নাটক রিভিউ || "ভুলে যেও"
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। বেশ কয়েক দিন হয়েছে নাটক রিভিউ দেওয়া হয়না। তাই এবার চিন্তা করলাম এই সপ্তাহে একটা নাটক রিভিউ দেবো। আপনাদের নাটক রিভিউ পড়ে খুব ভালো লাগে। বর্তমানে বাংলা নাটক দেখতে যেমন ভালো লাগে তেমনি নাটকের গল্পগুলো খুবই শিক্ষনীয় থাকে। আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে ভুলে যেও। এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে মুশফিক ফারহান ও টয়া।
আজ বিকালে হঠাৎ করে নাটক দেখতে ইচ্ছে করলো আর ইউটিউব এ গিয়ে প্রথমেই এই নাটক চোখে পড়ে। তারপর ভাবলাম হয়তো এর কাহিনী সুন্দর হবে। যখন দেখা শুরু করলাম পরে বুঝতে পারলাম এর কাহিনী খুব সুন্দর। তাই স্ক্রীনশট দিয়ে রাখি আর চিন্তা করি যেহেতু এর কাহিনী এত ভালো লেগেছে তাহলে তো শেয়ার না করলে চলেই না। এমন কিছু নাটক থাকে যার গল্প প্রায় সময় আমাদের জীবনের সাথে মিলে যায়। বাস্তবের কিছু চিত্র পরিচালকরা তাদের নাটকের মধ্যে তুলে ধরার চেষ্টা করে। এই নাটক আমার কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট
নাটক সম্পর্কে কিছু তথ্য :-
নাটক | ভুলে যেও |
---|---|
পরিচালনা | হাসিব খান |
চিত্রগ্ৰহন | সুজন মেহমুদ |
রচনা | সেতু আরিফ |
অভিনয়ে | মুশফিক ফারহান, মুমতাহিনা চৌধুরী টয়া, জাহিদ হাসান পাপ্পু,কনিকা মুক্তাসহ আরও অনেক। |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
প্লাটফর্ম | ইউটিউব |
কাহিনী সারসংক্ষেপ
ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট
গ্ৰামের সহজ সরল ছেলে জাবেদ শহরে আসে তার ছোট বেলার প্রেমিকার সাথে দেখা করতে। তার প্রেমিকা নুড়ি। সে শহরের ভার্সিটিতে লেখাপড়া করে। শহরে আসবে বলে জাবেদের মা নুড়ির জন্য অনেক ধরনের পিঠা বানিয়ে পাঠায়। সেগুলো দেওয়ার জন্য সে নুড়ির সাথে দেখা করে। কিন্তু নুড়ির কাছে এগুলো একদমই ভালো লাগেনি। এরপর জাবেদ বলে আচ্ছা আমি তাহলে রাতে এগুলো দিয়ে যাবো। জাবেদ তার বড় ভাইয়ের সাথে মেসে থাকে।
ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট
নুড়ির বান্ধবী পিঠাগুলো খেয়ে তার সাথে খুব মজা করে। অন্যদিকে জাবেদ তার খেতে বসে তার ভাইকে বলে ভাই নুড়ি কেমন যেন পরিবর্তন হয়ে গিয়েছে। তখন সেই ছেলেটি বলে অনেক দিন পর দেখছিস তো তার জন্য এমন লাগছে। তবে ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে আবার দেখা করতে যায় কিন্তু না পেয়ে নুড়ির বান্ধবীর হাতে কলার ছড়া দিয়ে আসে।
ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট
এরপর জাবেদ ক্যাম্পাসের আশেপাশে ঘোরাঘুরি করে আর তখন দেখতে পায় নুড়ি একটি ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে দৌড়ে তাদের কাছে যায়। তখন সেই ছেলেটিও জানতে চায় এ কে। তখন নুড়ি দু'জনকেই মিথ্যে বলে। সেই ছেলেটি ছিল নুড়ির শহরের নতুন বয়ফ্রেন্ড। এরপর সেখান থেকে জাবেদ চলে আসে। এরপর নুড়ির হোস্টেলের সামনে সেই ছেলেটি বাইকে করে নামিয়ে দিয়ে যায়। এই দৃশ্য দূর থেকে জাবেদ দেখেছিল। ছেলেটি চলে গেলে জাবেদ নুড়ির কাছে জানতে চায় কেন তাকে জড়িয়ে ধরেছিল। নুড়ি কোনো কথার উত্তর না দিয়ে চলে যায়।
ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট
এরপর জাভেদ আর তার বড় ভাই রাস্তা দিয়ে হাঁটছে আর কথা বলেছিলো নুড়িকে নিয়ে। পরের দিন জাবেদ সেই ছেলের কাছে গিয়ে জানতে চায় নুড়ি আর তার মধ্যে কি সম্পর্ক। ছেলেটি যখন বলে নুড়ি আমার প্রেমিকা তখন জাবেদ যেন আকাশ থেকে পড়ে। এরপর তার হাত পায়ে ধরে বলে নুড়িকে ভুলে যেতে আর এটাও বলে তাদের ছোট বেলা থেকে সম্পর্ক রয়েছে। এই কথা শুনে ছেলেটাও খুব রেগে যায়।
ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট
এরপর নুড়িকে ফোন করে ছেলেটি সব বলে আর নুড়ি বলে এবার যা হবে সবার সামনে হবে। এই বলে নুড়ি জাবেদকে ফোন করে বলে দেখা করার জন্য। এরপর নুড়ি তার বয়ফ্রেন্ড আর বান্ধবীকে নিয়ে জাবেদের সামনে দাড়ায়। তখন জাবেদের সাথে নুড়ির কথাকাটাকাটি হয় আর এক পর্যায়ে নুড়ি জাবেদকে গালে চড় মারে। এরপর সেই ছেলেটিও জাবেদ কে অনেক মারধর করতে যায়। এই ঘটনায় জাবেদ খুব কষ্ট পায়।
ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট
এরপর নুড়ির বান্ধবী নুড়িকে অনেক কিছু বোঝায় আর নুড়ি তখন তার ভুল বুঝতে পারে। অন্যদিকে জাবেদ তার বড় ভাই কে সব বলে আর অনেক কান্না করে। পরের দিন নুড়িকে একবার দেখা করতে বলে। এরপর তারা আবার দেখা করে। তখন জাবেদ নুড়িকে একটি নুপুর দেয় আর বলে এটা দেওয়ার জন্য এসেছিলাম। তখন জাবেদ কে নুড়ি অনেক কিছু বলতে চায় কিন্তু জাবেদ তাকে কোনো সুযোগ দেয়নি। সবশেষে জাবেদ নুড়িকে বলে আমাকে ভুলে যেও। এই বলে সে চলে যায়। তখন নুড়ি তার ভালোবাসা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।
ব্যক্তিগত মতামত
এই নাটকের কাহিনী খুবই সুন্দর আর বিরহের একটি নাটক। একজন সহজ সরল গ্ৰামের ছেলের মন উজাড় করা ভালোবাসা আর অন্যদিকে শহরের বাতাস গায়ে লাগার সাথে সাথে পরিবর্তন হয়ে যাওয়া মেয়ের গল্প। মানুষ কতটা পরিবর্তনশীল যাকে ছোট বেলা থেকে ভালোবাসে সেই ভালোবাসাকে রঙিন শহরের মোহে পড়ে ভুলে যায়। এমন হাজারো ছেলে মেয়ে রয়েছে যারা অন্য একজনের জন্য ছোট বেলার ভালোবাসাকে অস্বীকার করে। তারা কখনো চিন্তা করে না যাকে অবহেলা করা হচ্ছে তার অবস্থা কি হতে পারে। তাছাড়া এত দিনের ভালোবাসাকে ভুলে যখন অন্য একজনের হাত ধরে সেই মানুষটি যদি কোনো দিন তার হাত ছেড়ে দেয় তখন তার কি অবস্থা হবে। যাই হোক সবমিলিয়ে এই নাটকের কাহিনী আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা সময় পেলে অবশ্যই দেখবেন।
ব্যক্তিগত রেটিং
১০ /৯.৫
নাটকের লিংক
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
ভুলে যেও অনেক সুন্দর একটি নাটক। ফারহান এর ভিন্ন রকম অভিনয় ভীষণ ভালো লাগে। নাটকটির গল্প পড়ে ভীষণ ভালো লাগলো। আমি মাঝে মধ্যে নাটক দেখি ফ্রি টাইমে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ভাইয়া ফারহানের ভিন্ন অভিনয় আমার কাছেও অনেক ভালো লাগে। নাটক দেখতে আমার কাছেও অনেক ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
মুশফিক আর ফারহান আমার পছন্দের একজন অভিনেতা। তার অভিনীত নাটকগুলো আমি দেখে থাকি। আমার কাছে খুবই ভালো লাগে তার নাটক। যদি ওই নাটকটি আমি এখনো দেখিনি। তবে আপনার রিভিউটি পড়ে নাটক দেখার প্রতি আগ্রহ জাগলো। সময় পেলে অবশ্যই দেখে নিব।
এই নাটকের রিভিউ পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সময় পেলে দেখে নেবেন ভালো লাগবে। ধন্যবাদ।
ফারহানের নাটক গুলো আমার ভালই লাগে।তবে ফারহানের ভুলে যাওয়া নাটক টি দেখিনি।নাটকটির রিভিউ পড়ে বেশ ভালই লাগলো।এই নাটকে বাস্তবিকতা রয়েছে,তাই আগ্রহ বেড়ে গেল দেখার।আপনাকে ধন্যবাদ আপু।
আপনার কাছেও ফারহানের নাটক দেখতে ভালো লাগে জেনে খুশি হলাম।যেহেতু দেখা হয়নি সময় পেলে অবশ্যই দেখবেন।
আসলেই আপু এমন কিছু নাটক থাকে যেগুলো আমাদের বাস্তব জীবনের সাথে মিলে। আজকের নাটকটিও তাই মনে হলো। নাটকটি দেখা হয়নি। গল্পটি পড়ে মনে হচ্ছে ভালো লাগবে দেখলে
ভাইয়া সময় পেলে অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।
আপু আপনি দারুণ একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। মুশফিক আর ফারহানের নাটক আমার কাছে ভীষণ ভালো লাগে। এই নাটকটি অনেক আগেই দেখছি আপু।খুবই সুন্দর একটা নাটক।যাইহোক আজকে আবার আপনার পোস্টে এই নাটকটির রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনি এই নাটক দেখেছেন জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
এই ধরনের নাটক গুলো আমার অনেক বেশি পছন্দের। আমি তো সময় পেলে নাটক দেখার চেষ্টা করি, কারণ নাটক আমার খুব ভালো লাগে। ফারহানের নাটক গুলো আমার একটু বেশি পছন্দের। আর আমি তার নাটক গুলো বেশিরভাগ সময় দেখে থাকি। সময় পেলে চেষ্টা করব এই নাটকটা সম্পূর্ণ দেখে নেওয়ার।
আপনিও সময় পেলে নাটক দেখতে পছন্দ করেন জেনে খুব ভালো লাগলো। ফারহানের নাটক সত্যি খুব সুন্দর। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
বাহ্ চমৎকার একটি নাটক রিভিউ আপনি শেয়ার করেছেন আপু।পোস্টটি পড়ে নাটকটির কাহিনী সারসংক্ষেপ বেশ ভালো লাগলো।সময় করে দেখে নিব নাটকটি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু খুবই সুন্দর একটি নাটক। সময় হলে দেখে নেবেন। ধন্যবাদ।