস্তবধর্মী একটি নাটক আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নাটকের কাহিনী পড়ে অনেক ভালো লাগলো। এই নাটকটি আমি আগে দেখিনি। আজ আপনার নাটকের রিভিউ দেখে দেখার ইচ্ছা জাগলো। আমি সময় পেলে দেখার চেষ্টা করব আপু। ধন্যবাদ শেয়ার
আপু খুব সুন্দর এর কাহিনী সময় পেলে দেখে নেবেন। ধন্যবাদ।
আদরের সন্তান নাটকটি যদিও এখনো দেখা হয়নি। তবে আপনার রিভিউ পরে ভালো লাগলো। চমৎকার একটি নাটকের গল্প। মা বাবা কষ্ট দিয়ে কেউ কখনোই সুখী হতে পারেনা। শিক্ষা মূলক একটি নাটক। ধন্যবাদ আপনাকে আপু শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া বাবা- মা কে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারেনা। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ইউটিউবে কয়েকবার নাটকটির ক্যাপশন দেখেছিলাম। কিন্তু নাটক দেখা হয়ে ওঠেনি। আজকে আপনার রিভিউ হতে বুঝতে পারলাম নাটকটি বেশ সুন্দর। আপনি খুব সুন্দর গুছিয়ে রিভিউ করেছেন নাটকটির। দেখি একবার সময় করে নাটকটি দেখে নিব।
আপু যদি সময় হয় দেখে নেবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।
অতিশয় সুন্দর একটি নাটক আজ আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন। আপনার এত সুন্দর এই নাটকটি রিভিউ করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি আপনার রিভিউটা ভালোভাবে মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করলাম করলাম। আপনি খুব সুন্দর ভাবে রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছেন নাটকটি উপস্থাপনা ছিল অসাধারণ
আপনার কাছে এই নাটক রিভিউ পড়ে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
আপনার রিভিউ পোস্টটি অনেক ভালো লেগেছে।আপনি খুব সুন্দর করে নাটকটির রিভিউ সাজিয়েছেন।এটা দেখে যে কোনো নাটক দেখার আগ্রহ এমনিতেই অনেকটা বেড়ে যাবে সবার।আমারও আগ্রহ বেড়ে গেল নাটকটি দেখার।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।
আপু তাহলে আজই এই নাটক দেখে নেবেন।এর কাহিনী খুব সুন্দর। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।