সাতটি ফুল নিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম
আসসালামু-আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ আবারও নতুন পোস্ট নিয়ে চলে আসলাম। অনেক দিন হলো ফটোগ্রাফি পোস্ট করা হয়নি তাই ভাবলাম এই সপ্তাহে করা যাক। এরপর গ্যালারি দেখতে পেলাম বেশ কিছু ফটোগ্রাফি জমা পড়ে রয়েছে। তার মধ্য থেকে সাতটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য চলে আসলাম। আমরা সবাই ফুল ভালোবাসি। ফুলের চাহিদা বর্তমান বাজারে অন্য জিনিস পত্রের থেকে কম নয়। আর্টিফিশিয়াল ফুল যেমন চলে তেমনি বাস্তবের ফুলের তো তুলনাই নেই। তাইতো নার্সারিতে গেলে বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখা যায়। এছাড়া ফুলের দোকানে গেলে যেন মুগ্ধ হয়ে যাই।
আমার বাসার পাশেই কিছু নার্সারি রয়েছে। সেখানে মাঝে মাঝেই ঘুরতে যাওয়া হয়। তবে যেহেতু শীতকাল চলে আর শীতকালীন ফুলে ছেয়ে গিয়েছে প্রতিটা নার্সারি। কিন্তু এবার এখনো সেখানে যাওয়া হয়নি। কারণ দিন ছোট বলে বিকালে আর সময় হয়না। এই ফটোগ্রাফি গুলো অনেক আগে তুলেছিলাম কিন্তু শেয়ার করবো বলে আর করা হয়নি। এমন সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায় না। আমি তো যেখানেই ফুল দেখি সাথে সাথে ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। যদিও আপনাদের মতো এত ভালো ফটোগ্রাফি করতে পারি না। তারপরও চেষ্টা করি সুন্দর ভাবে তুলে আপনাদের সাথে শেয়ার করার। যাই হোক চলুন তাহলে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
📸ফটোগ্রাফি-১📸
প্রথমে দেখাবো ডালিম ফুলের ফটোগ্রাফি। অনেক দিন পর এই ফুল দেখে খুব ভালো লেগেছিল। এর কালার সবচেয়ে বেশি ভালো লাগে। ডালিম ফুল বেশি বড় হয় না তবে ছোট হলেও দেখতে খুব সুন্দর। আমার ভাবির উঠানে বড় একটি ডালিম গাছ ছিল। যখন গাছে ফুল ফোটার শুরু হতো তখন খুব ভালো লাগলো। এই গাছে ফুলের পাশাপাশি ডালিম ফল দেখা যাচ্ছিল।
📸ফটোগ্রাফি-২📸
এবার দেখাবো সাদা বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। আমি ছোট বেলা থেকে এর একটি কালারই দেখে এসেছি। কিন্তু যখন থেকে ফটোগ্রাফি করার জন্য বিভিন্ন নার্সারিতে যাওয়া হলো তখন বুঝতে পারলাম এর আরও অনেক প্রজাতি রয়েছে। আমার কাছে সবগুলো কালার সুন্দর লাগে। তবে এবার সাদা কালার দেখে খুব ভালো লাগলো। একদম সাদাও বলা যাবে না।
📸ফটোগ্রাফি-৩📸
এবার দেখাবো জঙ্গলি টগর ফুলের ফটোগ্রাফি। বর্তমানে এই ফুলের গাছ প্রায় বাড়িতে দেখা যায়। কিন্তু ছোটবেলায় এই গাছকে সবসময় জঙ্গলেই দেখেছি। এমনকি এই ফুল দিয়ে আমরা খেলাধুলা করেছি। এই ফুল যখন ফোটে তখন দেখতে অনেক ভালো লাগে। সবুজ পাতার মাঝে সাদা ফুল দেখতে দারুন লাগে।
📸ফটোগ্রাফি-৪📸
এবার দেখাবো গোলাপী কালারের রঙ্গন ফুলের ফটোগ্রাফি। আমাদের গ্ৰামে একে তোড়া ফুল বলে। এই ফুলেরও অনেক প্রজাতি রয়েছে আর প্রতিটা কালার আমার কাছে ভালো লাগে। এই ফুল একসাথে অনেক গুলো থোকায় থোকায় ফুটে উঠে। এই ফুলের গাছ বাড়ির সামনে লাগালে দেখতে অনেক ভালো লাগে।
📸ফটোগ্রাফি-৫📸
এবার আবারও দেখাবো রঙ্গন ফুলের ফটোগ্রাফি। তবে এখানে দুটো রঙ্গন ফুল রয়েছে। একটা মিষ্টি কালার আর একটা সাদা কালার। এই দু'টো কালার দেখতে আরও বেশি সুন্দর। আমি সবসময় লাল কালার দেখেছি। কিন্তু বর্তমানে এই ভিন্ন ভিন্ন কালার দেখে খুব ভালো লাগে।
📸ফটোগ্রাফি-৬📸
এবার দেখাবো হলুদ জিনিয়া ফুলের ফটোগ্রাফি। এই ফুল তো আরও সুন্দর। এই ফুল ও বিভিন্ন কালারের রয়েছে। এর প্রতিটা কালার দেখতে বেশ চমৎকার। আমি যখন ফটোগ্রাফি করছি তখন একটা মাছি ফুলের উপর এসে বসে পড়ে। তারপর মাছি সহ ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম।
📸ফটোগ্রাফি-৭📸
সবশেষে এবার দেখাবো হালকা হলুদ কালারের জবা ফুলের ফটোগ্রাফি। জবা ফুলের ও বিভিন্ন প্রজাতি রয়েছে আর এর প্রতিটা কালার খুব সুন্দর। এই ফুল এখনো সম্পূর্ণ ফুটে উঠেনি। পাপড়ি গুলো হলুদ আর ভিতরে গোলাপী কালার থাকাতে দেখতে বেশি ভালো লেগেছে।
এই হলো আমার আজকের ফুলের ফটোগ্রাফি। আশা করি আমার আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্য করে জানাবেন। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।
পোস্টের বিবরণ
ডিভাইসের নাম vivo y16
ফটোগ্রাফার @tanjima
ক্যাটাগরি ফটোগ্রাফি
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
|| Join Heroism Discord Server for more Details ||
ডিভাইসের নাম | vivo y16 |
---|---|
ফটোগ্রাফার | @tanjima |
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
ফুল সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমি তো খুবই ভালোবাসি। ফুলের ফটোগ্রাফি করতে যেমন আমার কাছে ভালো লাগে, তেমনি দেখতেও খুব পছন্দ করি। আপনার করা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আমাদের বাড়ির আশেপাশে যদিও নার্সারি নেই, তবে অনেক দূরে দূরে রয়েছে। কিন্তু দূরে হলেও আমি যাওয়ার চেষ্টা করি। আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর করে করেছেন যা দেখেই বুঝতে পারছি। সব মিলিয়ে অসম্ভব দারুণ ছিল সবগুলো ফটোগ্রাফি।
আপু আপনার কাছেও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে। সবগুলো ফটোগ্রাফির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে৷ একটি থেকে একটি ফটোগ্রাফি যেন অসাধারণ হয়ে যাচ্ছে৷ শেষ দিকে আপনি যে জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে৷ আর এর মধ্যে অনেকগুলো রঙের সংমিশ্রণ এর কারণে এটিকে অনেক সুন্দর দেখা যাচ্ছে৷
হ্যাঁ ভাইয়া জবা ফুল দেখতে সত্যিই সুন্দর ছিল। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন। মনে হয় আপনার তোলা ফটোগ্রাফি গুলো আরেকটু ফোকাস দিলে হয়তো আরো ভালো লাগতো দেখতে । ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।
আপনি খুব সুন্দর সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম তৈরি করেছেন ।দেখতে খুবই সুন্দর লাগছে ।ফুলগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফুলের ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে বিশেষ করে ৪ নং ফটোগ্রাফি ও ৭ নম্বর ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে । আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাছে ৪ ও ৭ নং ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আসলে আপু সুন্দর সুন্দর ফুল দেখলে আসলে ফটোগ্রাফি না করে থাকা যায় না। আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ফুলের ফটোগ্রাফি আমি সবসময় অনেক বেশি পছন্দ করি। অসংখ্য ধন্যবাদ এবং সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার কাছেও ফুলের ফটোগ্রাফি ভালো লাগে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
ওয়াও আসলে ফুলের ফটোগ্রাফি দেখতে সবসময় অনেক বেশি ভালো লাগে। আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। রঙ্গন ফুল গুলো দেখতে বেশ দারুন লাগছে।
হ্যাঁ ভাইয়া ফুলের ফটোগ্রাফি দেখতে সবসময়ই ভালো লাগে। ধন্যবাদ।
সত্যি কিন্তু ফুলের দারুন চাহিদা রয়েছে বাজারে। তবে আমিও কিন্ত আপনার মত মাঝে মাঝে করি। মোবাইলের গ্যালারী ঘেটে ফটোগ্রাফি করি। আমার কাছে এখনও হাজার খানেক ফটোগ্রাফি রয়েছে । যাই হোক আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু দারুন ছিল। সব গুলো ফুল আমার বেশ ভালো লাগে। আপনি কিন্তু দারুন ফটোগ্রাফি করেন আপু।
অনেক সময় পোস্ট খুঁজে না পেলে তাই করি। যাই হোক আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
আমাদের কমিউনিটিতে আপুরা খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে থাকে। আপনি আজকে ভিন্ন ভিন্ন কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে ফুলের সৌন্দর্য উপভোগ করতে যেমন ভালো লাগে আমার কাছে ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে বেশ সুন্দর ফটোগ্রাফে ছিল।
ঠিক বলেছেন ভাইয়া ফুলের সৌন্দর্য উপভোগ করতে যেমন ভালো লাগে তেমনি ফটোগ্রাফি করতেও খুব ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ফোনের গ্যালারি থেকে বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলেন আপু। আমিও এমনটা করি অনেক সময়।আর নার্সারিতে গেলে নানা ধরনের ফুল গাছ দেখা যায়। আর সুন্দর সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি না করে আসলে পারা যায় না।আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু নার্সারিতে গেলে এত সুন্দর ফুল দেখলে চুপ থাকা সম্ভব হয়না। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আপু আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। আপনার শেয়ার করা রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। তাছড়া জবা ফুলের ফটোগ্রাফি টা ও আরো সুন্দর হয়েছে।
আপু রঙ্গন ফুল দেখতে সত্যিই খুব সুন্দর ছিল। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।