সন্ধ্যায় বৈশাখি মেলায় ঘোরাঘুরির কিছু মুহূর্ত
শুভ রাত্রি
হ্যালো বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। যদিও দু'দিন আগে পহেলা বৈশাখের পোস্ট করার কথা ছিল কিন্তু লেখার সময় পাইনি বলে আজ নিয়ে আসলাম। নতুন অতিথি আসছে বলে প্রায় সময় অসুস্থ থাকি। যারজন্য এখন আর বাহিরে তেমন কোথাও যাওয়া হয়না। তাছাড়া ছেলে হওয়ার পর থেকে পহেলা বৈশাখে দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় না। সোমবার সকাল থেকেই শরীর তেমন ভালো যাচ্ছিল না। সারাদিন শুয়ে বসে সময় কেটেছে। এরপর সন্ধ্যার দিকে হাজবেন্ড বলতাছে চলো বাহিরে থেকে হেঁটে আসি। কিন্তু কোথায় যাবো তা বলেনি।
এরপর চিন্তা করলাম বাহিরে গেলে নিজের কাছে যেমন ভালো লাগবে তেমনি ছেলেও আনন্দ পাবে। তাছাড়া পহেলা বৈশাখের দিন দুপুর বেলা থেকেই আবহাওয়া খুব সুন্দর ছিল। আকাশ মেঘলা আর বাহিরে বেশ বাতাস রয়েছে দেখলাম। এসব চিন্তা করেই বরং বের হলাম। কিন্তু বাহিরে বের হয়ে মনে হলো বাসার ভিতরেই ভালো ছিলাম। এত পরিমাণ গরম বলার বাহিরে। রাস্তায় বের হতেই দেখতে পেলাম সবাই দল বেঁধে কোথায় যেন যাচ্ছে। এরপর জিজ্ঞেস করতেই বলে শনিআখড়া মেলা হচ্ছে।
তারপর চিন্তা করলাম সেখান থেকেই ঘুরে আসি। যেহেতু আমার সমস্যা তাই হেঁটেই গেলাম মেলায়। যদিও অন্যসময় রিকশা কিংবা অটো করে যাওয়া হয়। তবে মেলার স্থান বাসা থেকে বেশি দূরে নয়,তাই আমরা হেঁটেই চলে গেলাম। কিন্তু মেলায় গিয়ে মানুষের ভিড়ের অবস্থা দেখে মাথা ঘুরে গেলো। এত পরিমাণ মানুষ ছিল,যা দেখে মনে হলো সেদিন হয়তো বাসায় কোন মানুষ নেই। সবাই রাস্তায় নেমে এসেছে।
এত ভিড়ের মধ্যে একদমই ভিতরে যাওয়া যাচ্ছিল না। তারপর হাজবেন্ড কে বললাম মেলার কিছু ছবি তুলে দাও পোস্ট করবো। সে আমাকে উত্তর দিলো ছবি তোলার দরকার নেই চলো বাসায় যাই। কি আর করার জোর করে ভিড়ের মধ্যে ঢেলে পাঠিয়ে দিলাম তাকে কয়েকটা ছবি তুলে আনার। আমার ফটোগ্রাফি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিমান মানুষের ভিড় ছিল। এরপর উপর আবার গরম, তখন হাজবেন্ড বলে কেন যে বাসা থেকে বের হতে গেলাম? আমি ভেবেছিলাম মেলায় গিয়ে ফুচকা খাবো কিন্তু এত ভিড়ের মাঝে যেন মুখের রুচি চলে গিয়েছিল।
এরপর সেখানে দাঁড়িয়ে না থেকে বাসায় চলে আসলাম। এই মেলা ঈদ আর বৈশাখ উপলক্ষে দেওয়া হয়েছিল। এখানে প্রতিবছর মেলা হয়। তবে এবারের মতো এত ভিড় এর আগে দেখিনি। যাই হোক অনেক কথা বলেছি আজ আর নয় আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power



Comment link
Comment link
আপনার পহেলা বৈশাখের অভিজ্ঞতা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনার লেখায় বাস্তবতার ছোঁয়া ছিল, যেন মনে হলো আমিও আপনার সাথেই মেলায় ঘুরছিলাম। ছেলেকে আনন্দ দেওয়ার চেষ্টাটা সত্যিই প্রশংসনীয়। ছবিগুলোও মুহূর্তগুলোকে জীবন্ত করে তুলেছে। ধন্যবাদ এমন সুন্দর পোস্টের জন্য!