অরিগ্যামি || রঙিন কাগজ দিয়ে টেবিল ল্যাম্পের অরিগ্যামি
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। সবসময় নতুন কিছু বানাতে যেমন ভালো লাগে তেমনি আপনাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে। পোস্টের কোয়ালিটি বাড়াতে আমাদের উচিত নতুন কিছু তৈরি করা কিন্তু সেটা হতে হবে নিজের মেধা দিয়ে তৈরি। সেজন্য আজ একদম ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হয়েছি।
এতক্ষণে আমার টাইটেল দেখে বুঝে নিয়েছেন কি পোস্ট করবো? হ্যাঁ আজ রঙিন কাগজ দিয়ে টেবিল ল্যাম্পের অরিগ্যামি নিয়ে এসেছি। অনেক দিন হয়েছে রঙিন কাগজ দিয়ে কিছু বানানো হয় না আর সেজন্যই চিন্তা করলাম রঙিন কাগজ দিয়ে কিছু একটা বানাবো বলে। যেই ভাবা সেই কাজ আর সাথে সাথে বানাতে বসে গেলাম। সম্পূর্ণ বানানোর পর দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানালে দেখতে বেশ চমৎকার লাগে। এসব জিনিস দেখতে যেমন ভালো লাগে তেমনি বাচ্চারা এগুলো দিয়ে খেলাধুলা করতেও পছন্দ করে। ছেলে যত দিন যাচ্ছে ততই দুষ্টুমি আরও বেশি করেছে আর সেজন্য খাতা কলম নিয়ে বসা অসম্ভব হয়ে পড়েছে। তারপরও একটু সময় পেলেই বসে পড়ি। যাই হোক চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
𒆜প্রয়োজনীয় উপকরণ 𒆜 |
---|
★ রঙিন কাগজ
★ গাম
★ কাঁচি
🛋️টেবিল ল্যাম্প বানানোর ধাপ----
𒆜🛋️প্রথম ধাপ, প্রথমে হলুদ কালার পেপার কে চার ভাগে ভাগ করে নেবো। এরপর কোণা বরাবর সমান করে ভাঁজ করে নেব।
𒆜🛋️দ্বিতীয় ধাপ, এবার ভাঁজ খুলে ভিতরের এক কোণা লম্বা করে ভাঁজ করে নেব। এরপর আবারও এই ভাঁজ খুলে আগের মতো ভাঁজ করে একপাশের কোণা মাঝখান বরাবর ভাঁজ করে অন্য পাশে লাগিয়ে নেবো। একই ভাবে অপর পাশ ও ভাঁজ করে নেব।
𒆜🛋️তৃতীয় ধাপ, এখন উপরের কোণা ভাঁজ করে নেব। এরপর ভাঁজ খুলে মাঝখানের বরাবর তীরের মতো করে ভাঁজ করে নেব।
𒆜🛋️ চতুর্থ ধাপ, এবার মাঝখানের খালি জায়গায় গাম লাগিয়ে একটার সাথে একটা লাগিয়ে নেবো। এরপর সবগুলো মাথা লাগিয়ে ল্যাম্পের উপরের অংশ বানিয়ে নেবো।
𒆜🛋️ পঞ্চম ধাপ,এবার কালো পেপার নিয়ে প্যাঁচিয়ে ল্যাম্পের ডাঁটি বানিয়ে নেবো।
𒆜🛋️ ষষ্ট ধাপ, এরপর আরও একটি কালো পেপার নিয়ে চারপাশে ভাঁজ করে নেব। এরপর সেসব দাগ অনুযায়ী পেপার ভাঁজ করবো।
𒆜🛋️ সপ্তম ধাপ,এবার উপরের কোণা ভাঁজ করে মাঝখানে খুলে লম্বা করে ভাঁজ করে নেব।
𒆜🛋️ অষ্টম ধাপ, এরপর মাঝখানের অংশ উঠিয়ে তারারা মতো ভাঁজ করে নেব। তারপর প্রতিটা কোণা ভাঁজ করে নেব।
𒆜 🛋️শেষ ধাপ, সবশেষে এবার ল্যাম্পের উপরের অংশ,নিচের অংশ ও ডাঁটি গাম দিয়ে লাগিয়ে নেবো।
𒆜🛋️ ফাইনাল আউটপুট, অরিগ্যামির সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি। বন্ধুরা, আজকে শেয়ার করা "রঙিন কাগজ দিয়ে টেবিল ল্যাম্পের অরিগ্যামি" আপনাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেবেন। এই ধরনের অরিগ্যামি বানাতে যেমন সময় লাগে তেমনি লেখাটাও খুবই কঠিন। ভাঁজ অনুযায়ী লেখতে গেলে একদম এলোমেলো হয়ে যায়। যাই হোক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুন, সবার জন্য এই শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে আপু। এজন্য আমিও মাঝে মাঝে আপনাদের মাঝে রঙিন কাগজের জিনিস তৈরি করে শেয়ার করে থাকি।রঙিন কাগজ দিয়ে টেবিল ল্যাম্পের অরিগ্যামি দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম।
আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দরভাবে ল্যাম্প প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
আসলে টেবিল ল্যাম্প হিসেবে পড়ার টেবিলে রেখে দিলে সুন্দর্যটা বাড়িয়ে দেয়।
তৈরি পদ্ধতি সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
একদমই ঠিক বলেছেন আপু পোস্টের কোয়ালিটি বাড়াতে আমাদের উচিত নতুন কিছু তৈরি করা কিন্তু সেটা হতে হবে নিজের মেধা দিয়ে তৈরি। আমরা সবাই আমাদের মেধাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে বাংলা ব্লগে শেয়ার করে থাকি। আজ আপনি চমৎকার সুন্দর করে রঙিন কাগজ দিয়ে টেবিল ল্যাম্পের অরিগ্যামি আমাদের সাথে তা ভাগ করে নিয়েছেন। ধাপে ধাপে চমৎকার সুন্দর ভাবে টেবিল ল্যাম্প তৈরি পদ্ধতি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু পোস্টের কোয়ালিটি বাড়াতে হলে নিজের মেধা খাটিয়ে কিছু করতে হবে। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
কাগজ দিয়ে টেবিল ল্যাম্পের অরিগ্যামি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার তৈরি করা ল্যাম্প পোস্ট দেখে অনেক ভালো লেগেছে। দারুন একটি পোস্ট আমাদের সবার মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
বাহ, আপু রঙিন কাগজ দিয়ে চমৎকার ভাবে টেবিল ল্যাম্প তৈরি করেছেন। টেবিলের উপর এটি রাখলে টেবিলে সুন্দর আরও বেশি বৃদ্ধি পাবে। প্রতিটি ভাঁজ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন আপু টেবিলের উপর রেখে দিলে খুব সুন্দর লাগবে। ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে টেবিল ল্যাম্প তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুক্ত হলাম। আপনি খুবই দক্ষতার সাথে ধাপে ধাপে তৈরি করে শেয়ার করলেন। ধাপগুলো দেখে শিখে নিলাম।
আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার অরিগ্যামি প্রজেক্টটি সত্যিই অসাধারণ! রঙিন কাগজ দিয়ে টেবিল ল্যাম্প তৈরির ধারণাটি খুবই সৃজনশীল এবং চিত্তাকর্ষক। প্রতিটি ধাপ অত্যন্ত সুস্পষ্ট এবং বোঝার উপযোগী ভাবে বর্ণনা করা হয়েছে, যা অনুসরণ করা সহজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।
খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে টেবিল ল্যাম্পের অরিগামি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। দেখে মনে হচ্ছে সত্যিকারের একটা ল্যাম্প তৈরি করেছেন। অরিগামি তৈরির পদ্ধতি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
সু স্বাগতম।
দেখে মনে হচ্ছে সত্যিকারের একটা ল্যাম্প তৈরি করেছেন। বেশ ভালো লাগলো আপনার ল্যাম্পের অরিগামী দেখে। খুব সুন্দরভাবে প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি অরিগামি তৈরি করে শেয়ার করার জন্য।
আপনার কাছে সত্যিকারের ল্যাম্পের মতো মনে হচ্ছে জেনে খুশি হলাম। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
অসাধারণ একটি অরিগ্যামি শেয়ার করেছেন আপু। এতই ভালো লেগেছে দেখে রঙিন কাগজ দিয়ে আপনি টেবিল ল্যাম্প তৈরি করে নিলেন।যদিও দেখতে সহজ মনে হচ্ছে কিন্তু তৈরি করতে অনেক কষ্ট হয়েছে আপনার। যা আপনার ধাপ গুলো দেখে বোঝা যাচ্ছে। অনেক ভালো লেগেছে দেখে ইউনিক একটি পোস্ট আপনি শেয়ার করলেন আজকে।
আপু কিছু কিছু জিনিস থাকে যা দেখতে সহজ লাগলেও আসলে তা বানানো খুবই কঠিন। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।