ফটোগ্রাফি // আমার এলোমেলো ফটোগ্রাফি অ্যালবাম
আজ আবারও সকাল সকাল চলে এসেছি ভিন্ন ধরনের পোস্ট নিয়ে। সকাল সকাল মোবাইলের গ্যালারিতে প্রবেশ করে দেখতো পেলাম এলোমেলো বেশ কিছু ছবি রয়েছে। তাই চিন্তা করলাম আজ ফটোগ্ৰাফি পোস্ট করা যাক। আজকে এলোমেলো ভাবে করা বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করতে এসেছি। এই ফটোগ্রাফি গুলো একেক সময়ে একেক জায়গা থেকে তুলা হয়। এলোমেলো ফটোগ্রাফি দেখলে ভালোই লাগে। কারণ এলোমেলো ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। আপনাদের মতো হয়তো এত ভালো ফটোগ্ৰাফি করতে পারি না তবে চেষ্টা করি ভালো কিছু শেয়ার করার।
আমার বাংলা ব্লগ এর সাথে যুক্ত হওয়ার পর থেকে আপনাদের যেমন ফটোগ্রাফি করতে ভালো লাগে তেমনি আমিও ফটোগ্রাফি করতে পছন্দ করি। তাই সামনে যা পাই তাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে অনেক অজানা জিনিস কে ও চেনে যায়। তাইতো ফটোগ্রাফি আমি পছন্দ করি। অনেক দিন হয়েছে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করা হয়না। তাই ভাবলাম এই সপ্তাহে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। সেজন্যই বরং এলোমেলো কিছু ফটোগ্রাফি নিয়ে এসেছি। চলুন দেখে নেওয়া যাক আমার এলোমেলো ফটোগ্রাফি অ্যালবাম----
ফটোগ্রাফি -১ |
---|
প্রথমেই দেখাবো সূর্য অস্ত যাওয়ার খুব সুন্দর দৃশ্য। বেশ কিছুদিন আগে বারান্দায় বসে ছিলাম তখন এই ফটোগ্রাফি করেছি। বর্তমানে প্রচুর গরম যাচ্ছে আর এখন মোটামুটি ভালোই বড় দিন যাচ্ছে। যার জন্য সন্ধ্যা হয়ে গেলেও আকাশের লাল আভা যেনো শেষ হয় না। এই ফটোগ্রাফি দিয়েই বোঝা যায় সূর্য সারাদিন কি পরিমান তাপ দিয়ে থাকে। সূর্যাঅস্তের এত সুন্দর দৃশ্য দেখে ক্যামেরা বন্দি করে নিলাম।
ফটোগ্রাফি -২ |
---|
পূর্ণিমা রাতের উজ্জ্বল চাঁদের ফটোগ্রাফি। বেশ কিছুদিন আগে আমরা দেখেছি গোলাপী চাঁদ উঠেছে। যদিও আমি তা দেখেনি তবে শুনেছি। এর পর দিন রাতে বারান্দায় বসে ছিলাম তখন আমার ছেলে বলছে আম্মু দেখো কি সুন্দর চাঁদ মামা। তখন চাঁদের দিকে তাকিয়ে দেখি চাঁদ দেখতে কেমন জানি হলুদ দেখা যাচ্ছিল। তাই সাথে সাথে ক্যামেরা বন্দি করে নিলাম। যদিও ফটোগ্রাফির মধ্যে তা বুঝা যাচ্ছে না। তবে সরাসরি দেখলে আপনারা বুঝতে পারতেন। সেদিন চাঁদ কত সুন্দর দেখাচ্ছিলো।
ফটোগ্রাফি -৩ |
---|
এবার দেখাবো নদীর পুঁটি মাছের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফি গ্ৰামে গিয়ে করেছিলাম। যখন গ্ৰামে ছিলাম তখন প্রচুর বৃষ্টি হয়েছিলো। সেই সময় আমার মামা নদীতে জাল ফেলে রেখেছিলো। তখন এই মাছ ধরা হয়। নদীর এই পুঁটি মাছ খেতে খুবই ভালো লেগেছিল। গ্ৰামে গেলে এই ধরনের টাটকা মাছ খাওয়া যায়।
ফটোগ্রাফি -৪ |
---|
এবার দেখাবো ঝুমকো ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো দেখতে অনেকটা জবা ফুলের কলির মতো দেখায়। কিন্তু জবা ফুল নয়, এঁকে আমরা ঝুমকো ফুল বলি। ছোটবেলায় এই ফুল দিয়ে মালা গেঁথে পুতুল সাজাতাম। তাছাড়া একুশে ফেব্রুয়ারির সময় গাঁদা ফুল না পেলে এই ফুলের মালা গেঁথে নিয়ে যেতাম।
ফটোগ্রাফি -৫ |
---|
এবার দেখাবো আমার খুব পছন্দের খাবারের ফটোগ্রাফি। ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছেন কিসের ফটোগ্রাফি এটা। হ্যাঁ, ফ্রাইড রাইসের ফটোগ্রাফি আর এই ফটোগ্রাফি করেছিলাম রোজার আগে। একদিন হঠাৎ করে রেস্টুরেন্টের ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছিলো। বাসার পাশেই ছোট একটা রেস্টুরেন্ট রয়েছে আর সেখানে এই প্যাকেজ জানতে পারলাম ১০০ টাকা দাম। তাছাড়া এটি খেতে খুবই সুস্বাদু লেগেছিল।
ফটোগ্রাফি -৬ |
---|
এবার দেখাবো আরও একটি লোভনীয় খাবারের ফটোগ্রাফি। এটিও আমার খুব পছন্দের খাবার। এটি হচ্ছে পুডিং এর ফটোগ্রাফি। এই পুডিং আমার ছোট ভাইয়ের বউ বানিয়েছিলো। গ্ৰামের বাড়িতে থাকা অবস্থায় এই পুডিং তৈরি করেছিলো আর খেতে খুবই মজার ছিলো।
ফটোগ্রাফি -৭ |
---|
এবার দেখাবো বেশ কিছু ছাগলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফি করেছিলাম আমার মামাতো বোনের বাড়ি গিয়ে। তাদের অনেক গুলো ছাগল রয়েছে আর ছাগল গুলো দেখতে বেশ বড় বড়। তখন শীতের সময় ছিল বলে ছাগলের গায়ে এভাবে কাপড় বেঁধে রাখা হয়েছিলো।
এই ছিল আমার আজকের এলোমেলো ফটোগ্রাফি অ্যালবাম। আশা করি আমার প্রতিটা ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মতামতের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।
পোস্টের বিবরণ
ডিভাইসের নাম | vivo |
---|---|
ফটোগ্রাফার | @tanjima |
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
লোকেশন | ঢাকা |
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে আমার বেশ ভালো লেগেছে আপু। অনেক সুন্দরভাবে বিভিন্ন পর্যায়ের ফটো ধারণ করেছেন আপনি। যেখানে দেখতে পেলাম ছাগলের ফটোগ্রাফি, রেসিপি, ফুলের ফটোগ্রাফি। এছাড়াও আরো অন্যান্য সুন্দর সুন্দর সব ফটোগ্রাফি। প্রত্যেকটা ফটো আমার কাছে অনেক ভালো লেগেছে।
ভাইয়া আপনি খুব সুন্দর মন্তব্য করেছেন। এভাবে সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
অনেক গুলো এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।একেক সময়ে করা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।পুডিং এর ফটোগ্রাফি টি আমার কাছে ভালো লেগেছে। এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু
আপু আপনার কাছে পুডিং এর ফটোগ্রাফি টা ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
আপু আসলে ছবি গুলোর পারফেক্ট ক্যাপচার করতে পারেন নি।স্থির ভাবে করলে আরো ভাল আসতো আর আইএসও ঠিক রাখলে।আশা করি পরবর্তীতে এগুলো খেয়াল রাখবেন ধন্যবাদ আপনাকে শুভ কামনা রইলো।
হ্যাঁ ভাইয়া পরবর্তীতে ফটোগ্রাফি গুলো করলে আপনার সুন্দর মন্তব্যের কথা মনে রাখবো। ধন্যবাদ।
দুর্দান্ত কয়েকটি ফটোগ্রাফি তুলে ধরেছেন আপু।আপনার করা ফটোগ্রাফির গুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে। খুবই আকর্ষণীয় হয়েছে প্রতিটা ফটো। খুবই নিখুঁতভাবে ফটোগুলো উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপু আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
আপনি সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
এটা ঠিক বলেছেন আপু ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে মাঝে মাঝে অজানা জিনিস গুলো সম্পর্কে জানা যায়। এ ফুলগুলোর নাম যে ঝুমকো ফুল এটা জানা ছিল না। আমি বেশ কয়েকদিন আগে একবার ফুলগুলো দেখেছিলাম তবে আমি ভেবেছিলাম জবা ফুলের কলি হবে হয়তো। ফ্রাইড রাইসের ফটোগ্রাফি টা বেশ লোভনীয় লাগছে দেখতে। ধন্যবাদ আপু দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপু এগুলো জবা ফুলের কলি নয়। এই ফুলগুলো আর ফোটে না সব সময় এভাবেই থাকে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
নিত্য নতুন ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লাগে। তাছাড়া আপনার ফ্রাইড রাইসের ফটোগ্রাফি দেখে লোভে পড়ে গেলাম। জবা ফুলের ফটোগ্রাফি দারুণ ভাবে ক্যামেরা বন্দি করেছেন। প্রতিটি ফটোগ্রাফি গুছিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এবং এলোমেলো ফটোগ্রাফি দিয়ে অ্যালবাম তৈরি করে উপহার দিলেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।
আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি আজকে বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। বিশেষ করে প্রথম ফটোগ্রাফি টা অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফিটা বেশি সুন্দর লাগলো। তাছাড়া পূর্ণিমা রাতের উজ্জ্বল চাঁদের ফটোগ্রাফিটাও খুব ভালো লেগেছে। আর পুঁটি মাছের ফটোগ্রাফিটা দেখে বেশ লোভ লাগছে কারন আমাদের এখানে এত সুন্দর পুঁটি মাছ পাওয়া যায় না।
ভাইয়া আপনার কাছে সূর্যাস্ত ও পূর্ণিমার রাতের দৃশ্য ও পুঁটি মাছের ফটোগ্রাফি টা ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ এভাবে সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।
এখনকার সময়ে মোটামুটি সবাই ছবি তুলতে ভীষণ পছন্দ করে। কারণ হচ্ছে চমৎকার ছবিগুলো সংগ্রহে রেখে দিলে পরবর্তী সময়ে আমার বাংলা ব্লগে সেটি শেয়ার করা যায়। আপনার মোবাইলের গ্যালারিতে থাকা চমৎকার বেশ কিছু ছবি আমাদের সাথে শেয়ার করেছেন। সত্যি বলতে এধরনের এলোমেলো ফটোগ্রাফি অনেক সময় মানসিক আনন্দ এনে দেয়। আপনার ছবিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার ছবিগুলো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া এ ধরনের এলোমেলো ফটোগ্রাফি গুলো অনেক সময় মানসিক আনন্দ দেয়। আপনার কাছে আমার এই ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে এভাবে পাশে থাকার জন্য।
অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করলেন আপু আপনি অনেক ভালো লেগেছে আপনার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো। সূর্যাস্তের ফটোগ্রাফিটা অসাধারণ হয়েছে। তাছাড়া ও পূর্ণিমা চাঁদের রাতের ফটোগ্রাফিটা খুব সুন্দর ভাবে ক্যাপচার করলেন আপনি। আর খাবারের ফটোগ্রাফিগুলো তো ভালই লাগলো। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন।
আপু আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।