রহস্যময় গল্প// ছায়ামানবের রহস্য(১ম পর্ব)
আসসালামু আলাইকুম,শুভ রাত্রি
হ্যালো বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। তাহলে চলুন শুরু করা যাক। রাতের শহরটা কেমন যেন অদ্ভুত নীরব নিস্তব্ধ হয়ে রয়েছে। আকাশে আধো আলো চাঁদ, হালকা মেঘের আড়ালে মাঝে মাঝে হারিয়ে যায়। রাত তখন প্রায় দুইটা বাজে। ঢাকা শহরের এক কোণে পুরনো এক ফ্ল্যাট বাড়ির পঞ্চম তলার জানালার পাশে দাঁড়িয়ে ছিল রবিন। কিছুদিন ধরেই ওর মনে হচ্ছে, কেউ ওকে অনুসরণ করছে। রাস্তা পার হলেই ছায়ার মতো একটা অবয়ব দেখা যায়। কিন্তু যখন রবিন সেটা ভালো করে লক্ষ্য করে তখনই মিলিয়ে যায়!
এভাবে কিছুদিন কেটে গেলো, একদিন রাতে রবিন সিদ্ধান্ত নিল যেভাবেই হোক এই রহস্যের সমাধান করবেই। তাই ফ্ল্যাটের জানালার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। এমন সময় হঠাৎ করে রাস্তার অপর প্রান্তে একটা দীর্ঘ ছায়া দেখা গেল। প্রথমে মনে হলো, একটা ল্যাম্প পোস্টের আলোতে গাছের ছায়া পড়েছে। কিন্তু মুহূর্তের মধ্যেই ছায়াটা নড়ে উঠল! যেন সেটি একজন মানুষ, কিন্তু অস্বাভাবিক ভাবে লম্বা, বিকৃত আকৃতির ছিল।
এই দৃশ্য দেখে রবিনের শ্বাস বন্ধ হয়ে আসছিল। তারপরও সে দ্রুত মোবাইলটা বের করে ছবি তোলার চেষ্টা করল। কিন্তু ক্যামেরায় কিছুই ধরা পড়ল না। রবিন ভয়ে নিজেকে জানালার পর্দার আড়ালে লুকিয়ে রাখল। কিন্তু লুকিয়ে থাকলেও তার দৃষ্টি ছিল সেই রহস্যময় ছায়ার দিকেই। ছায়াটা ধীরে ধীরে রাস্তা পেরিয়ে ওর বিল্ডিংয়ের দিকে এগিয়ে আসছে!
এটা দেখে যেন তার বুক ধুকপুক করতে লাগল। মোবাইলটা হাতে শক্ত করে ধরল, কিন্তু ফোনের স্ক্রিন অজানা কারণে ফ্রিজ হয়ে গেছে! চাইলেও কাউকে ফোন করতে পারছে না। ঠিক তখনই দরজার নিচ দিয়ে ঘরের ভেতরে একটা হিমেল বাতাস ঢুকল। অথচ বাইরে কোনো জানালা খোলা নেই। রবিন শিহরিত হয়ে গেল। ধীরে ধীরে দরজার হাতল নড়ে উঠল...।
(চলবে---)
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power



আপনার গল্প পড়ে আমার কাছে ভয় লেগেছিল। তবে এই রহস্যময় গল্পের উদঘাটন রবিন কি করতে পারবে।অনেক ভালো লিখেছেন। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।
দেখা যাক পরবর্তী পর্বে কি হয় অপেক্ষায় থাকার জন্য ধন্যবাদ।