জেনারেল রাইটিং//এই পৃথিবীতে যেন টাকাই সব
আসসালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, টাকা সুখের মূল নয়। কিন্তু বড় হতে হতে বুঝেছি, টাকার গুরুত্ব কতটা বেশি। সত্যি বলতে, এই সমাজে টাকা ছাড়া যেন কিছুই চলে না। একটি উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন এই পৃথিবীতে টাকা কতটা প্রয়োজন।রফিক চাচা ছিলেন আমাদের পাড়ার সবচেয়ে সৎ মানুষ। তিনি ছোট একটা চাকরি করতেন, কিন্তু মানুষের উপকার করতে কখনো পিছপা হতেন না। এলাকার সবাই তাকে খুব ভালোবাসত।
কিন্তু একদিন তার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। উন্নত চিকিৎসার জন্য অনেক টাকা দরকার ছিল, যা তার সামর্থ্যের বাইরে। তিনি অনেকের কাছে সাহায্য চাইলেন, যাদের তিনি একসময় নানা উপায়ে সাহায্য করেছিলেন। কিন্তু টাকা আসলেই এত মূল্যবান, যে সবাই মুখ ফিরিয়ে নিল। শেষমেশ টাকার অভাবে তার স্ত্রীকে হারালেন।
যে মানুষ সারা জীবন ভালো থেকেছেন, নৈতিকতা বজায় রেখেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন—সে মানুষটাকে টাকার অভাবে প্রিয়জন হারাতে হলো! এই পৃথিবীতে টাকা না থাকলে ভালোবাসা, সম্মান, নৈতিকতা, সবই মূল্যহীন হয়ে পড়ে। সমাজে টাকার জোরই যেন শেষ কথা বলে। অথচ, যদি মানুষের হৃদয়ে সত্যিকারের মানবতা থাকত, তাহলে টাকাই হয়তো সব কিছু হতে পারত না।
চারপাশে তাকালে মনে হয়, টাকা ছাড়া যেন কিছুই চলে না। তবে টাকাই কি সব? যদি তাই হত, তাহলে কোটি কোটি টাকার মালিকদের মাঝেও হতাশা থাকত না। এটা জেনেও সবাই টাকার পিছনে ছুটতে গিয়ে নিজের মান সম্মান,বিবেক বুদ্ধি সব কিছু হারিয়ে ফেলছে। কিন্তু জীবনের সবকিছু বিসর্জন দিয়ে টাকা উপার্জন করে কি লাভ আছে? কালো টাকা ইনকাম করে হয়তো দুনিয়াতেই সুখ পাবো তাও ক্ষণস্থায়ী কিন্তু মৃত্যুর পর কি হবে,সেটা কি আমরা একবারও চিন্তা করি।
এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে টাকা দরকার ঠিকই, কিন্তু সেটা আমাদের বিবেককে বিক্রি করে নয়। আমরা যদি টাকার পেছনে না ছুটে মানবিক মূল্যবোধ বজায় রাখি, তাহলে হয়তো একটা ভারসাম্য তৈরি করা সম্ভব। টাকা আমাদের জীবনের একটি বড় অংশ, কিন্তু একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। টাকাকে ব্যবহার করতে হবে আমাদের জীবনকে সুন্দর করার জন্য, টাকা যেন আমাদের ব্যবহার না করে সেটা মাথায় রাখা উচিত! একমাত্র সত্যিকারের সুখ পাওয়া যায় টাকা ও মানসিক শান্তির ভারসাম্য রক্ষা করতে পারলে।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power



একদম বাস্তব সম্মত একটি পোস্ট শেয়ার করেছেন আপু এবং পড়ে খুব ভালো লাগলো। আসলেই টাকা জীবনের জন্য জরুরি, কিন্তু সেটা যেন আমাদের নৈতিকতা ও মানবিকতা নষ্ট না করে। টাকা থাকলেই সুখ আসে না, মানসিক শান্তিও দরকার। টাকার পেছনে ছুটে বিবেক হারালে সত্যিকারের সুখ পাওয়া যায় না ।ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
সবাই টাকার পিছনেই ছুটে চলছে,কেউ কখনও সৎভাবে ইনকাম করার চেষ্টা করে না বলেই তাদের জীবনে সুখ আসে না। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
টাকার গুরুত্ব অস্বীকার করা যায় না, কিন্তু মানবিকতা, নৈতিকতা ও ভালোবাসার মূল্য তার চেয়েও বেশি। রফিক চাচার গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই সমাজে টাকার জোরই শেষ কথা বলে। কিন্তু সত্যিকারের সুখ কি কেবল অর্থেই আছে? অনেক ভালো লিখেছেন আপু।
বর্তমানের মানুষের কাছে সত্যিকারের সুখ বলতে মনে হচ্ছে অর্থেই রয়েছে। তাইতো তারা কোনো দিকে চিন্তা না করে টাকার পিছনে ছুটে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
বর্তমান সময়ে মানুষের মনুষত্ববোধ অনেকটাই কমে গেছে। আর চারিদিকে এত পরিমাণ টাকা পয়সার গুরুত্ব যে মানুষ এই টাকা পয়সা উপার্জনের জন্য অনেক নিচে নেমে গেছে। আর ভীষণ জঘন্য থেকে জঘন্যতর কাজকর্ম করা শুরু করে দিয়েছে। টাকা পয়সা মানুষের জীবনে দরকার। কিন্তু তাই বলে এতটাও নিচে নেমে যাওয়ার কোনই দরকার নেই সেটা মানুষ এখনকার সময় বোঝেনা। বর্তমান সময়ে কেউ বিপদে পড়লে তার নিজেরই সে বিপদ থেকে বেরোতে হয় আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব কেউ পাশে এসে দাঁড়ায় না। আপনি আপনার এই পোষ্টের মাধ্যমে বাস্তব কথা তুলে ধরেছেন।
জি আপু বর্তমান সময়টা এমন টাকা যার নেই তাকে কেউ মূল্যায়ন করে না এবং টাকা দিয়েই সবাই আত্মীয় বলেন যেকোনো সম্পর্ক বলেন সবকিছুই মূল্যায়ন করে। মানুষের মনুষ্যত্বও কমে গেছে। টাকার জন্য মানুষ অনেক নিচেও নেমে গেছে। অনেক ধন্যবাদ আপু বাস্তব সম্মত একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে রফিক চাচার মতো এমন অনেকেই মানুষকে বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতা করে থাকে। কিন্তু নিজের বিপদের সময় কাউকে পাশে পায় না। তাইতো দিন দিন মানবতা উঠে যাচ্ছে প্রতিটি সমাজ থেকে। যাইহোক বর্তমান যুগে টাকা ছাড়া কিছুই করা যায় না। কিন্তু তাই বলে অবৈধভাবে টাকা ইনকাম করার কোনো মানেই হয় না। কারণ প্রতিটি জিনিসের হিসাব একদিন অবশ্যই দিতে হবে। সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।