"এসো নিজে করি"(আমার বাংলা ব্লগ নিয়ে ভিন্ন ধরনের আর্ট)
প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি।আজকে আমার বাংলা ব্লগ নিয়ে ভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করেছি। এই আর্টের মধ্যে একটি রঙিন পেন্সিল ও কিছু নোটবুক ও ক্যালেন্ডার আঁকার চেষ্টা করেছি। আমার বাংলা ব্লগের ক্যালেন্ডার সবার ঘরে টানিয়ে রাখতে পারলে খুব ভালো লাগতো। আজ নোটবুকের মতো করে ক্যালেন্ডার আঁকার চেষ্টা করেছি তবে অন্য একদিন আমার বাংলা ব্লগের জন্য বড় ক্যালেন্ডার বানানোর চেষ্টা করবো। এই ধরনের ভিন্ন কাজ করতে সবসময়ই ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে।
এই পোস্ট ডাই এবং আর্ট দু'টোই ধরা যায়। সম্পূর্ণ আর্ট শেষ করতে অনেক সময় লেগেছিল। এই ধরনের কাজগুলো যত বেশি সময় নিয়ে করা যাবে ততই দেখতে আরও বেশি সুন্দর হবে। যেহেতু আগের তেমন পোস্ট নেই তাই প্রতিদিন কিছু না কিছু পোস্ট রেডি করতে হচ্ছে। সেজন্য সকালে পোস্ট করা হয় না। তাছাড়া এখন ডাই সপ্তাহ চলছে আর সেজন্য প্রতিদিন চেষ্টা করি নতুন কিছু তৈরি করার। নতুন জিনিস বানাতে গিয়ে খুব ভালো লাগছে। আমার কাছে এই আর্ট অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ
১. সাদা কাগজ
২. পেন্সিল কালার
৩. পেন্সিল
৪. রাবার
৫. রঙিন কাগজ
৬. গাম
৭. স্কেল
𒆜১ম ধাপ𒆜
প্রথমে পেন্সিলের সাহায্যে আর্ট পেপারের চারপাশে দাগ টেনে নেবো। এরপর একটি পেন্সিল এঁকে নেব।
𒆜২য় ধাপ𒆜
এবার কালো কলম দিয়ে আর্ট ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
𒆜৩য় ধাপ𒆜
এরপর বিভিন্ন কালার দিয়ে পেন্সিল কালার করে নেবো।
𒆜৪র্থ ধাপ𒆜
এবার চার কালারের রঙিন কাগজ ছোট করে কেটে নেবো। এরপর গাম দিয়ে পেন্সিলের পাশে লাগিয়ে নেবো।
𒆜৫ম ধাপ𒆜
এখন প্রথম যে রঙিন কাগজ লাগিয়েছি তাকে নোটবুক এর মতো ডিজাইন করে নেব।
𒆜৬ষ্ট ধাপ𒆜
একই ভাবে বাকি গুলো কে ও ডিজাইন করে নেব।
𒆜শেষ ধাপ𒆜
সবশেষে এবার নোটবুক গুলো সুন্দর ভাবে সাজিয়ে নেবো আর এর উপরে আমার বাংলা ব্লগ লিখে নেবো।
𒆜ফাইনাল আউটপুট 𒆜
এরপর নিচে আমার সাইন দিয়ে দেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের আমার বাংলা ব্লগ নিয়ে ভিন্ন ধরনের আর্ট। এই আর্ট সম্পূর্ণ করতে মোটামুটি ভালোই সময় লেগেছিল। বিশেষ করে আর্ট শেষ করে কালার করে সাজাতে বেশি সময় লেগেছে। আশা করি আমার আজকের এই আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মতামতের দিয়ে আমাকে উৎসাহিত করবেন। যাতে সামনে আরও ইউনিক আর্ট নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
বাহ্! একেবারে ভিন্ন ধরনের একটি আর্ট শেয়ার করেছেন আপু। আর্টটি দেখতে আসলেই দারুণ লাগছে। বিশেষ করে পেন্সিলটা খুব সুন্দর লাগছে দেখতে। তাছাড়া নোটবুক গুলোর মধ্যে আমাদের কমিউনিটির নাম লিখেছেন, এই ব্যাপারটা খুব ভালো লেগেছে। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার কাছে আমার এই আর্ট ভিন্ন লেগেছে জেনে খুশি হলাম। সবসময় চেষ্টা করি আর্টের মধ্যে ভিন্ন কিছু তুলে ধরার। গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনার আজকের এই আর্টটি অনেক সুন্দর হয়েছে। পেন্সিল নোটবুক সবকিছুই আপনি অনেক সুন্দর ভাবে অঙ্কন করেছেন। এই ধরনের আর্ট গুলো কিন্তু অনেক সুন্দর হয়। এরকম সুন্দর সুন্দর কাজগুলোর মাধ্যমে নিজের ভিতর লুকিয়ে থাকা দক্ষতার প্রকাশ ঘটে। ভিন্ন কিছু করতে এমনিতেই অনেক ভালো লাগে, আর দেখতেও অনেক পছন্দ করি আমি। নতুন কিছু করার মাধ্যমে দক্ষতার প্রকাশ আরো সুন্দর ভাবে ঘটে। এটা একেবারে ভিন্ন ধর্মি একটা আর্ট ছিল। যার কারণে আমার কাছে আরো ভালো লেগেছে।
আপু সবসময়ই চেষ্টা করি ভিন্ন কিছু করার আর আপনাদের কাছে যখন ভালো লাগে তখন স্বার্থক মনে হয়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আমার বাংলা ব্লগের সমন্বয়ে আপনি খুবই ভিন্ন ধরনের একটা আর্ট আজকে অঙ্কন করেছেন, যেটা দেখে আমি তো পুরোপুরি ভাবেই মুগ্ধ হলাম। অনেক বেশি সুন্দর এবং কিউট ভাবে আপনি এই আর্টটি অঙ্কন করেছেন। নোটবুক গুলো অনেক সুন্দর ভাবে আপনি অংকন করেছেন। যেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখতে। পেন্সিল টা অনেক বেশি বড় করে অঙ্কন করার কারণে আরো ভালো লাগতেছে দেখতে। কালার গুলো অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে।
আপনার কাছে আমার সম্পূর্ণ আর্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি আজ আমাদের মাঝে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন,আমার বাংলা ব্লগ নিয়ে ভিন্ন ধরনের আর্ট, আর্ট করতে এবং দেখতে দুটোই আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আপনি আট এর প্রতিটি ধাপ বেশ দক্ষতার সহিত নিখুঁতভাবে আমাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ।
আপনি আজ আমাদের মাঝে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন,আমার বাংলা ব্লগ নিয়ে ভিন্ন ধরনের আর্ট, আর্ট করতে এবং দেখতে দুটোই আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আপনি আট এর প্রতিটি ধাপ বেশ দক্ষতার সহিত নিখুঁতভাবে আমাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ।
আরে বাহ্ একদম ভিন্ন ধরনের একটি আর্ট তৈরি করেছেন আপু। নোটবুক পেন্সিল সবকিছুই আপনি অনেক সুন্দর ভাবে অঙ্কন করেছেন।আর্টটি দেখতে খুবই দারুণ লাগছে। আপনি প্রতিটি স্টেপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন আমাদের মাঝে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার বাংলা ব্লগ নিয়ে ভিন্নধর্মী আর্ট পোস্টটি ভালো লাগলো আপু।আপনার আইডিয়ার তারিফ করতে হয় জাস্ট আপু।দারুণভাবে আর্ট এর ধাপগুলো উপস্থাপন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।