ডাটা ও আলু দিয়ে রুই মাছের ঝোল
যতই দিন যাচ্ছে ততই যেনো গরমের পরিমাণ বেড়ে চলেছে। গতকাল রাতে তো অবস্থা খুবই খারাপ ছিল। তাছাড়া গরমের মধ্যে আবার এক দু'দিন ঠান্ডাও যাচ্ছে। এমন আবহাওয়ার জন্য প্রায় ঘরে ঘরে বাচ্চাসহ সবাই অসুস্থ হয়ে পড়ছে। সবাই আপনাদের পরিবারকে নিয়ে সাবধানে থাকার চেষ্টা করবেন। তাছাড়া পানিসহ বিভিন্ন ধরনের জুস কিংবা শরবত খাওয়ার চেষ্টা করবেন। যাই হোক গরমে শুকনা তরকারি খাওয়া থেকে ঝোলের তরকারি খাওয়া বেশি ভালো। তাছাড়া যত বেশি রসালো সবজি খাওয়া যাবে ততই ভালো। আমি সবসময়ই মাছ মাংসের পাশাপাশি শাকসবজি রাখার চেষ্টা করি। তাইতো আজকে নিয়ে এসেছি ডাটা ও আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। আমি আবার রুই মাছ খেতে বেশি পছন্দ করি। রুই মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুবই সুস্বাদু লাগে।
ডাটা ও আলু দিয়ে এভাবে রুই মাছ রান্না করে খেতে খুব ভালো লেগেছে। তবে আমার ছেলেকে নিয়ে খুব টেনশনে রয়েছি,তাকে আলু ছাড়া আর কোনো সবজি খাওয়াতে পারি না। বড় হলে সে সবজি খাবে নাকি বুঝতে পারছি না। শাকের মধ্যে শুধু লাল শাক খাবে আর কোনো শাক খাবে না। তবে একটা জিনিস পরিবর্তন হয়েছে আগে মাছ খেতো না আর এখন যেকোনো মাছ দেখলেই খেতে চায়। ছেলের এই পরিবর্তন খুব ভালো লেগেছে। তারজন্য মাঝে মাঝে চিন্তা করি হয়তো বড় হলে সবজি খেতে পারে। বাচ্চা মানুষ খাবার নিয়ে জোর করতে পারি না। খাবার এদিক থেকে সেদিক হলেই কান্না শুরু করে। অনেক বাচ্চারা দেখবেন ডাটা আর আলু দিয়ে এভাবে মাছের ঝোল করলে খুব পছন্দ করে। ডাটা কিন্তু রসালো সবজি তারজন্য গরমে ডাটা খাওয়া খুবই উপকারী। তাছাড়া ডাটায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। তারজন্য আপনাদের বলবো আমার মতো ডাটা খাওয়ার চেষ্টা করবেন। যাই হোক তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
𒆜প্রয়োজনীয় উপকরণ 𒆜 |
---|
নাম | পরিমাণ |
---|---|
রুই মাছের পিস | ৫টি |
ডাটা | ৩টি |
আলু | বড় সাইজের ২টি |
পেঁয়াজ | ১টি |
তেল | পরিমাণ মতো |
মরিচের গুঁড়া | ২চামচ |
হলুদের গুঁড়া | ১চামচ |
ধনিয়া গুঁড়া | ১চামচ |
লবণ | পরিমাণ মতো |
😋১ম ধাপ😋
প্রথমে মাছের পিস গুলো ভেজে নেবো। তারজন্য একটি বাটিতে সামান্য হলুদ,মরিচ ও লবণ নিয়ে মাছগুলো মাখিয়ে নিলাম।
😋২য় ধাপ😋
এবার চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এরপর মাছের পিস গুলো দিয়ে দেবো। এখন একটু লাল করে ভেঁজে নেবো।
😋৩য় ধাপ😋
এখন অন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেবো।
😋৪র্থ ধাপ😋
এবার গুঁড়া মশলা দিয়ে দেবো। এরপর হালকা পানি দিয়ে মশলা কষিয়ে নেবো।
😋৫ম ধাপ😋
এরপর সবজি দিয়ে দেবো আর মশলার সাথে মিশিয়ে নেবো।
😋৬ষ্ট ধাপ😋
এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এরপর সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো।
😋 ৭ম ধাপ😋
সবজি সিদ্ধ হয়ে এলে ভেজে রাখা মাছের পিস গুলো দিয়ে দেবো।
😋 শেষ ধাপ😋
সবশেষে এবার যখন ঝোল কমে সবজির সাথে মাখামাখা হয়ে যাবে তখন নামিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের ডাটা ও আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি।
😋 পরিবেশন 😋
সবশেষে এবার এই রেসিপি একটি বাটিতে নিয়ে নিলাম। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। যাই হোক অনেক কথা বলেছি আজ আর নয়,আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আমাদের এদিকে এখনো আবহাওয়া অনেক গরম। বৃষ্টি তেমন একটা হয়নি আপু। ডাটা ও আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি দারুন হয়েছে। মনে হচ্ছে খেতেও দারুন হয়েছিল। দেখেই তো লোভ লেগে যাচ্ছে। অনেক সুন্দর কালার এসেছে।
হ্যাঁ আপু খেতে খুবই মজাদার ছিল। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ডাটা ও আলু দিয়ে রুই মাছের ঝোল খুবই সুস্বাদু মনে হচ্ছে। আপনার রেসিপি পরিবেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে।রেসিপি এর কালার টাও দেখেই খুবই সুস্বাদু মনে হচ্ছে।
হ্যাঁ ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ডাটা ও আলু দিয়ে রুই মাছের মজাদার রেসিপি তৈরি করেছেন আপু।আসলে ডাটা খেতে আমি খুব পছন্দ করি। বিশেষ করে রুই মাছের সাথে ডাটা রান্না করলে খেতে খুবই মজা লাগে।মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনিও ডাটা খেতে পছন্দ করেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
রেসিপিটি দেখে লোভ লেগে গেল আপু। আপনি আপনার পছন্দের রুই মাছ দিয়ে আলু ডাটা দিয়ে বেশ মজাদার একটি রেসিপি তৈরি করলেন। আপনার রেসিপিটি দেখে জাস্ট অসাধারণ ভালো লেগেছে। বিশেষ করে উপস্থাপনা কালার কম্বিনেশন সবগুলো বেশ সুন্দর ছিল।
আপু আপনার কাছে আমার এই রেসিপি দেখে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
ডাটার তরকারি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। সত্যি আপু রুই মাছ এভাবে ঝোল করলে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
সমস্যা নেই আপু বড় হলে ঠিক হয়ে যাবে। তবে ছোট থেকে সবজি শাক খাওয়ানোর অভ্যাস করতে পারলে বেশ ভালো। চমৎকার লাগল আপনার রেসিপি টা। আলু এবং ডাটা দিয়ে মাছের রেসিপি টা চমৎকার তৈরি করেছেন। রেসিপি টা দেখে বেশ লোভনীয় লাগছে। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
ভাইয়া চেষ্টা করি খাওয়ানোর জন্য কিন্তু খেতে না চাইলে তো আর জোর করা যায় না। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
https://x.com/TanjimaAkter16/status/1838272725883981925?t=ZgHSMafKqD_py_Z2LqlWUw&s=19
আপনি কিন্তু আজ আমাদের মাঝে একটা সুষম খাবারের পোস্ট শেয়ার করেছেন। আসলে এইসব খাবারে মসলার পরিমাণ খুব কম ব্যবহারের জন্য এই খাবারগুলো খেতে যেমন সুস্বাদু হয় তেমনি আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো হয়। এছাড়াও এই রান্নার পদ্ধতিটা আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের রেসিপিতে মশলা একটু কম দেওয়া হয় বলে খেতে খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের জন্য।
ডাটা এবং আলু দিয়ে রুই মাছের চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন।রুই মাছ খুবই সুস্বাদু একটি মাছ। ধন্যবাদ সুন্দর রেসিপি টা শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
ডাটা সবজিটা তেমন একটা আনা হয় না আমাদের বাসায়। অনেকদিন খাওয়াও হয় না। বেশ ভালো লাগলো আপনার রেসিপি টা দেখে। রুই মাছ দিয়ে বেশ মজা করে রান্না করেছেন। রেসিপিটা খুবই লোভনীয় হয়েছে। সুস্বাদু রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপু একদিন আনতে বলবেন আর এভাবে রেসিপি তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।