প্রথম মা হওয়ার অনুভূতি || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য
আসসালামু আলাইকুম
প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজ আমি আবারও ইউনিক পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের পোস্টের টপিক হলো প্রথম মা হওয়ার অনুভূতি। প্রতিটি মেয়ের কাছে অনেক আনন্দের খবর হলো সে প্রথম মা হয়েছে। এই সময়কে ঘিরে সবার জীবনে খুব সুন্দর একটি স্বপ্ন কল্পনা করে রাখে। মা হওয়ার যে কষ্ট তা কখনো বলে বুঝানো যাবে না।
এত কষ্ট সহ্য করে যখন একটি মেয়ে মা হওয়ার স্বাদ অনুভব করে তখন তার কাছে মনে হয় পৃথিবীর সব সুখ নেমে এসেছে। ২০২০ সালের আগস্ট মাসে যখন জানতে পারলাম আমি মা হতে চলেছি তখন যে একটা অনুভুতি তা মনে হয় কখনো ভাষায় প্রকাশ করা যাবেনা। একটি মেয়ের কাছে মা হওয়া যেমন কষ্টের তেমনি আমি মনে করি মা হতে না পারাটা আরও বেশি কষ্টের।
বিয়ের আগে সবাই শুধু বলতো মা না হলে নাকি মায়ের কষ্ট বুঝা যায় না। এই কথাটা আমার কাছে এখন একদম সত্যি মনে হয়। কারণ আজ যখন আমি মা হয়েছি তখন মার সব কষ্টগুলো অনুভব করতে শুরু করেছি। অনেক সময় দেখা যায় ছেলেটা অনেক বিরক্ত করে তখন অনেক রাগ হয় আর এ সময় মাকে জিজ্ঞেস করি আমিও কি ছোটবেলায় আপনাকে এভাবে বিরক্ত করেছি। তখন মা হেসে হেসে বলে এর চেয়েও বেশি।
দশ মাস দশ দিন গর্ভধারণ করে যেদিন আমার ছোট্ট সোনা এই পৃথিবীতে আসে আর আমি তাকে দেখতে পাই তখন মনে হয়েছিল এই পৃথিবীতে আমার থেকে সুখি আর কেউ নেই। আমার ছেলেটা সিজারে হয়েছে। ২০২১ সালের মার্চের ১ তারিখ সোমবার সন্ধ্যা সাতটায় যখন আমাকে সিজার করার জন্য নিয়ে যাওয়া হয় তখন নাকি সবাই আমার জন্য অনেক কান্না করেছিল। আমার তখন ব্যাথার কারণে কারোর কথা মনেই ছিল না। যখন আমার বাবুটার কান্নার শব্দ শুনতে পেলাম তখন খুব ভালো লেগেছিল।এরপর সিজার অবস্থায় নার্স সবার প্রথম বাবু আমার কাছে নিয়ে আসে।
সেই সময় আমার বাবু এমন মায়াভরা চোখে তাকিয়ে ছিল যা আমি কোনো দিনও ভুলতে পারবো না। আমি বাবুটাকে দেখে একটা চুমু দিয়েছিলাম সাথে সাথে আমাকে একটা দিয়ে দিল। সেই সময় ওকে দেখে আমি কেঁদে দিয়েছি। তারপর সারা রাত আমার কোনো জ্ঞান ছিল না। একদম সকাল বেলা আমি আবার সুস্থ হয়ে ছেলেকে কোলে তুলে নিলাম। ওকে পেয়ে সেই আমার শ্বশুর বাড়ির সবাই অনেক খুশি।
এখন আমি ওর প্রতিটা ধাপ যেন খুব মিস করি। প্রথম বাড়তি খাবার শুরু করা, প্রথম উঠে বসা আবার ছোট ছোট পায়ে হেঁটে চলা খুব মনে পড়ে। আবার অনেক চিন্তাও করি কখন কিভাবে যে দেয়ালের রং খাওয়া শুরু করেছে বুঝতে পারছি না। এখন কোনো ভাবেই ওকে এই অভ্যাস ছাড়াতে পারছিনা। ময়লা জিনিস সামনে তা পায় সব খাওয়া শুরু করে।
আশা করি আমার এই অনুভূতির কথা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোন পোস্টের মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
প্রতিটা মা-বাবার কাছে সন্তান হওয়ার অনুভূতিটা কেমন সেই মা বাবাই ভালো বুঝতে পারে। সত্যিই জীবনের সেরা অনুভূতি হয়ে থাকে অনেক সুন্দর ছিল আপনার অনুভূতির গল্প গুলো ভালো লাগলো।
ঠিক বলেছেন ভাইয়া মা হওয়ার অনুভূতি সব অনুভূতির সেরা। যে মা হয়েছে একমাত্র সেই বুঝে।আপনার সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Twitter Share
https://twitter.com/TanjimaAkter16/status/1558878096039694336?s=20&t=FCp-1t99Cd9lyDsB_7FNpQ
আপনার প্রথম মা হওয়ার অনুভূতিটি পড়ে অনেক ভালো লাগলো। আসলেই মানামক ডাকটি শোনার জন্য অনেক কষ্ট করতে হয়। অনেক কষ্টের পর একজন মা তার সন্তানের মুখ থেকে মা ডাকটি শুনতে পায়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মা হওয়ার সময়টুকু আমাদের সাথে শেয়ার করার জন্য
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন পড়ে ভালো লাগলো।
আপু আপনি অনেক সুন্দর ভাবে মা হওয়ার অনুভূতি তুলে ধরেছেন। সত্যি আপু এই অনুভূতি হয়ত কাউকে বলে বোঝানো যায় না। তবে সৃষ্টিকর্তা আমাকে সেই সৌভাগ্য এখনো দান করেনি। দোয়া করবেন আমিও যেন কোন একদিন সেই সৌভাগ্য অর্জন করতে পারি।
আপু আপনার জন্য দোয়া রইল যেন খুব তাড়াতাড়ি সেই অনুভূতি শেয়ার করতে পারেন। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে প্রথম মা হওয়ার অনুভূতি শেয়ার করেছেন সত্যি বলতে যদিও আমরা ছেলেরা এই অনুভূতি তেমন একটা বুঝিনা। তবে মায়ের তুলনা শুধুমাত্র মা ই। যার কোন তুলনা হয় না। যাই হোক আপনার এই অনুভূতি আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া মায়ের তুলনা শুধু মাই হয়। তবে ছেলেরাও কোনো অংশে কম নয় তারও বাবা ডাকের অনুভূতির কথা বুঝাতে পারবে না। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আপনার সন্তানকে নিয়ে আপনি আপনার পরিবার সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন। এই কামনা করি।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। দোয়া করবেন সবসময় সবাইকে নিয়ে যাতে ভালো থাকতে পারি।
আপনি অনেক সুন্দর ভাবে জীবনের প্রথম মা হওয়ার অনুভূতি প্রকাশ করেছেন। এটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার ছেলের দেয়ালের রং খাওয়ার যে অভ্যাস হয়েছে তা একটু বড় হলে এমনিতেই ঠিক হয়ে যাবে। এছাড়াও ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি রাখলে হয়তো ময়লা সামনে না পেলে অভ্যাসটা কমে যাবে। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টের জন্য।
ভাইয়া রং খাওয়া নিয়েই আমি অনেক টেনশনে আছি। দোয়া করবেন যেন সব ধরনের বদঅভ্যাস বাদ দিতে পারে।গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপু আপনি অনেক সুন্দর ভাবে আপনার জীবনে প্রথম মা হওয়ার অনুভূতি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন। মা ডাকটি যখন তার সন্তানের মুখ থেকে শুনতে পাই আসলেই তখন অনেক আনন্দ উপভোগ করে। আপনি যখন জানতে পেরেছিলেন আপনি মা হবেন ২০২০ সালের আগস্ট মাস ছিল এই বিষয়টি শুনে আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া মা হয়েছি এবং মা ডাক শুনেছি এখন নিজেকে সত্যি পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ মনে হচ্ছে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আপু আপনি অনেক সুন্দর ভাবে আপনার জীবনে প্রথম মা হওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন, সত্যি মা হওয়ার অনুভুতি টাই আলাদা, মা ডাক শোনার জন্য মেয়েরা অনেক অপেক্ষা করে
হয়তো আমরা ছেলেরা সেই অনুভুতি টা বুঝবো না, আপনার এবং আপনার পরিবার এর সার্বিক সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন সব সময়
ভাইয়া ছেলেরা হয়তো মা ডাক শুনতে পায় না তবে বাবা ডাকের অনুভূতিও বলে বুঝানো যাবেনা। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
জানিনা প্রথম মা হওয়ার অনুভূতি কেমন। কিন্তু সব মেয়েই চাই মা হওয়ার। চাই সুন্দর একটি ফুটফুটে সন্তান আসুক কলে । আসলেই আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।
আপু যেদিন মা হবেন সেইদিন বুঝতে পারবেন সেই অনুভূতি। বিয়ের পর মেয়েদের এই একটাই আশা।আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।