🌹📸 সাতটি ফুলের ফটোগ্ৰাফি নিয়ে অ্যালবাম 📸🌹
আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকে জানাই আমার সালাম। আসসালামু-আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।
আজকে আপনাদের সাথে ফটোগ্রাফি পোস্ট নিয়ে চলে আসলাম। আজকের বেশির ভাগ ফটোগ্রাফি ঘুরতে গিয়ে করেছিলাম। আমি দু'দিন আগে সুন্দরবন রিসোর্ট, ষাটগম্বুজ মসজিদ আর খাঁন জাহান আলী মাজার ঘুরে এসেছি। সেখানে বেশ কিছু ফটোগ্রাফি করা হয়েছে আর আমি মাঝে মাঝে সেগুলো শেয়ার করবো। প্রতিটা দর্শনীয় স্থানে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে। বিভিন্ন ধরনের ফুলের গাছের জন্যই এসব স্থান আরও বেশি সুন্দর হয়ে ওঠে। ফুল এমন একটি জিনিস যা জঙ্গলে হলেও তার সৌন্দর্য দিয়ে আমাদের মনকে আকৃষ্ট করে।
ফুল দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায় না। আমার বাংলা ব্লগের সবাই খুব সুন্দর ফটোগ্রাফি করে। আপনাদের এত সুন্দর ফটোগ্রাফি দেখলে নিজেরও ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। তবে আপনাদের মতো এত ভালো ফটোগ্রাফি হয়তো পারিনা। কিন্তু সবসময় চেষ্টা করি ভালো কিছু শেয়ার করার জন্য। ফটোগ্ৰাফি করতে আমার কাছেও অনেক ভালো লাগে। তারজন্য সপ্তাহে একটি ফটোগ্ৰাফি করার চেষ্টা করি। আশা করি আমার প্রতিটা ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আমার ফটোগ্রাফি গুলো দেখে নেই।
📸ফটোগ্ৰাফি-১📸
প্রথমে আপনাদের দেখাবো গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি। এই গাছ অবশ্য আমাদের ঘরের সামনে লাগানো। আমার ননদ ছোট্ট একটা গাছ লাগিয়েছিল আর সেই গাছ আজ অনেক বড় হয়ে গিয়েছে। এর একটি ভিডিওগ্ৰাফি অন্য একদিন শেয়ার করবো। গাছ দেখতে অনেক বড় হয়েছে আর যখন গাছে ফুলে ভরে যায় তখন দেখতে অনেক ভালো লাগে। রাতের বেলা ফুলের ঘ্রাণে বসা যায় না। আজ সকালে খুব সুন্দর একটা ফুল ফুটেছে দেখতে পেলাম আর সাথে সাথে ফটোগ্রাফি করে নিলাম।
📸ফটোগ্ৰাফি-২📸
এবার দেখাবো নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুল দেখতে খুবই ছোট আর এর কালার খুবই সুন্দর। সবুজ পাতার ফাঁকে গাঢ় রাণী গোলাপী ফুল দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল। এই ফটোগ্রাফি ষাটগম্বুজ মসজিদের ভিতর থেকে করা হয়েছে। আপনারা যদি এই ফুলের নাম জানেন তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন।
📸ফটোগ্ৰাফি-৩📸
এবার আপনাদের দেখাবো ফুলের রাণী গোলাপের ফটোগ্রাফি। আমরা সবাই গোলাপ খুব পছন্দ করি। যেকোনো অনুষ্ঠানে গোলাপ ফুল প্রয়োজন হয়। গোলাপের বিভিন্ন প্রজাতি রয়েছে। সবগুলো কালারই আমার কাছে অনেক ভালো লাগে। ষাটগম্বুজ মসজিদের ভিতরে অনেক ধরনের গাছ লাগানো রয়েছে।
📸ফটোগ্ৰাফি-৪📸
এবার দেখাবো হালকা গোলাপী রঙের জবা ফুলের ফটোগ্রাফি। এই জবা ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। এর কালার বাস্তবে দেখতে আরও বেশি ভালো লাগে। এত সুন্দর ফুল দেখে ফটোগ্রাফি না করে থাকতে পারলাম না। এখন জবা ফুলেরও বিভিন্ন প্রজাতি বের হয়েছে। সবগুলো কালারই দেখতে অনেক ভালো লাগে।
📸ফটোগ্ৰাফি-৫📸
এবার দেখাবো নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই মুহূর্তে এর নাম মনে পড়ছে না। এই ফুল দেখতে খুবই সুন্দর আর এর কালার আরও বেশি সুন্দর। সবুজ পাতার উপর হলুদ ফুল ফুটে থাকলে দেখতে খুবই সুন্দর লাগে। এই ফুল বাড়ির গেটের সামনে লাগালে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়।
📸ফটোগ্ৰাফি-৬📸
এবার দেখাবো সাদা কাগজ ফুলের ফটোগ্রাফি। এর নাম আবার বাগান বিলাস ও বলা হয়। আমি লাল আর গোলাপী রঙের ফুল দেখেছি। কিন্তু সাদা ফুল দেখা হয়নি। সুন্দরবন রিসোর্ট থেকে এই ফুলের ফটোগ্রাফি করা হয়েছে।
📸ফটোগ্ৰাফি-৭📸
সবশেষে দেখাবো কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি। এই ফুল দেখতে খুবই সুন্দর লাগে। সবুজ পাতার ফাঁকে সাদা ফুল দেখতে খুবই সুন্দর লাগে। সুন্দরবন রিসোর্ট থেকে এই ফুলের ফটোগ্রাফি করা হয়েছে। এই পার্কেও বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো রয়েছে। এই ফুল দেখে এতটা ভালো লেগেছে ফটোগ্রাফি না করে থাকতে পারলাম না।
আমরা সবাই ফুল ভালোবাসি। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে সব কাজে ফুলের প্রয়োজন। বর্তমানে ফুলের চাহিদা বেড়ে গিয়েছে। অনেক মানুষ ফুল চাষ করে জীবিকা নির্বাহ করে। এমন কি আমরা বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্যও গাছ লাগাই। আশা করি আমার আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্য করে জানাবেন। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপু আপনি আজকে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন যেগুলো দেখে সত্যি ভীষণ ভালো লাগলো । আর প্রতিটি ফটোগ্রাফির নীচের বর্ণনা ভীষণ ভালো লেগেছে। গন্ধরাজ ফুলটি অনেক চমৎকার। দীর্ঘদিন পর এই ফুলটি দেখলাম । এর ঘ্রাণ আমার বেশ ভালো লাগে । এছাড়াও কাঠগোলাপ ফুল টিও ভীষণ ভালো লাগে । আর হলুদ রঙের ফুলের নাম টি হচ্ছে অলকানন্দা । সবগুলো ফটোগ্রাফিই দারুন ছিল । ধন্যবাদ আপনাকে।
আপু আপনার এত সুন্দর মন্তব্য পেয়ে খুব খুশি হলাম। ধন্যবাদ
আপনার মতো আমিও সুন্দরবন রিসোর্ট ও ষাট গম্বুজ মসজিদ গিয়েছিলাম অনেক আগে।আপনার ফটোগ্রাফিগুলো খুব ভালো লাগলো দেখে।ফুলগুলোর ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে।আমার কাছে সবগুলো ফুলের ফটোগ্রাফি দারুন লেগেছে।আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেন।সত্যি ই দারুন লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আপনিও সুন্দরবন রিসোর্ট ও ষাট গম্বুজ মসজিদ ঘুরতে এসেছেন জেনে ভালো লাগলো। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
আপু ঘুরতে গিয়ে আপনি বেশ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। আপনার ফটোগ্রাফিতে থাকা হালকা গোলাপি রঙের জবা ফুলটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি দেখেই যেন গন্ধরাজ ফুলের সুঘ্রাণ অনুভব করছি। অনেক অনেক ধন্যবাদ আপু, চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন। পড়ে অনেক ভালো লাগলো।
ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি ভালো ছিল। তবে বিশেষ করে আমার কাছে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফিও গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপু যখন কাঠগোলাপ বাস্তবে দেখেছি তখন আমিও মুগ্ধ হয়ে গিয়েছি। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আপনার ফটোগ্রাফিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। মানতে হবে আপনার ফটোগ্রাফির হাত অনেক সুন্দর। আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে তবে আমার কাছে ৫ নাম্বার ফটোগ্রাফিটি খুবই ভালো লেগেছে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে পড়ে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
দর্শনীয় স্থানে ঘুরতে গেলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। দর্শনীয় স্থানে ঘুরতে গেলে অনেক ভালো লাগে। 5 নং ফুলের ফটোগ্রাফি দেখতে সুন্দর লাগছে। এই ফুলের নাম আলমন্ড। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
ধন্যবাদ আপু নাম না জানা ফুলের সুন্দর নাম বলে দেওয়ার জন্য।
ওয়াও আপু বেশ দুর্দান্ত কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। ফুলের ফটোগ্রাফি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম । বিশেষ করে কাঠগোলা ফুলের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে গেলো। হলুদ ফুল গুলোকে আঞ্চলিক ভাষায় মাইক ফুল বলা হয়ে থাকে। এত চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ধন্যবাদ হলুদ ফুলের নাম বলে দেওয়ার জন্য। খুব সুন্দর মন্তব্য করেছেন।
অপরূপ সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে সাতটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ফুল গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে।
আপনার ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।
সাতটি ফুলের ফটোগ্ৰাফি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। দেখে খুবি ভালো লাগছে।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু আজকে আপনি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি খুব চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। আর ফুল সবাই ভালবাসে আমিও তার ব্যতিক্রম নয়। এত দারুণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
একদম ফুল সবাই ভালোবাসে। আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।