🐠নারিকেল পাতা দিয়ে মাছ তৈরি🐠
শুভ সন্ধ্যা,হ্যালো বন্ধুরা
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। সবাইকে কনকনে শীতের রাতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।
আজ একদম ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করবো নারিকেল পাতা দিয়ে মাছ তৈরি। গ্ৰামে এসেছি বলে প্রায় সময় শৈশবের খেলাধুলায় ফিরে যেতে ইচ্ছে করছে। তাইতো বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে আপনাদের মাঝে হাজির হই। ছোট বেলায় বিভিন্ন গাছের পাতা দিয়ে অনেক ধরনের খেলনা বানাতাম। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সবকিছু হারিয়ে গিয়েছে। তাইতো এবার গ্ৰামে আসার পর বাচ্চাদের খেলাধুলা দেখে কেন জানি আবার শৈশবে ফিরে যেতে ইচ্ছে করছে।
মা সকাল বেলা কিছু নারিকেলের পাতা এনে রেখেছে কাজ করার জন্য। তখন আমার ছেলে বলছে আম্মু আমাকে পাতা দিয়ে মাছ বানিয়ে দাও। এরপর চিন্তা করলাম ছেলে যেহেতু বলছে তাহলে বানিয়ে দেই। তাছাড়া এক কাজেও দু'কাজ হয়ে যাবে। শীতের সময়ে রোদে বসে টুকিটাকি কাজ করতে খুব ভালো লাগে। তারপর রোদে বসে আমরা মা ছেলে কাজে লেগে গেলাম। অনেক দিন পর পাতা দিয়ে মাছ বানিয়ে খুব ভালো লেগেছে। এই ধরনের কাজ করতে সবসময়ই ভালো লাগে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. নারিকেলের পাতা
২. কাঁচি
ডাই তৈরির ধাপ নিচে দেওয়া হলো----
🍁১ম ধাপ🍁 |
---|
প্রথমে দুটি নারিকেলের পাতার এ'পাশ ও'পাশ কাঠি থেকে ছাড়িয়ে নেবো। এরপর সমান ভাবে কাঁচি দিয়ে কেটে নেবো।
🍁২য় ধাপ🍁 |
---|
এবারের একটির ভিতরে আরেকটি দিয়ে দেবো। আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে দিয়েছি। এরপর টান দিয়ে ঘরের মতো বানিয়ে নেব।
🍁৩য় ধাপ🍁 |
---|
এখন দু'পাশ থেকে দুটি পাতা নিয়ে একটির ভিতরে আরেকটি দিয়ে দেবো। এখন দেখা যাচ্ছে একটি ছোট এবং একটি বড়।
🍁৪র্থ ধাপ🍁 |
---|
এবার কাঁচি দিয়ে প্রথমে দু'পাশের দুটি ছোট করে কেটে মাছের পাখা বানিয়ে নেবো। এরপর মাঝখানের দুটি বড় করে কেটে লেজ বানিয়ে নেবো।
🍁৫ ম ধাপ🍁 |
---|
সবশেষে এবার একটি ছোট কাঠি কেটে মাছের চোখ বানিয়ে নেব। এরপর একটি লম্বা কাঠি দিয়ে মাছ ধরার জন্য মাছের কোণা দিয়ে লাগিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের নারিকেল পাতা দিয়ে মাছ তৈরি।
🍁 ফাইনাল আউটপুট 🍁 |
---|
বন্ধুরা, আজকে শেয়ার করা "নারিকেল পাতা দিয়ে মাছ তৈরি" আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপু আপনি অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করছেন। নারকেল পাতা দিয়ে দারুণ একটি মাছ তৈরি করছেন।সত্যি বলতে আপনার তৈরি করা নারকেল পাতা দিয়ে মাছ টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার কাছে আমার এই ডাই প্রজেক্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
নারকেল পাতার খুব সুন্দর একটা জিনিস তৈরি করেছেন। ছোটবেলায় নারিকেল পাতা দিয়ে অনেক কিছু তৈরি করতাম। তবে এত সুন্দর মাছ তৈরি করা হয়নি। আপনার ডাই পোষ্ট টা দেখে খুবই ভালো লাগলো। খুব চমৎকার ভাবে এটা তৈরি করেছেন। দারুন লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
ছোটবেলায় এগুলো আমি বেশ পারতাম। কবে যেন ভুলে গেছি। আপনার তৈরি করতে দেখে অনেক ভালো লাগলো। দারুন হয়েছে নারিকেলের পাতা দিয়ে মাছ তৈরি করা।
আমার পোস্ট দেখে আপনার পাতা দিয়ে মাছ বানানো মনে পড়ে গেলো জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
দারুণ একটি ক্রিয়েটিভ শেয়ার করলেন আপু। আপনার আজকের নারকেল পাতা দিয়ে মাছ তৈরি করার দৃশ্যটি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। তখনকার সবাই গাছের পাতা দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করতেন। তবে এখন কাগজ দিয়ে বেশি তৈরি করে সবাই। কিভাবে মাছ তৈরি করলেন বিস্তারিত আপনি আমাদের সাথে উপস্থাপন করলেন। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেলো জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
একদম নিখুঁত শিল্পকর্মের পরিচয় দিয়েছেন। নারিকেলের পাতা দিয়েও এভাবে যে মাছ তৈরি করা যায় তা আপনার পোস্ট না দেখলে অজানাই থেকে যেত। বেশ ভালই লাগলো আপনার এরকম ডাই টি দেখে। তৈরি করার প্রসেস গুলিও এমন ভাবে উপস্থাপন করেছেন যা দেখে যে কেউ এটি তৈরি করতে পারবে অবশ্য আমিও চেষ্টা করব তৈরি করার। ধন্যবাদ আপু সুন্দর একটি জিনিসকে আমাদের মাঝে সুবিন্যস্ত উপস্থাপন করার জন্য।
আপনি আমার পোস্ট দেখে শিখে নিয়েছেন জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
https://x.com/TanjimaAkter16/status/1870890365169050030?t=zrl63z9xBsex8uUqjEVoew&s=19
নারিকেল পাতা দিয়ে তৈরি করা মাছ খুবই সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর করে মাছ তৈরি করেছেন। ছোটবেলায় এই ধরনের কাজগুলো অনেক করা হতো। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো।
ঠিক বলেছেন আপু ছোটবেলায় এই ধরনের কাজগুলো অনেক করা হতো। ধন্যবাদ।
আপনার পোস্ট টা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল আপু। ছোটবেলা এইরকম নারিকেলের পাতা দিয়ে মাছ, ঘড়ি, আংটি অনেক কিছু তৈরি করতাম। বেশ দারুণ তৈরি করেছেন আপনি। দেখে বেশ ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া ছোটবেলায় নারিকেল পাতা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতাম। আমার পোস্ট দেখে আপনার ছোটবেলার কথা মনে পড়ে গেলো জেনে খুশি হলাম। ধন্যবাদ।
বিভিন্ন জিনিস দিয়ে মাছ তৈরি দেখেছি কখনো নারিকেল পাতা দিয়ে মাছ তৈরি দেখি নাই। আপনি দেখতেছি নারিকেল পাতা দিয়ে বাস্তবে মাছ তৈরি করে ফেলেছেন। আপনার তৈরি করা মাছের লেজ অনেক বড়। ছোট বাচ্চারা এই ধরনের পাতার মাছ ফেলে খেলাধুলা করতে পছন্দ করবে। ধন্যবাদ সুন্দর করে নারিকেল পাতা দিয়ে মাছ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া বাচ্চারা এই ধরনের জিনিস পেলে খুব খুশি হয়। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।