ডাই পোস্ট// সবুজ প্রকৃতি ঘেরা ঝর্ণার দৃশ্য
হ্যালো বন্ধুরা,শুভ রাত্রি
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি।আজ শেয়ার করবো সবুজ প্রকৃতি ঘেরা ঝর্ণার দৃশ্য। টাইটেল শুনে অনেকটা পেইন্টিং এর মতো লাগছে তাই না। তবে এটা পেইন্টিং নয়,আমি নিজের হাতে মনের মাধুরী মিশিয়ে এই ডাই প্রজেক্ট তৈরি করেছি। ঝর্ণা দেখতে আমরা সবাই পছন্দ করি। তাইতো যেখানে ঝর্ণার সৌন্দর্য রয়েছে সেখানে ছুটে যাই। তবে সেই ঝর্ণার আশেপাশে যে সবুজ প্রকৃতি থাকে তা যেন ঝর্ণার ঝনঝন ধ্বনির সাথে মিলে একাকার হয়ে যায়। সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা ঝর্ণা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি ঝর্ণার আশেপাশে ছোট ছোট ঘাস, ফুল ও ঝর্ণার পানিতে বসে থাকা দুটি পাখি দিয়ে এই ডাই প্রজেক্ট তৈরি করেছি। এমন দৃশ্য বাস্তবে দেখতেও খুব ভালো লাগে।
আজকের এই ডাই প্রজেক্ট সম্পূর্ণ আমার নিজের মতো করে সাজিয়েছি। যখন সম্পূর্ণ ঝর্ণার দৃশ্য তৈরি করা হলো তখন ভাবতে থাকলাম এমন সুন্দর জায়গা যদি পেতাম তাহলে একটু ঘুরে আসতাম। এমন জায়গায় একাকী নিরিবিলি বসে থাকলে মন একদম ফ্রেশ হয়ে যাবে। হয়তো বা কোথাও না কোথাও এমন জায়গা রয়েছে। এই দৃশ্য গুলো দেখতে খুব ভালো লাগে। সম্পূর্ণ ডাই তৈরি করতে অনেক সময় লেগেছিল। এই ডাই প্রজেক্ট এর মধ্যে পাখি ও ছোট ছোট ঘাসগুলো আর্টিফিশিয়াল। এগুলো আমি ঘর সাজানোর জন্য কিনেছিলাম আর সেগুলো দিয়েই আজ এই ডাই প্রজেক্ট তৈরি করেছি। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. বিভিন্ন কালারের ক্লে
২. গাম
৩.কার্ডবোর্ড
৪. গ্লু গান
৫. কাঁচি
৬.পাখি
৭. ঘাস
৮.পোস্টার রং
৯. বরই এর বিচি
ডাই তৈরির করার ধাপ নিচে দেওয়া হলো----
✠ ১ম ধাপ✠
![]() | ![]() |
---|
প্রথমে কার্ডবোর্ড গোল করে কেটে সবুজ কালার পোস্টার রং দিয়ে কালার করে নিলাম।
✠ ২য় ধাপ✠
![]() | ![]() |
---|
এবার বরই এর বিচির মধ্যে ক্লে লাগিয়ে পাথর বানিয়ে নিলাম।
✠ ৩য় ধাপ✠
![]() | ![]() |
---|
এখন ক্লে দিয়ে ছোট বড় বেশ কিছু ফুল বানিয়ে নিলাম।
✠ ৪র্থ ধাপ✠
![]() | ![]() |
---|
এবার কালার করা কার্ডবোর্ডের মাঝখানে পাথর বসিয়ে নিলাম। এরপর প্লাস্টিকের ছোট কাপ লাগিয়ে নিলাম।
✠ ৫ম ধাপ✠
![]() | ![]() |
---|
তারপর গ্লু গান দিয়ে ঝর্ণার পানি বানিয়ে নিলাম। এবার এগুলো লাগিয়ে নিয়েছি।
✠ ৬ষ্ট ধাপ✠
![]() | ![]() |
---|
এবার ঝর্ণার চারপাশে সবুজ ঘাস লাগিয়ে ছোট বড় ফুল লাগিয়ে নিয়েছি।
✠ শেষ ধাপ✠
![]() | ![]() |
---|
সবশেষে এবার ঝর্ণার মধ্যে ছোট ছোট পাথর ও দুটি পাখি দিয়ে দিলাম। এভাবেই শেষ হলো আমার আজকের সবুজ প্রকৃতি ঘেরা ঝর্ণার দৃশ্যের ডাই প্রজেক্ট।
✠ফাইনাল আউটপুট✠
এবার কিছু ফটোগ্রাফি করে নিলাম। এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার আজকের সবুজ প্রকৃতি ঘেরা ঝর্ণার দৃশ্য আপনাদের কাছে কেমন লেগেছে তা সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power



ওয়াও আপনি খুবই সুন্দর একটা ডাই প্রজেক্ট তৈরি করেছেন আজকে। সবুজ প্রকৃতি ঘেরা এই ঝর্ণার দৃশ্যটা দেখে আমি তো জাস্ট মুগ্ধ হলাম। পাখিগুলো দেওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগছে এটা দেখতে। আর বড় বড় করে ফুলগুলো তৈরি করে দেওয়ায় আরো ভালো লাগলো। সব মিলিয়ে চমৎকার ছিল এটি।
আপু আপনার কাছে আমার এই ডাই প্রজেক্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
সবুজ প্রকৃতি ঘেরা ঝরনার দৃশ্য অসাধারণ হয়েছে আপু। আপনার পোস্টগুলো সব সময় বেশ কোয়ালিটি ফুল হয়। পোস্টগুলো দেখতেও দারুন লাগে। আজকেও আপনি দুর্দান্ত একটি ডাই পোস্ট শেয়ার করেছেন। ক্লে দিয়ে এমন সুন্দর ঝর্ণার দৃশ্য তৈরি করার সহজ কথা নয়। দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম আপু। চমৎকার একটি ঝর্ণার দৃশ্য তৈরি করা সম্পূর্ণ প্রসেস চমৎকার উপস্থাপনার মাধ্যমে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপু চেষ্টা করি কোয়ালিটি সম্পূর্ণ পোস্ট শেয়ার করার আর আপনাদের কাছে ভালো লাগে বলেই উৎসাহ পাই। ধন্যবাদ।
আসলেই দৃশ্যের মতোই সুন্দর হয়েছে আপনার ডাই প্রজেক্ট টি। বরই বিচি আর ক্লে দিয়ে পাথর বানানোর আইডিয়াও বেশ! তবে আর্টিফিশিয়াল ঘাস, পাখি দিয়ে করলেও ঝরণা এবং ফুলগুলো দারুণ তৈরি করেছেন। সাথে লেখনীও দারুণ লেগেছে আপু। শুভকামনা রইলো আপনার জন্য।
আপু আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
আর্টিফিশিয়াল ঘাস এবং ক্লের মেলবন্ধনে আপনি এই চমৎকার একটি শোপিস বানিয়েছেন। কি যে অপূর্ব লাগছে দেখতে আপু। প্রতিটা ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন এবং দেখিয়েছেন যেখানে কোন লুকোচুরি নেই। অপূর্ব দৃশ্য আমি শুধু তাকিয়েই রইলাম।
আপু চেষ্টা করেছি সুন্দর ভাবে সাজিয়ে ঝর্নার দৃশ্য ফুটিয়ে তোলার আর আপনাদের কাছে ভালো লেগেছে বলে নিজেকে সার্থক মনে হচ্ছে। ধন্যবাদ।
সবুজ প্রকৃতি ঘেরা ঝর্ণার দৃশ্য তৈরি করেছেন। আসলে ক্লে নরম জিনিস হওয়ায় এই ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেছেন এবং সেটা আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
সবুজ প্রকৃতিতে ঘেরা চমৎকার একটি দৃশ্য আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপু। গ্লু গান দিয়ে চমৎকার ভাবে ঝরনার পানি তৈরি করেছেন। আপনার তৈরি করা এই ডাই পোস্ট আমার কাছে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি যদি সব সময় এরকম সুন্দর সুন্দর ডাইগুলো তৈরি করার জন্য চেষ্টা করেন, তাহলে পরবর্তীতে আরো অনেক সুন্দর এবং আকর্ষণীয় ডাই তৈরি করতে পারবেন। অবশ্যই এরকম সুন্দর সুন্দর ডাই গুলো তৈরি করে ঘরে সাজাবেন। তাহলে দেখবেন অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। সবুজ প্রকৃতি ঘেরা ঝর্ণার দৃশ্য কিন্তু সত্যি খুব দারুণ লাগছে দেখতে।
ঠিক বলেছেন ভাইয়া সব সময় এগুলো তৈরি করতে করতে একটা সময় আরো সুন্দর কিছু তৈরি করা যাবে। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
ডাইপোস্টের মাধ্যমে দারুন সুন্দর ঝর্ণার দৃশ্য বানিয়ে ফেলেছেন আপু। সব থেকে ভালো লাগছে সেই ঝর্ণার উপর দুটি পাখি বসে আছে দেখে। আপনার তৈরি করা সম্পূর্ণ হস্তশিল্পটি ভীষণ আকর্ষণীয় এবং ঝকঝকে হয়েছে। দারুন সুন্দর একটি হাতের কাজ এত পরিশ্রম করে তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করলেন বলে খুব ভালো লাগলো
ভাইয়া আপনার কাছে আমার এই ডাই প্রজেক্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাদের কাছে ভালো লাগলেই কাজ করে সার্থক মনে হয়। ধন্যবাদ।
সবুজ প্রকৃতি ঘেরা ঝর্ণার দৃশ্য অসাধারণ সুন্দর হয়েছে। এইরকম দৃশ্য গুলো পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়।খুবই কাছ থেকে দেখেছিলাম এই দৃশ্য খুবই ভালো লাগে এরকম দৃশ্য দেখতে।ধাপে ধাপে সবুজ প্রকৃতি ঘেরা ঝর্ণার দৃশ্য তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।