রহস্যময় গল্প// ছায়ামানবের রহস্য(২য় পর্ব)
আসসালামু আলাইকুম,শুভ রাত্রি
হ্যালো বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। তাহলে চলুন শুরু করি--তারপর, এক লম্বা, অন্ধকারময় অবয়ব দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল! রবিন চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার পুরো শরীর যেন অবশ হয়ে গেল। ছায়াটা সামনে এগিয়ে এল আর একদম কাছে এসে ফিসফিস করে বলল— "তুই আমার কাছ থেকে একটা জিনিস নিয়েছিস... ফেরত দে!"
রবিন বিভ্রান্ত হয়ে পড়ল। কারণ ও তো কিছুই নেয়নি!
কিন্তু ঠিক তখনই রবিন এর মনে পড়ে গেল— ক'দিন আগে পুরনো বইয়ের দোকান থেকে একটা পুরনো ডায়রি কিনেছিল সে। কী আছে সেই ডায়েরিতে?
ডায়রির কথা মনে হতেই রবিনের ঠোঁট শুকিয়ে গেল। বুক ধকধক করছে। গলার মধ্যে কিছু একটা যেন আটকে আছে।
"আমি... আমি কিছু নিইনি!" রবিন ফিসফিস করে বলে উঠলো।
তখন ছায়ামূর্তিটা আরও কাছে এগিয়ে এল। এবার তার মুখটাও কিছুটা স্পষ্ট দেখা গেল— গাঢ় অন্ধকারের মাঝে দু'টো জ্বলজ্বলে চোখ।
"মিথ্যে বলবি না!" কণ্ঠস্বরটা ধাতব শোনাল। "ডায়েরিটা খুলেছিস?"
রবিন ধীরে ধীরে মাথা নেড়ে বলল, "হ্যাঁ..."
হঠাৎ করে বাতাস যেন ভারী হয়ে উঠল। ঘরের আলো মিটমিট করতে লাগল।
"তাহলে তুই সেটা পড়ে ফেলেছিস..." ছায়ামূর্তির গলা ভয়ংকর ঠান্ডা শোনাল।
রবিন কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই তার মনে পড়ে গেল— ডায়েরির শেষ পাতায় ছিল একটা আজব বাক্য: যে এই লাইন পড়বে তার জীবন আর আগের মতো থাকবে না...
রবিন ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, "এই ডায়েরিটা আসলে কী?"
ছায়াটা ঝুঁকে এলো। তারপর ফিসফিস করে বলল—
"এটা একটা অভিশপ্ত ডায়েরি... আর এখন তুইও তার অংশ হয়ে গেছিস!"
(চলবে---)
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power



Comment link
Comment link
Comment link
লেখা খুব কম হয়ে গেছে।
পরবর্তী পোস্ট বড় করার চেষ্টা করবো। ধন্যবাদ আপু।
https://x.com/TanjimaAkter16/status/1903500209755488760?t=CzPkVRPayzVCqPV4qXbr-w&s=19