এলোমেলো কিছু ভিন্ন ধরনের ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা,
আসসালামু-আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন। আমি এখন মোটামুটি সুস্থ আছি। তারজন্য পোস্ট শেয়ার করতে চলে এসেছি। গতকাল খুবই অসুস্থ ছিলাম তারজন্য পোস্ট শেয়ার করতে পারিনি। মাথা এতটা যন্ত্রণা করে পোস্ট লিখার মতো অবস্থায় ছিলাম না। তবে আজ একটু ভালো লাগছে তাই সকাল সকাল ভিন্ন ধরনের পোস্ট নিয়ে চলে এসেছি। আমি আজকে একদম এলোমেলো ভাবে তুলা ভিন্ন ধরনের ফটোগ্রাফি পোস্ট নিয়ে চলে এসেছি। আমি জানি না আমার ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তবে আমার কাছে ভালো লেগেছে বলে শেয়ার করে নিলাম।
আমি আপনাদের মতো এত ভালো ফটোগ্রাফি করতে পারি না তবে যখন যা পাই তাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। এখন আমার কাছেও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তারজন্য প্রতিসপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার চেষ্টা করি। প্রতিটা ফটোগ্রাফি একেক জায়গা থেকে তোলা হয়েছে। তাহলে চলুন আমার সেই ফটোগ্রাফি গুলো দেখে নেই।
ফটোগ্ৰাফি-১(পাকা পেঁপে)
এই পেঁপে বেশ কিছুদিন আগে যখন আমার শ্বশুর এসেছিল তখন নিয়ে এসেছিল। আমি কাঁচা পাকা দুটো পেঁপে খেতেই খুব পছন্দ করি। দুটো পেঁপের মধ্যেই প্রচুর ভিটামিন রয়েছে। তবে একদম গাছ পাকা পেঁপে খেতে খুবই সুস্বাদু। একবার নিজের গাছের একদম ফরমালিন ছাড়া পেঁপে খেয়েছিলাম আর এত সুস্বাদু ছিল বুঝাতে পারবো না।
ফটোগ্রাফি-২ (কাঁচা পেয়ারা)
আমি পেয়ারা একদমই খেতে পারিনা তবে এর কিছু কারণ রয়েছে। আমার দাঁতে সমস্যা যার কারণে ইচ্ছে করে না। পেয়ারার বিচি আটকালে খুব ব্যথা করে। তবে একদম পাকা পেয়ারা খেতে পারি। তবে আমার ছেলে আর তার বাবার পেয়ারা খেতে খুব পছন্দ করে।
ফটোগ্ৰাফি-৩ (কাঁচা সুপারি)
এই সুপারি আমার শ্বশুর আমার মায়ের জন্য গ্ৰাম থেকে নিয়ে এসেছিল। তাদের বাড়িতে অনেক গুলো সুপারি গাছ রয়েছে। একবার আমার হাসবেন্ড অনেকগুলো এনেছিল আর আমার মা খেয়ে খুব মজা পেয়েছিল। তারজন্য এবার সুপারি হওয়াতে নিয়ে এসেছে। আমার মা আর শ্বাশুড়ি পান সুপারি ছাড়া কিছু বুঝে না।
ফটোগ্ৰাফি-৪(নদীর বালু)
আমি কিছুদিন আগে নদীর পাড় ঘোরাঘুরির কথা বলেছিলাম। সেই দিন আসার সময় দেখতে পেলাম এভাবে নদীর বালু উঠিয়ে জমা করে রাখা হয়েছে। এই বালু অনেক মানুষে কিনে নিয়ে বাড়ি তৈরি করে। এভাবে বালু রেখে দেওয়াতে দূর থেকে দেখে মনে হয় এখানে বিশাল বড় পাহাড় রয়েছে।
ফটোগ্ৰাফি-৫(কলাগাছ ও আনারস গাছ)
আমাদের গ্ৰামে যেকোনো ফল ও সবজি চাষ করা যায়। তবে বর্তমানে কিছু কিছু জিনিস বেশি চাষ করা হচ্ছে। নদীর পাড় ঘুরতে গিয়ে আনারস ক্ষেতের চারপাশে কলা গাছ লাগানো দেখে ক্যামেরা বন্দি করে নিলাম।
ফটোগ্ৰাফি-৬(জঙ্গলি টগর)
এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে। ছোটবেলায় এই ফুলের মালা বানিয়ে অনেক খেলেছি। এই ফুল গাছে কাঁচামরিচের মতো একধরনের ফল ধরে। সেগুলো দিয়ে অনেক খেলেছি। সবুজ পাতার ফাঁকে সাদা ফুল দেখতে অনেক ভালো লাগে। এই ফুলগুলোও নদীর পাড় থেকে তুলেছি।
ফটোগ্ৰাফি-৭(পাকা তাল)
সবশেষে এবার তালের ফটোগ্রাফি নিয়ে এসেছি। একমাত্র গাছ পাকা তাল গ্ৰামে গেলেই খুঁজে পাওয়া যায়। এবার বাড়িতে গিয়ে একদম গাছ পাকা তাল খেয়ে খুব ভালো লেগেছে। এই তাল পাশের বাড়ি থেকে আমার মা কিনে এনেছে। সবসময় তাল খেলে মুখের ভিতরে কেমন জানি লাগতো। কিন্তু এবার খেয়ে খুব মজা পেয়েছি।
এই হলো আমার আজকের এলোমেলো কিছু ভিন্ন ধরনের ফটোগ্রাফি। আশা করি আমার আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্য করে জানাবেন। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।
পোস্টের বিবরণ
ডিভাইসের নাম | vivo |
---|---|
ফটোগ্রাফার | @tanjima |
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
লোকেশন | নরসিংদী |
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
অনেক ভালো লেগেছে আপু এলোমেলো ফটোগ্রাফি গুলো। এখানে বিভিন্ন ধরনের আপনি বিষয় শেয়ার করলেন ফটোগ্রাফির মাধ্যমে। আপনার প্রতিটি দৃশ্য খুবই ভালো লেগেছে। কিছু ফলের এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করেছেন। এই ধরনের গ্রামীণ দৃশ্যের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগে।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।
আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফিগুলি সুন্দর হয়েছে আপু।অনেকদিন পর কাঁচা সুপারি দেখে ভালো লাগছে।আর জংলী টগরকে আমরা মিনি টগর ফুল বলি।মজার বিষয় হচ্ছে নদীর বালুগুলি ক্রিমের মতই দেখতে মনে হচ্ছে ,আর আকাশের গোলাপি মেঘ দারুণ।ধন্যবাদ আপু।
আপু শুকনো বালু ছিল বলে এমনি মনে হচ্ছিল। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
খুবই সুন্দর ভাবে আপনি এলোমেলো কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো৷ আর এই ফটোগ্রাফি গুলোর মধ্যে খুবই ভিন্ন ভিন্ন কিছু জিনিস তুলে ধরেছেন যা একটি একটি থেকে একটি অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ এরকম একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো।
সুন্দর কিছু ফটোগ্রাফি ছিলো আপু। খুবই সুন্দর ভাবে ছবি গুলো তুলেছেন। ফটোগ্রাফি করতে আমারো অনেক ভালো লাগে। মাঝে মাঝে করে থাকি। কিন্তু এখন আর তেমন করা হয়না। অফিস এর কারণে সময়ই পাইনা ছবি তোলার।
ভাইয়া আমিও বেশি সময় পাইনা তবে সামনে যা পাই তাই ফটোগ্রাফি করার চেষ্টা করি। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
এলোমেলো ফটোগ্রাফি হলেও আপনার ধারণ করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার ধারণ করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে কাছে সুপারির ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আপু আপনার এলোমেলো ফটোগ্রাফির মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিষ দেখলাম। পাকা তাল,পেয়ারা,সুপারি পাকা পেঁপে সহ আরো অনেক কিছু। সেই সাথে চমৎকার বর্ণনাও তুলে ধরেছেন। ধন্যবাদ।
আপনার কাছে আমার সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
আপনি অসুস্থ ছিলেন জেনে খুবই খারাপ লাগলো। আপনার জন্য দোয়া রইলো। আপনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারেন। আপনার এলোমেলো ফটোগ্রাফি ভীষণ ভাল লেগেছে।কাঁচা সুপারি ও নদীর বালুর ছবিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। সবশেষে তালের ফটোগ্রাফি টা আমার কাছেও ভীষণ ভালো লাগলো এবং এটা খেতে বেশ মজা লাগে
ভাইয়া আপনাদের দোয়ায় এখন মোটামুটি ভালো আছি। আপনার কাছে আমার ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
আপনার করা ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। বিভিন্ন ধরনের ফল গ্রামীণ পরিবেশের কিছু দৃশ্য দারুণভাবে ফুটিয়ে তুলেছেন । আমার কাছে ফটোগ্রাফট করতে ভালো লাগে এবং অন্যের ফটোগ্রাফি দেখতে ভালো লাগে।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু আপনি অসুস্থ শুনে অনেক খারাপ লাগলো। মাথার ব্যথা উঠলে অনেক কষ্ট হয়। দোয়া করি যেন আপু সুস্থ থাকেন। তবে আজকে আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগলো। তবে ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো সুপারি এবং নদীর ধারে বালুর ফটোগ্রাফি। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপু এখন আগের তুলনায় একটু ভালো আছি। আপনার কাছে আমার ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
প্রথমে আপনার সুস্থতা কামনা করছি ।এলোমেলো হলেও ফটোগ্রাফি গুলো চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে কাচা সুপারির ফটোগ্রাফি ও পেঁপের ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে। পেঁপে আমারও খুব পছন্দের। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।