❤️💐ফাদার্স ডে এর স্পেশাল আর্ট💐❤️
প্রিয় ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ ফাদার্স ডে তাই ভাবছি এই দিনকে ঘিরে কিছু একটা তৈরি করা দরকার। কিন্তু কি করবো ভেবে পাচ্ছিলাম না। এরপর চিন্তা করলাম একটা আর্ট করলে ভালো হবে। কিন্তু কি আর্ট করবো তা বুঝতে পারছি না। তারপর নিজের মতো করে এই সুন্দর আর্ট করার চেষ্টা করলাম। আপনাদের মতো হয়তো এত ভালো পারিনা তবে চেষ্টা করেছি আর্ট কে সুন্দর ভাবে সাজিয়ে তুলার জন্য। যখন স্বাগতা দিদি অ্যানাউন্সমেন্টে ফাদার্স ডে এর শুভেচ্ছা জানিয়েছে তখন থেকে মনের ভিতর একটা কষ্ট হু হু করতে লাগলো।
কখনো বাবা বেঁচে থাকতে বলা হয়নি। আজ বাবাকে খুব বলতে ইচ্ছে করে হ্যাপি ফাদার্স ডে। আমার বাবা মারা গিয়েছে ১৩ বছর হলো😭। সবসময় মনে হয় মাথার উপরে বটবৃক্ষের ছায়া থাকলে হয়তো জীবনটা অন্যরকম হতে পারতো। বাবার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারিনা। আমরা বাবা-মা বেঁচে থাকতে তাদের গুরুত্ব বুঝতে পারি না কিন্তু যখন তারা না থাকে তখন অভাব আমাদের সবসময় তাড়া করে বেড়ায়।
আজকের এই আর্ট করতে গিয়ে ছোট বেলার কথা মনে পড়ে গেল। বাবার সাথে এমন কত ঘটনা রয়েছে তা আজ সব স্মৃতির পাতায় জমা পড়ে রয়েছে।আমার বাবা নেই বলে আজকের আর্ট সাদা কালো রয়ে গিয়েছে। আমার কাছে এই আর্ট করার পর অনেক ভালো লেগেছে। সাদা কালো করাতে আরও বেশি ভালো লেগেছে। সকল বাবাদের জানাই ফাদার্স ডে এর শুভেচ্ছা। আমার আজকের আর্ট আশাকরি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
𒆜প্রয়োজনীয় উপকরণ 𒆜
★ সাদা পেপার
★ পেন্সিল
★ কম্পাস
★ রাবার
★ কালো কলম
★ স্কেল
𒆜১ম ধাপ𒆜
প্রথমে একটি লম্বা দাগ টেনে নেবো। এরপর সেই দাগের মধ্যে ছোট বড় আরো কিছু দাগ টেনে নেবো।
𒆜২য় ধাপ𒆜
এবার উপরে ছোট গোল বৃত্ত এঁকে নেব। এরপর নিচের দাগে বডির শেপ এঁকে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এখন আবারও নিচের দাগ মিলিয়ে বডির শেপ করে নেব।
𒆜৪র্থ ধাপ𒆜
এরপর হাতের জন্য দাগ টেনে নেবো। তারপর শার্টের হাতা এঁকে নেব।
𒆜৫ম ধাপ𒆜
এবার শার্টের ডিজাইন করে নেব। এরপর দাগগুলো রাবার দিয়ে মুছে নেবো।
𒆜৬ষ্ট ধাপ𒆜
এখন বাচ্চা একটি মেয়ে এঁকে নেব। এরপর বাবার দুটি হাত এঁকে নেব। এবার বাচ্চা মেয়ে বাবার হাত ধরে রেখেছে এমন দৃশ্য এঁকে নেবো।
𒆜৭ম ধাপ𒆜
এবার মেয়েটির জুতা আর বাবার পেন্টের পকেট এঁকে নেব।
𒆜৮ম ধাপ𒆜
এবার এই আর্ট ফুটিয়ে তোলার জন্য সম্পূর্ণ আর্ট কালো কলম দিয়ে কালার করে নিলাম।
𒆜শেষ ধাপ𒆜
এবার মেয়েটির জামা আর বাবার পেন্ট পেন্সিল দিয়ে ডিজাইন করে নেব। এরপর মেয়েটির জুতা কালো করে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের ফাদার্স ডে এর স্পেশাল আর্ট। সম্পূর্ণ আর্ট শেষ করতে মোটামুটি অনেক সময় লেগেছিল। তবে সম্পূর্ণ আর্ট শেষ করার পর আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
𒆜উপস্থাপনা𒆜
সবশেষে আর্টের পাশে আমার সাইন দিয়ে দেব। এই ধরনের সুন্দর ও ইউনিক আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের মাঝে চেষ্টা করেছি প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করতে জানিনা কতটুকু পেরেছি। আমার এই আর্টের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো আর্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
ফাদার্স ডে এর স্পেশাল আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে বাবা আমাদের প্রিয় একজন মানুষ। আপু আপনার আর্ট দেখতে অসাধারন লাগতেছে। নিখুঁত ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। বাবা দিবসের শুভেচ্ছা রইল।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
প্রথমে আপনাকে বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পিতা মাতাই হচ্ছে সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে আপন। ভালোবাসার শেষ আশ্রয়স্থল হলো বাবা। বাবা দিবস উপলক্ষে খুব চমৎকার আর্ট করছে আপনি। দেখে খুব ভালো লাগলো। এত চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ফাদার্স ডে উপলক্ষে আপনার করা আর্ট অনেক সুন্দর হয়েছে আপু। ফাদার্স ডে উপলক্ষে আমিও একটি পোস্ট শেয়ার করেছি। আপনার অঙ্কন চিত্রটি দেখতে ভীষণ সুন্দর লাগছে আপু। অনেক দক্ষতার সাথে দারুন একটি চিত্র অঙ্কন করে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনার চিত্রাংকন টা দেখে আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। এটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। এরকম আর্টগুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার এই আর্টটি দেখে আমারও ছোট বেলার অনেক স্মৃতি মনে পড়ে গেলো ৷ সত্যি হাজারো গল্প আছে বাবাকে নিয়ে আর এমন মধুর স্মৃতি ৷ যাই হোক , বাবা দিবস উপলক্ষে আপনার এমন সুন্দর একটি আর্ট দেখে অনেক ভালো লাগলো ৷ আর্টটি অনেক সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে আর্টটি শেয়ার করার জন্য ৷
আপু আপনার আর্ট দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় অনেক বাবার কাঁধে চড়ে বেরিয়েছি। বাবা দিবস উপলক্ষে খুবই সুন্দর একটি আর্ট উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
বাবা দিবসকে সামনে রেখে খুব সুন্দর একটি আর্ট আপনি শেয়ার করলেন। খুবই চমৎকার হয়েছে আপু।আমিও বাবা দিবসে কবিতা পোস্ট করেছি।আপনি আর্টের ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আমার বাংলা ব্লগের কাজ করতে এসে আমি বুঝতে পারলাম যে আমাদের বাংলা ব্লগের প্রতিটি ব্লগারই প্রতিটি দিবস সম্পর্কে খবর রাখে। আজকে আপনার বাবা দিবসের আর্টটি দেখে এবং পড়ে অনেক ভালো লাগলো। আসলে বাবা নামের বটবৃক্ষের ব্যাখ্যা সারাজীবন লিখলে ও শেষ হবে না। আপনি অনেক সুন্দর করে বাবা দিবসের স্পেশাল আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আর্টটি আমার কাছে অনেক সুন্দর লাগছে
।ধন্যবাদ আপু আপনাকে।
বাবা দিবস উপলক্ষে খুবই চমৎকার একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আমিও চিন্তা করেছিলাম এই ধরনের একটা জিনিস তৈরি করব কিন্তু সময়ের অভাবে সেটা করতে পারিনি।
আসলে আপু আপনার আর্ট কিন্তু বেশ ইউনিক এবং সুন্দর হয়েছে। বাবা একটি অন্যরকমে শব্দ। আর বাবাকে নিয়ে আপনার এত সুন্দর একটি আর্ট আজ আমায় মুগ্ধ করলো আপু। বেশ সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপনাও করেছেন। এত সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।