প্লাস্টিকের বোতল ও কাগজ দিয়ে একগুচ্ছ ডেইজি ফুলের টব
আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ সকাল সকাল আবারও ভিন্ন ও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি। আজকে শেয়ার করবো প্লাস্টিকের বোতল ও কাগজ দিয়ে একগুচ্ছ ডেইজি ফুলের টব। এই ফুলের টব আমি অনেক আগে বানিয়েছিলাম কিন্তু শেয়ার করা হয়নি। গতকাল রাতে হঠাৎ করে গ্যালারি দেখতে গিয়ে এত সুন্দর একটি ফুলের টব চোখে পড়ে আর চিন্তা করি আমি এখনও এটা শেয়ার করিনি। আমার অনেক পছন্দের একটি ফুলের টব। এই ফুলগুলো বাস্তবে দেখতে যেমন ভালো লাগে তেমনি কাগজ দিয়ে এভাবে বানিয়ে টব সাজাতে আরও বেশি ভালো লাগে। এই ধরনের ফুলের টব দিয়ে আপনারা কর্ণার কিংবা টেবিল সাজাতে পারেন। তাছাড়া শোপিস হিসেবেও ব্যবহার করা হয়।
এই টব বানাতে আমার অনেক সময় লেগেছিল। বিশেষ করে প্লাস্টিকের বোতল কে ডিজাইন করা আর কাগজ কেটে ফুল বানানো এগুলো মিলিয়ে অনেক সময় লেগেছিল। তবে যখন সম্পূর্ণ বানানো শেষ হলো তখন দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলগুলো খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। এই ধরনের জিনিস সময় নিয়ে করলেও ভালো লাগে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. প্লাস্টিকের বোতল
২. সাদা কাগজ
৩. কাঁচি
৪. গাম
৫. সাইন পেন
নিচে ধাপগুলো দেওয়া হলো----
১ম ধাপ |
---|
প্রথমে বোতল কে কেটে দুভাগ করে নেবো। এরপর উপর থেকে নিচের দিকে অংশ জায়গা খালি রেখে চিকন করে কেটে নেবো।
২য় ধাপ |
---|
এরপর সেই চিকন অংশ গুলো ডালের মতো করে হাত দিয়ে ছড়িয়ে দেবো। তারপর মাথার অংশ চিকন করে একটু কেটে নেবো।
৩য় ধাপ |
---|
এবার সাদা কাগজ ভাঁজ করে গোল বৃত্ত এঁকে নেবো। এরপর কাঁচি দিয়ে কেটে নেবো।
৪র্থ ধাপ |
---|
এখন বৃত্ত গুলো ভাঁজ করে পেন্সিল দিয়ে লম্বা দাগ টেনে নেবো। এরপর কাঁচি দিয়ে কেটে নেবো।
৫ম ধাপ |
---|
এবার ফুলগুলো খুলে নেবো। এরপর একপাশে অল্প একটু কেটে ডেইজি ফুলের মতো করে ভাঁজ করবো।
৬ষ্ট ধাপ |
---|
এখন স্কেলের সাহায্য ফুলের পাপড়ি ছড়িয়ে দেবো। এরপর সাইন পেন দিয়ে ভিতরে কালার করে নেব।
৭ম ধাপ |
---|
এবার একটি একটি ফুল কেটে রাখা বোতলের দুটি অংশের মধ্যে লাগিয়ে নেবো।
শেষ ধাপ |
---|
সবশেষে এবার বোতলের উপরের অংশ নিচের অংশের মাঝখানে গাম দিয়ে লাগিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের প্লাস্টিকের বোতল ও কাগজ দিয়ে একগুচ্ছ ডেইজি ফুলের টব।
ফাইনাল আউটপুট |
---|
ডাই প্রজেক্ট এর সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি। বন্ধুরা, আজকে শেয়ার করা "প্লাস্টিকের বোতল ও কাগজ দিয়ে একগুচ্ছ ডেইজি ফুলের টব" আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
প্লাস্টিকের বোতল এবং কাগজ ব্যবহার করে দারুন ফুলের টব তৈরি করেছেন আপু। ফুল গুলো দেখে ভীষণ ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে আপনি সম্পূর্ণ করেছেন আজকে ডাই পোস্ট। দেখে মনে হচ্ছে অনেক সময় লেগেছিল তৈরি করতে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু অনেক সময় নিয়ে এটি তৈরি করতে হয়েছিল। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
https://x.com/TanjimaAkter16/status/1836256219704819825?t=9qLaavs4cdA1tEGJ9wp_aw&s=19
প্লাস্টিকের বোতল ও কাগজ দিয়ে একগুচ্ছ ডেইজি ফুলের টব বানিয়েছেন যা দেখতে চমৎকার সুন্দর হয়েছে। দারুণ লাগছে আপনার বানানো কাগজের ফুল গুলো।কাগজ ও বোতল দিয়ে টব বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর এক গুচ্ছ ফুলসহ ফুলের টব বানানো পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি অনেক যত্ন সহকারে প্লাস্টিকের বোতল ও কাগজ দিয়ে একগুচ্ছ ডেইজি ফুলের টব তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্লাস্টিকের বোতল ও কাগজ দিয়ে একগুচ্ছ ডেইজি ফুলের টবটি দেখে মনে হচ্ছে এটার পিছনে প্রচুর পরিমাণে সময় এবং শ্রম দিয়েছেন। আসলে আমি রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা দেখলে এবং তৈরি করতে খুবই ভালো লাগে।আর তারোই ধারাবাহিকতায় আপনার প্লাস্টিকের বোতল ও কাগজ দিয়ে একগুচ্ছ ডেইজি ফুলের টবটি আমার কাছে খুবই ভালো লেগেছে। সবশেষে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে এত সুন্দর একটি প্লাস্টিকের বোতল ও কাগজ দিয়ে একগুচ্ছ ডেইজি ফুলের টব তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে।
আপনার প্লাস্টিকের বোতল ও কাগজ দিয়ে একগুচ্ছ ডেইজি ফুলের টব দেখে মুগ্ধ হলাম আপু। দেখে চোখ জুড়িয়ে গেল। এই ধরনের ফুলের টব গুলো কর্ণার কিংবা টেবিলে সাজিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে। দেখলেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে কষ্ট করে তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু, ভালো থাকবেন।
হ্যাঁ ভাইয়া এই ধরনের ফুলের টপ কর্নার কিংবা টেবিলে সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখায়। খুব সুন্দর মন্তব্য করেছেন, পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
আপু এতো সুন্দর করে একটি ফুলের টব বানিয়েছিলেন এ তো ভাবনাচিন্তার বাইরে। এতদিন আমাদের মধ্যে শেয়ার করেননি দেখেই অবাক লাগছে। কাজটি একেবারে নিখুঁত এবং যথাযথ হয়েছে। আমি তো প্রথমে ছবিটি দেখেই ভাবছিলাম দোকান থেকে বোধহয় কিনে এনেছেন। কিন্তু পরে যখন শুনলাম আপনি বানিয়েছেন তখন রীতিমত আপ্লুত এবং অভিভূত হয়ে গেলাম। অসাধারণ শিল্পকর্মের প্রকাশ ঘটিয়েছেন আপনার এই কাজটির মাধ্যমে। প্রশংসা না করে পারছি না।
ভাইয়া আপনার কাছ থেকে এভাবে প্রশংসা পেয়ে খুব ভালো লাগলো। আপনার কাছে এত ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ প্রশংসা করার জন্য।
প্লাস্টিকের বোতল এবং কাগজ দিয়ে খুব সুন্দর ডেইজি ফুল তৈরি করেছেন। সাদা ফুলগুলো দারুন লাগছে দেখতে। খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটে রয়েছে। ভালো লাগলো আপনার আজকের ডাই প্রজেক্ট দেখে। এটা তৈরি করতে অনেক সময় লেগেছে নিশ্চয়ই। ধন্যবাদ আপু এত সুন্দর ফুল এবং ফুলের টব তৈরি করে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু এটা তৈরি করতে অনেক সময় লেগেছিল আর আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।
প্লাস্টিকের বোতল আর কাগজ দিয়ে আপনি এত সুন্দর একটা ফুল তৈরি করলেন যেটি দেখে আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি। আসলে প্রথম দেখাতে এটি আমি অরিজিনাল ফুল ভেবে ভুল করেছিলাম। আসলে আমার মত অনেকে কিন্তু আপনার পোস্টটি দেখে প্রথমে বুঝতে পারিনি যে এটি আসল ফুল না নকল ফুল। এছাড়াও ফুলের টব তৈরির প্রতিটা ধাপ আপনি খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
ভাইয়া আপনার কাছ থেকে এত সুন্দর প্রশংসা পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করে নিলেন আপু আপনি। প্লাস্টিকের বোতল দিয়ে টব বানানো। আবার কাগজ দিয়ে ফুল তৈরি করা ভীষণ কষ্টের একটি ব্যাপার। বিশেষ করে অনেকগুলো ফুল আপনি কেটে কেটে তৈরি করেছেন। খুব সুন্দর দেখাচ্ছে আপু।
আপু অনেক গুলো ফুল বানাতেই বেশি সময় লেগেছিল। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আমার কাছে পুরোটাই খুব সুন্দর লেগেছে। আপনি সত্যি অনেক সুন্দর ডাই তৈরি করতে পারেন। আসলে চেষ্টা করার ফলে সবকিছুই সম্ভব হয়। আর তেমনি আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে সুন্দর সুন্দর ডাই তৈরি করতে পারছেন। এভাবে যদি চেষ্টা করেন, তাহলে আরো অনেক সুন্দর ডাই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপু সুন্দর একটা ডেইজি ফুলের টব তৈরি করে শেয়ার করার জন্য।
ভাইয়া দোয়া করবেন যাতে আরও ইউনিক কিছু তৈরি করতে পারি। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।