পেইন্টিং: মোম রং দিয়ে বসন্ত কালের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং
প্রিয় ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।
শুভ সকাল! বসন্তের উষ্ণ পরশ ও অভিনন্দন জানিয়ে আজকের পোস্ট শুরু করছি। আজকে মোম রং দিয়ে বসন্ত কালের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং শেয়ার করতে চলে এসেছি। যেহেতু এখন বসন্ত কাল চলে তারজন্যই বরং এই পেইন্টিং করা। আমি চেষ্টা করেছি বসন্তকালের প্রাকৃতিক দৃশ্য এই পেইন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য। এই সময়টায় যেদিকে তাকাই ফুলে ফুলে ভরা থাকে। গাছে গাছে পাখির শব্দ মুখরিত হয়ে উঠে পরিবেশ। তেমনি ভাবে সাজানো হয়েছে আজকের এই পেইন্টিং। আমি পেইন্টিং আর আর্ট করতে খুব পছন্দ করি। তাইতো সময় পেলেই চলে আসি বিভিন্ন ধরনের পেইন্টিং নিয়ে।
পেইন্টিং করলেই হয় না বরং সঠিক কালার নির্বাচন করাও জরুরি। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফিনিশিং। যদি কালার ফিনিশিং সুন্দর না হয় তাহলে পেইন্টিং দেখতে একদমই বাজে দেখায়। পেইন্টিং করার ক্ষেত্রে সবদিকে খেয়াল রাখতে হয়। তবে যদি আপনার পেইন্টিং সুন্দর করতে চান তাহলে প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নেবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এতে করে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। যাই হোক অনেক কথা বলেছি তাহলে চলুন পেইন্টিং এর ধাপগুলো দেখে নেই।
প্রয়োজনীয় উপকরণ:
১. সাদা আর্ট পেপার
২. মোম রং
৩. মাস্কিং টেপ
৪. পেন্সিল
৫. রাবার
পেইন্টিং করার ধাপসমূহ
☀️১ম ধাপ☀️
প্রথমে সাদা পেপারের চারপাশে সুন্দর ভাবে মাস্কিং টেপ লাগিয়ে নেবো। এরপর ছোট্ট একটা ঘরের আকৃতি দিয়ে দেবো।
☀️২য় ধাপ☀️
এবার পাশাপাশি দু'টো কুঁড়ে ঘর এঁকে নেবো।
☀️৩য় ধাপ☀️
এখন ঘরের পাশে একটি বড় গাছ এঁকে নেব।
☀️৪র্থ ধাপ☀️
এবার নদীর শেপ দিয়ে নেবো আর ঘর থেকে একটু দূরে ছোট একটি গাছ এঁকে নেব।
☀️৫ম ধাপ☀️
এখন দূরের কিছু গাছপালা এঁকে নেব।
☀️৬ষ্ট ধাপ☀️
এবার নদীর কোণায় ঘাস ও ফুল এঁকে নেব।
☀️ ৭ম ধাপ☀️
এখন ফুল গাছের ডালে বসে থাকা পাখি এঁকে নেব।
☀️ ৮ম ধাপ☀️
এবার গাছের ডালে আরও একটি পাখি এঁকে নেবো।
☀️ ৯ম ধাপ☀️
এবার নদীর পাশে আরও কিছু ঘাসফুল এঁকে নেব। এরপর আকাশে সূর্য ও দূরে গাছ এঁকে নেব।
☀️ ১০ম ধাপ☀️
কালো কলমের সাহায্যে সম্পূর্ণ আর্ট ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
☀️ ১১তম ধাপ☀️
এবার ঘরের উপরে দিয়ে হালকা হলুদ কালার করে নেব। এরপর আকাশ কালার করে নেব আর টিস্যু পেপার দিয়ে ফিনিশিং দিয়ে দেবো।
☀️ ১২তম ধাপ☀️
এবার নদী কালার করে নেব। এরপর টিস্যু দিয়ে কালার ফিনিশিং দিয়ে দেবো।
☀️ ১৩ম ধাপ☀️
এবার মাঠ সবুজ ও হলুদ রঙ মিলিয়ে কালার করে নেব।
☀️ ১৪তম ধাপ☀️
এখন ফুলসহ গাছ সুন্দর ভাবে কালার করে নেব।
☀️ ১৫তম ধাপ☀️
এবার দূরের গাছপালা সবুজ কালার করে নেব। এরপর নদীর পাশের ঘাস ও ফুল কালার করে নেব।
☀️ ১৬ তম ধাপ☀️
এবার ঘর সুন্দর ভাবে কালার করে নেব।
☀️ ১৭তম ধাপ☀️
এবার পাখি দুটো কালার করে নেব।
☀️ শেষ ধাপ☀️
এবার ফুল কালার খুব নেবো। এরপর মাস্কিং টেপ খুলে নেব। তাহলেই হয়ে যাবে মোম রং দিয়ে বসন্ত কালের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং ।
এখন সেই পেইন্টিং এর নিচে আমার সাইন দিয়ে দিলাম। এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই ধরনের পেইন্টিং করতে আমার কাছে অনেক ভালো লাগে। যখন সম্পূর্ণ পেইন্টিং শেষ হলো তখন দেখতে খুব ভালো লেগেছে। আমার এই পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো পেইন্টিং এর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
মোম রং দিয়ে আর্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু এখন সময়ের অভাবে এগুলো নিয়ে বসা হয় না। যাইহোক আপু বসন্তকাল উপলক্ষে কিন্তু খুব সুন্দর একটি বসন্তের আর্ট করেছেন। এরকম প্রাকৃতিক দৃশ্যগুলো আগে স্কুলে থাকতে আঁকতাম। যাইহোক আপনার প্রাকৃতিক দৃশ্যের আর্টটির পাখিটি খুব ভালো লেগেছে আমার কাছে। সব মিলিয়ে সুন্দর লাগছে দেখতে।
আপনার কাছেও মোম রং দিয়ে আর্ট করতে ভালো লাগে জেনে খুশি হলাম। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। সব সময় এভাবে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখতে একটু বেশি ভালো লাগে। ঘাসফুল গুলো অনেক সুন্দর ফুটে উঠেছে। রঙিন একটি পেইন্টিং দেখতে পেয়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
আপনার কাছে ঘাসফুল গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
সত্যি বলেছেন আপু বসন্তকালে যেদিকে তাকানো যায় সেদিকেই ফুলের সমারোহ দেখা যায়। আপনি মোম রং দিয়ে অনেক সুন্দর ভাবে বসন্তকালের সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর্ট করে আমাদের সাথে দেখে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।
এই সময়টা ভালো লাগার মতই একটা সময়। বসন্তকাল মানেই হয়েছে ফুলে ফুলে ভরা চারদিক। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
অসাধারণ হয়েছে আপু ৷ বসন্তের রং পেইন্টিং এর মাধ্যমে বেশ চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন ৷ গাছে গাছে ফুল , পাখি , বসন্তের চকচকে সূর্য সব মিলিয়ে বসন্তকালের প্রকৃতির দৃশ্যে বেশ চমৎকার হয়েছে ৷ অনেক ভালো লাগলো এতো সুন্দর একটি পেইন্টিং দেখে ৷ খুবই সুন্দর এবং নিখুঁত হয়েছে আপনার এই পেইন্টিং ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য ৷
আপনার কাছে আমার এই পেইন্টিং ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
মোম রং দিয়ে বসন্ত কালের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রাকৃতিক দৃশ্যের অংকন করা চিত্রগুলো আমার কাছে খুবই ভালো লাগে। পাখি বসে থাকার দৃশ্যটি দেবার কারণে এটা দেখতে আরো বেশি ভালো লাগছে।
আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
মোম রং দিয়ে বসন্তকালের প্রাকৃতিক দৃশ্যটি খুবই চমৎকার হয়েছে আপু। বেশ ভালো লাগলো আপনার অংকনটি দেখে ।গাছের ডালে পাখি বসে থাকার চিত্রটি অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে। বেশ ভালো লাগলো অংকন টি। ধন্যবাদ আপনাকে।
আপনার কাছেও গাছের ডালে পাখি বসে থাকার দৃশ্য ভালো লেগেছে জেনে খুশি হলাম। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
এত সুন্দর একটি পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। মোম রং দিয়ে বসন্ত কালের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিংটি খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকটা দৃশ্য খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো।