ওয়ালমেট || ক্লে ও কার্ডবোড দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট
আসসালামু আলাইকুম,
হ্যালো বন্ধুরা, আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে জানাই আমার সালাম। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ।
আজ একদমই ভিন্ন ধরনের একটি ওয়ালমেট শেয়ার করতে এসেছি। আমার কাছে এই ওয়ালমেট অনেক ভালো লেগেছে। এই ওয়ালমেট তৈরি করেছি ক্লে ও কার্ডবোড দিয়ে। আমরা জানি রঙিন কাগজের পাশাপাশি ক্লে দিয়েও বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়। সেসব জিনিস দেখতে বেশ চমৎকার লাগে। ক্লে দিয়ে কিছু তৈরি করা সহজ'ও বলা যায় আবার কঠিন'ও বলা যায়। ক্লে কে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে শেপ দিতে পারবেন। ক্লে দিয়ে বিভিন্ন ধরনের ফুল ফল থেকে শুরু করে আপনি যা চান তাই তৈরি করতে পারবেন। আমার কাছে তো ক্লে দিয়ে বানানো সব জিনিস খুব ভালো লাগে।
বর্তমানে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকে দেখছি ক্লে দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করছেন। সেসব দেখে নিজের কাছেও ভিন্ন কিছু তৈরি করার ইচ্ছে হলো। যেই ভাবা সেই কাজ সাথে সাথে ক্লে নিয়ে বসে পড়লাম। এই ওয়ালমেট সম্পূর্ণ বানানো শেষ হলে দেখতে বেশ সুন্দর দেখাচ্ছিলো। যাই হোক এই ওয়ালমেট বানাতে মোটামুটি যথেষ্ট সময় লেগেছিল। তবে সবশেষে যখন দেখতে ভালো লেগেছিল তখন নিজের কাছেও শান্তি লাগলো। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
২. কাটুন পেপার
৩. পোস্টার রং
এবার ওয়ালমেট এর ধাপ নিচে দেওয়া হলো----
🔥১ম ধাপ🔥
প্রথমে ক্লে দিয়ে সুন্দর করে একটি ঘর বানিয়ে নেবো।
🔥২য় ধাপ🔥
এবার কাটুন পেপার গোল করে কেটে নেবো। এরপর কালো রং করে নেবো। এবার ক্লে দিয়ে বানানো ঘর গোল বৃত্তে লাগিয়ে নেবো।
🔥৩য় ধাপ🔥
এরপর ক্লে দিয়ে চিকন কাঠি বানিয়ে ঘরের উপরে লাগিয়ে নেবো।
🔥৪র্থ ধাপ🔥
এবার লাল কালার ক্লে দিয়ে গোলাপ ফুল বানিয়ে ঘরের মাঝখানে লাগিয়ে নেবো।
🔥৫ম ধাপ🔥
এরপর সবুজ কালার ক্লে দিয়ে পাতা বানিয়ে ফুলের চারপাশে লাগিয়ে নেবো।
🔥 শেষ ধাপ🔥
সবশেষে এবার সাদা কালার পোস্টার রং দিয়ে ঘরের চারপাশে ফোঁটা ফোঁটা দিয়ে দেবো। এরপর সাদা ফুল এঁকে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের ক্লে দিয়ে বানানো ভিন্ন ধরনের ওয়ালমেট। এরপর পিছনে একটি সুতা বেঁধে নেবো।
🔥 ফাইনাল আউটপুট🔥
ওয়ালমেট বানানোর সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার চিত্র এটি।
🎨 পোস্টের বিবরণ🎨
শ্রেণী | ওয়ালমেট |
---|---|
ক্যামেরা | Vivo Y16 |
চিত্রকর | @tanjima |
লোকেশন | ঢাক, বাংলাদেশ |
বন্ধুরা, আজকে শেয়ার করা "ক্লে দিয়ে বানানো ভিন্ন ধরনের ওয়ালমেট" আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে ক্লে ও কার্ডবোড দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আসলে এই ধরনের ওয়ালমেট তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। নিজের দক্ষতা প্রমাণ করে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ক্লে ও কার্ডবোড দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনার এই ডাই পোস্টটি একদম ইউনিক হয়েছে। আর ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
খুব সুন্দর মন্তব্য করেছেন পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
এখন দেখছি কমিউনিটির অনেকেই ক্লে এবং কার্ড বোর্ড দিয়ে সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করে যাচ্ছে। আজ আপনাকেও দেখলাম আপু। দারুন একটি ক্রেয়েটিভ পোস্ট। সুন্দর করে আজকের পোস্টটি আমাদের মাঝে উপস্থাপনও করেছেন। আমার কাছে কিন্তু অসাধারণ মনে হয়েছে।
হ্যাঁ আপু অনেকেই ক্লে দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে দেখে আমিও করলাম। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
ক্লে ও কার্ডবোড দিয়ে খুব সুন্দর ওয়ালমেট একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট টি দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে লাল রংয়ের ক্লে দিয়ে গোলাপ ফুল টি তৈরি করে ওয়ালমেট এর উপর বসানোর কারণে ওয়ালমেট টি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। সুন্দর একটি ওয়ালমেট আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
আপনার কাছে ওয়ালমেটের গোলাপ ফুল ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
ক্লে ব্যবহার করে সবাই এখন অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতেছে এটা ঠিক। আমার নিজের কাছেও খুব ভালো লাগে ক্লে ব্যবহার করে কোন কিছু তৈরি করতে। আজকে আপনি ক্লে ব্যবহার করে খুবই সুন্দর দেখতে একটা ওয়ালমেট তৈরি করেছেন যেটা অনেক সুন্দর হয়েছে। ক্লে এবং কার্ডবোর্ড দুটোই ব্যবহার করার কারণে ওয়ালমেট একটু বেশি সুন্দর হয়েছে। ক্লে দিয়ে অনেক সুন্দর একটা ফুলও তৈরি করলেন দেখছি। ফুলটা বসানোর কারণে বেশি সুন্দর হয়েছে। পোস্টার রং দিয়ে ছোট ছোট অনেকগুলো ফুল এঁকেছেন, যেটা আরো ভালো লাগলো।
আপু সবসময় এভাবে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপু আপনি ঠিকই বলেছেন, আমাদের কমিউনিটির অনেকেই ক্লে দিয়ে খুব সুন্দর সুন্দর ওয়ালমেট কিংবা ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করছেন। যেগুলো দেখলে সত্যিই ভীষণ ভালো লাগে। তাই আপনার তৈরি ক্লে ও কার্ডবোর্ড দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট দেখে খুবই ভালো লাগলো। আপু আপনি কিভাবে এত সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন, তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনার কাছে আমার এই ওয়ালমেট ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
আপু আপনি তো দেখি প্রায় প্রতি সপ্তাহেই নতুন নতুন ক্রেয়েটিভ পোস্ট আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আজও তাই করলেন। ক্নে এবং হার্ডবোর্ড দিয়ে আপনার বানানো ওয়ালমেটটি কিন্তু সত্যি বেশ দারুন ছিল। শুভ কামনা রইল আপনার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
ক্লে ও কার্ডবোড দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি করেছেন। দেখতেও ভীষণ ভালো লাগতেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। কালার কম্বিনেশনটি বেশ সুন্দর ছিল। শুভেচ্ছা রইল আপনার জন্য।
সুন্দর মন্তব্য করে সবসময় এভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
প্রতিনিয়ত আমাদের কমিউনিটিতে সুন্দর সুন্দর কিছু তৈরি দেখতে পাই। আজকে আপনি কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে খুব সুন্দর করে ওয়ালমেট তৈরি করছেন দেখতে দারুন লাগছে। যেটা ঘরে সৌন্দর্য বৃদ্ধিতে সবাই এই ধরনের কিছু তৈরি করে থাকে। ভালো লাগলো আপনার তৈরি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
হ্যাঁ ভাইয়া এই ধরনের ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আপনার আজকে ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। ইউনিক একটি ওয়ালমেট দেখতে পেলাম। আসলে আপনি খুবই দক্ষতার সাথে আজকের এই ডাই পোস্টটি তৈরি করলেন। এরকম ভাব ধাপ গুলো দেখতে পেয়ে শিখে নিলাম। পরবর্তীতে চেষ্টা করব তৈরি করার জন্য।
আপনার কাছে এই ওয়ালমেট ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।